'মানুষের মধ্যে শয়তানের(ইবলীসের) দশ জন বন্ধু...!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ১৮ নভেম্বর, ২০১৪, ০১:১৩:০৩ দুপুর
মানুষের চির শত্রু শয়তান ইবলীস! মানুষকে হেদায়েতের সুমসৃন রাস্তা থেকে গোমরাহী আর ভ্রষ্ঠতার পংকিল পথে টেনে নিতে অহর্নিশ প্রচেষ্টার কমতি নেই ওর! স্বীয় শয়তানী কর্মকান্ড সুচারু রুপে আন্জাম দিতে এই মানুষদের মধ্য থেকেই নিকৃষ্ট স্বভাবের কিছু লোক কে সহযোগী বন্ধু হিসেবে গ্রহন করে সে!
মানবতার মুক্তিদিশারী রহমতের আধার মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ এক বার শয়তান ইবলীস কে জিগ্যেস করলেনঃ আচ্ছা-আমার উম্মতে তোমার বন্ধু কত জন তা কী বলবে একবার?
মুচকী হেসে শয়তান উত্তরে জানালোঃ আপনার উম্মতের মধ্যে দশ শ্রেণীর লোক আমার বন্ধু!আর তারা হলঃ
"একঃ জালিম শাসক।তথাফ্যাসিষ্ট শাসন ব্যবস্হার নেতৃবৃন্দ আমার বন্ধু।
দুইঃ অহংকারী ব্যক্তি।ক্ষমতা-অর্থবিত্ব নিয়ে অহংকারী শ্রেণী আমার বন্ধু তালিকায় আছে।
তিনঃ সেই সব সম্পদশালী ব্যক্তি আমার বন্ধু,যারা সম্পদ আহরণে ও বিতরণে বেপরোয়া হয়ে চলে।
চারঃ সেই সমস্ত আলেম,যারা জালিম শাসককে সমর্থন-সহযোগীতা করে।
পাচঁঃ অসাধু ব্যবসায়ী সমাজ আমার বন্ধু।
ছয়ঃ ব্যবসায়ীদের মধ্যে যারা অনৈতিক পন্থায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে দ্রব্য গুদামজাত করে রাখে, তারা আমার বন্ধু।
সাতঃ সমাজে অশ্লিলতা-অনাচার-ব্যভিচার ছড়ায় যারা,তারা আমার প্রিয় বন্ধু।
আটঃ সমাজের সুদখোর ব্যক্তিরা আমার পছন্দনীয় বন্ধু।
নয়ঃ যারা মদ পান করে,মাদকতার বিস্তার ঘটায় তারাও আমার বন্ধু।
দশঃ আপনার উম্মতের মধ্যে সেই সব ব্যক্তিরাও আমার একান্ত কাছের বন্ধু যারা কৃপণ।"
এই দশশ্রেণীর মানুষই আপনার-আমার-সমাজের চার পাশেই আছে।বর্তমান সময়ে তারাই আমাদের দন্ড-মুন্ডের মালিক!'শয়তানের বন্ধু এই প্রকৃতির মানুষগুলো দিয়েই ইবলীস তার সকল কর্মকান্ড পরিচালনা করছে নিশ্চিন্তে!!!
*হাদীস বর্ণনায়- হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ।
*সুত্রঃ আল মুনাব্বিহাত- ইবনে হাজার আসকালানী রঃ।
বিষয়: বিবিধ
১৮৭৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। এই ধশ ধরণের মানুষদের গুণ থেকে আল্লাহপাক আমাদের সকলকে হেফাজত করুন-আমীন।
আপনার অনুপ্রেরণ বরাবরই উৎসাহী করে আমাকে!মহান আল্লাহ আপনাকে এর যথার্থ প্রতিদান দিন এই দোয়া রইল!
এই ধরণের বদগুণ থেকে আল্লাহ সবাই কে মুক্ত রাখুন,আমিন!
ভয়াবহ এই সব বিষয় থেকে বেচে থাকতে আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে!
মন্তব্য রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!!
দোয়াময় এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
আপনার দোয়ায় আমিন।
এই দশশ্রেণীর মানুষই আপনার-আমার-সমাজের চার পাশেই আছে।
হে আল্লাহ আমাদের রক্ষাও হেফাজত করুন এদের থেকে আমরা যেন শামিল হয়ে না পড়ি এদের মাঝে ।আমীন ।
অনেক অনেক জাজাকাল্লাহ কাহাফ ভাইয়া ।
জীবন চলার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ইসলামের দেয়া সুনির্দেশনা আমরা মেনে চল্লেই অনাবিল শান্তির দেখা পাব!
