একটি ধাঁধা.....???
লিখেছেন লিখেছেন কাহাফ ১৪ নভেম্বর, ২০১৪, ১২:১১:২৬ দুপুর
শীতের রাতে খড়ের আগুন জ্বালিয়ে, পরিবারের সবাই এক সাথে মিলে গল্প-গোজব,কিস্যা-কাহিনী,ধাঁধা-উত্তর নিত্যকার এই সব প্রানোচ্ছল মধুর স্মৃতি বার বার নষ্টালজিকতায় নিয়ে যায়!
সেই সব দিন গুলো ফিরে পেতে বড় সাধ জাগে!!
ধাঁধা দিয়ে অন্য কে কাবু করার মজার দৃশ্য আজও ভেসে ওঠে দৃষ্টি সীমানায়!
কত বৈচিত্রময় উপস্হাপনায় ভরপুর থাকতো সেই সব আসর!
শৈশবে শুনা বহুল আলোচিত একটা ধাঁধা তুলে ধরলাম,কিছুক্ষণের জন্যে হলেও, সবাই যেন ফিরে যায় ফেলে আসা অতীতে!!
সদ্য বিদেশ ফেরত এক ব্যক্তি অনেক দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন তার ভালবাসার মানুষের সাথে সাক্ষাৎ করতে ওদের বাড়ি গেল! বাড়ীর পুকুর ঘাটে পৌছেই বেচারার ভাবনা বিক্ষিপ্ত হয়ে গেল! সকল স্বপ্নসাধ ভেংগে গেল যেন!
তার স্বপ্নের রানী-সুখের খনি পরম মমতায় একটা ছোট্ট শিশু গোসল করাচ্ছে!
লোকটি ভাংগা ভাংগা আওয়াজে জিগ্যেস করলঃও কে....???
মেয়েটি পুর্ণ বিষয়টা আচ করে রহস্যময় ভংগিতে জবাব দিলঃ
'যা ভাবছ তা নয়,
ছেলে কিন্তু আমার নয়!
ছেলের পিতা যার শ্বশুর,
তার পিতা হবে আমার!'
মেয়ের এমন জবাবে লোকটির মাথা তো আরো আওলিয়ে গেল!
'মেয়ে ও ছোট্ট শিশুর মধ্যকার সম্পর্ক' নিরুপন করে আপনারা লোকটিকে সাহায্য করতে পারেন!!
বিষয়: বিবিধ
৬১১০ বার পঠিত, ৬৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝেছেন তো !আমি জানি তাই কিন্তু বললাম না ।
অনিঃশেষ ধন্যবাদ ও জাযাকুমুল্লাহু খাইরান বুদ্ধমতী আফরা ও চালাক সূর্যের পাশে হারিকেন!
সব বিষয়েই আপনাদের তীক্ষণতা আপ্লুত করে আমায়!!!
শব্দের তরংগ সৃষ্টি করে ঠিকই তো জবাব এড়িয়ে গেলেন!
আসলেই বলতে পারেনননন???
অনেকের মন্তব্যে জবাব এসে গেছে!ঝালাই করে নিতে পারেন!
পরে পড়ে ধাঁধাঁর জবাবটা জেনে নেবো!
মন্তব্যের পরশ বুলিয়ে ভাল লাগা ছড়িয়ে গেলেন! অনেক ধন্যবাদ আপনাকে!
জবাব টা এসে গেছে .........!!!
কৌসুলী মন্তব্য!
সূর্যের পাশে হারিকেন বুঝে গেছে আপনার বিষয়!আমিও হয়তো........!!
হ্যারি যেহেতু আগে বুঝেছে তাই আপনার কথার জবাবটাও হ্যারিই দিবে @এস এম আবু নাছের ভাই.....।) ) )
ছেলে কিন্তু আমার নয়!
ছেলের পিতা যার শ্বশুর,
তার পিতা হবে আমার (শ্বশুর)!'
ওরা ভাইবোনই হপে
তোমারটাতো খুব কঠিন দাড়াও ট্রাই করে দেখি
চালাক পোলা আপনি!আপনার জবাব সঠিকই না হয়ে পারে???
পুরুস্কার হিসেবে আফরা আগেই কিছু দিয়ে দিয়েছে!আমার পক্ষ হতে মনে করে নিয়েন!!!
শ্রদ্ধেয়া সন্ধাতারা আপুর ভাগিনা হিসেবে ভূল মাঝে-মাঝে না করলে চলে! ছোট্টদের থেকে কখনো ভূলই মধুর হয়ে ধরা দেয়!!
তাই ডিলেট করলাম না!
ভালো লাগা রেখে গেলাম কাহাফ ভাই।
হ্যারী আসলেই অনেক চালাক!
নির্বোধ আমিই মানুষের সাথে সম্পর্ক নিরুপণে মারাত্মক ভূল করি!
ভাল লাগার অনুভূতি আজীবন ঘিরে থাকুক আপনাদের কে-এই দোয়া আমার!!
ভালো লাগা রেখে গেলাম।
কী-বোর্ড কিংবা হাতের বিশ্রাম না-কী???
আগের চেয়ে গতি অনেক স্লো, আমাদের উপহার দেয়ার ক্ষেত্রে!!
আপনার লেখনীর অপেক্ষায় থাকি.....।!!!
সুস্হ্য শরীর- সুখী মন!