দারুণ উৎসাহী সুন্দর দোয়াময় মন্তব্যে আমিন ও জাযাকুমুল্লহু খাইরান শ্রদ্ধেয়া ছোট্ট আফরা জ্বী!!
৫ম স্হান নিজ দখলে রাখায় অভিনন্দন ও জাযাকাল্লাহু খাইরান আপনাকে!
সবার ব্লগে স্বতঃস্ফুর্ত এমন উপস্হিতি প্রেরণার আধাঁর হয়ে আসে!
নশ্বর ধরা অপরকে দিয়া গোলামিরে যদি জানে সে ভাল।
এমন কবিতা মরমী তত্ব শোভন তাদের, জানিয়া লও
জীবনকে যারা রাখে সুগোপন,সে গিতি তাদের শ্রবনে কও।
সাবধান থেকো,খুব সাবধান,এ জাতি যেন না জাগার হয়,
ধর্ম যাহার নিতিনিতি এই ধরার সকল হিসাব লয়।
-ইবলিশ কি মজলিশ-ই-সুরা,আল্লামা ইকবাল।
চমৎকার কাব্যিক অনুভূতির নান্দনিক মন্তব্য হ্রদয় ছোঁয়ে গেল! আপ্লুত হলাম আমি!
শয়তানের ফাঁদ থেকে যেন আমরা সবাই বেচে থাকতে পারি আল্লাহর কাছে এই দোয়া।
অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি আপনাকে!!
শ্রদ্ধেয় ফেরারী মনের ভাল লাগা অন্তর থেকে গ্রহন করলাম।
সৎ আমলনামা যে আমাদের ভাগ্যে নসীব হয় এই দোয়া চাই ভাই!!!
কিছু যদি মনে না করেন তয় বলি,আপনি যে আঁধার লিখেছেন,তার মানে অন্ধকার,তা রসুলুল্লার বিশেষণ হয়না৷ ঁ টা বাদ দিতে হবে, তাতে মানে হবে পাত্র। এডিট করে দিয়েন৷
লেখার বিষয় ভাল লাগল। আরও লিখুন৷ ধন্যবাদ৷
অজস্র ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় শেখের পোলা ভূল টা ধরিয়ে দেয়ায়! এডিট করে দিলাম! জানার কমতি এমন ভূলে ফেলে দেয় আমাকে। সতর্কময়ী এমন মন্তব্য আপ্লুত করল আমায়!
আবারও জাযাকুমুল্লাহু খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ......।
এতক্ষনে পাঠকের খাতায় নাম লিখানোর জন্য পুরুস্কার হিসেবে 'প্রথম পাঠক' ধরে নিলাম! মন্তব্যের ময়দানে চৈচিত্রময়তা সৃষ্টিতে অনিঃশেষ ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু তায়ালা খাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ আপনাকে!
এবার খুশী তো........???
মজার মানুষ হওয়া সৌভাগ্যের ব্যাপার ভাই!
প্রিয় মানুষরাই সব চেয়ে মজার মানুষ হয়! আমি শত চেষ্টাতেও মজার মানুষ হইতে পারলাম না!
কিছু আইডিয়া শেয়ার করতে পারেন আমাকে,কী ভাবে মজার মানুষ হয় শিখতে চেষ্টা করবো.......।*- *- *-
উৎসাহী অনুভূতির আমেজ ছড়িয়ে গেলেন আমার আংগিনায়! আপনাকেও অনিঃশেষ শুভেচ্ছা ও জাযাকাল্লাহু খাইরান শ্রদ্ধেয় ছালসাবিল ভাই!
ভাল থাকার কামনা.....!!!
আন্তরিক দোয়াময় সুন্দর মন্তব্যের সাথে আমিন ছুম্মা আমিন! আপনাকেও অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান....।
বরাবরের মতই উৎসাহ দানে আপনাকেও অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাচ্ছি ব্লগার নাছির আলী!!
চরম গর্হিত এ সব বিষয় থেকে যেন আমি-আমরা বেচে থাকতে পারি-এই দোয়া করবেন শ্রদ্ধেয়া প্রিয়ন্তি আপুজ্বী!
মন্তব্যের ছোঁয়া রেখে যাওয়ায় আ'তাকুন্নাল্লাহু খাইরাল জাযাঈ জানাই!
কিন্তু সমস্যা একটি আমি খুব কম সময় পাই। তারপর ও পরে এসে এসে দেখবো।
অনেক শুকরিয়া শ্রদ্ধেয় ভাই! আমি তো কমেন্ট ব্লগার! লিখার হাত কাচা! আপনার আন্তরিক উৎসাহ উদ্বুদ্ধ করবে সামনে এগুতে!
জাযাকাল্লাহু খাইরান!!
মন্তব্য করতে লগইন করুন