এমন যেন হয় প্রস্তুতি ক্ষণ!!
ওরা ভাই-বোন।
প্রথম প্রথম এমনি হয়েছিল আমার ক্ষেত্রেও!বেরই করতি পারিনি-কী সম্পর্ক!
ধন্যবাদ অনুভূতি রেখে যাওয়ায়!!>- >-
বেশ পুরানো তাই না তাই না!
নতুন কোন ধাঁধা নিয়ে আবার আপনার উপস্হিতি কামনা করছি শ্রদ্ধেয় শেখের পোলা!!
এবার তো আমার মাথাই আওলিয়ে গেল!!!
একই বিষয়ের ভিন্ন রুপ নয় তো???
তা নাহলে এর জবাব পারছি না আমি!!!
ধাঁধার উত্তর তা মিলাতে পারি নাই আমি!
জানিয়ে ধন্য করলেন শ্রদ্ধেয় শেখের পোলা ভাই!
অজস্র ধন্যবাদ নিয়েন!!!
অনেক পরিমানই দিতে মন চায়,কিন্তু......!আপাততঃ ভাল থাকার সীমাহীন দোয়া দিয়ে গেলাম!
আমার ছেলে হ্যারির পুরুস্কার কোথায়? কাহাফ ভাইয়া। যদিও আফ্রাম্নি সান্ত্বনা পুরুস্কার ইতিমধ্যেই দিয়ে দিয়েছে।
ভালা লাগার অনুভূতিরা আপনার চারপাশ আজীবন বিরাজ করুক-করুণাময়ের কাছে এই কামনা করি শ্রদ্ধেয়া সন্ধাতারা আপুজ্বী!
সাধ ও সাধ্যের সমন্বয়হীনতায় ভাগিনা হ্যারি কে কী আর দেব!এক জন পরিপুর্ণ মানুষ হউক-এই দোয়া দিয়ে গেলাম!!
পুরোপুরি আওলিয়ে যাওয়ার আগেই শ্রদ্ধেয় ব্লগার বৃন্দ এগিয়ে এসেছেন!
আমরা তো এখানে সবাই একই পরিবারের মত!
আপনাকে আভিনন্দিত শুভেচ্ছা জানাচ্ছি এই ব্লগাংগিনায়!!!
ছেলে কিন্তু আমার নয়!
ছেলের পিতা যার শ্বশুর,
তার পিতা হবে আমার!}
বিষয়টি অসুম্পরন্য মনে হল। তবে আফরা আপু বললেন ধাঁধা টি হবে “ "ধুয়াই ছেলের গা ,না হই ছেলের মা ,ছেলের বাবা যার শ্বশুর,আমার বাবা তার শ্বশুর”।
তার মানে ধাঁধাটি হবে “{ 'যা ভাবছ তা নয়,
ছেলে কিন্তু আমার নয়!
ছেলের পিতা যার শ্বশুর,
তার পিতা আমার শ্বশুর,।
উত্তরঃ ছেলেটির পিতা “ক” এর শ্বশুর । এখন “ক” এর পিতা মেয়েটির শ্বশুর । ফলে মিঃ “ক” এবং মেয়েটি স্বামী – স্ত্রী ।
তবে “ক” এর শ্বশুর নিশ্চয় মেয়েটির বাবা। সুতরাং মেয়েটি এবং বাচ্চা টির মধ্যে সম্পর্ক হলঃ তারা ভাইবোন । ধন্যবাদ কাহাফ ভাইয়া, ধন্যবাদ আফরা আপু ।
'লজিকেল ভাইছা' নামের যথার্থতা মন্তব্যের মাধ্যমে চমৎকার ভাবে ফুটে উঠেছে শ্রদ্ধেয় ভাইছা!
বিশ্লষণতায় ধাঁধার উত্তর খুউব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন! অনিঃশেষ ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!!
পুরনো সে স্মৃতি তবু হৃদয়ে আঁকে।
জায়না শুনা দাদীর মুখে, পরীর দেশের গল্প কথা।
পল্লীবালা আঁকে না আর চিকন সুতোর নকশি কাথা।
ধাধার উত্তর অনেক দিয়েছেন আমি আর নাইবা দিলাম।
আশাকরি আমারা আপন সংস্কৃতি রক্ষায় কাজ করবো।
অনেক ধন্যবাদ কাহাফ ভাই সুন্দর পোস্টের জন্য।
অনিঃশেষ ধন্যবাদ ও জাযাকাল্লহ আপনাকে শ্রদ্ধেয় ফখরুল ভাই!
'আমিরুল মোমেনীন মানিক'এর গান টা শুনিয়ে প্রকৃতই ফেলে আসা অতীতে টেনে নিলেন আমাকে!
শিখতে হবে আমাকে সুরের কারু-কাজ! শেখাবেন তো.........???
সামনের কোন প্রোগ্রামেই শিখার আর্জি নিয়ে উপস্হিত হব ইনশা আল্লাহ!
সব সময়ের জন্যই ভাল থাকুন আপনারা-এই দোয়া আমার!
অনেক ভাল লাগো। উত্তর -ছেলের বাবা যার শশুর তার বাব
আমার শশুর। অর্থাত ভাই বোন
ব্লগের সবার আন্তরিক সহযোগীতা আমাকে বিচরণে অনুপ্রাণিত করছে!তাই থাকার চেষ্টা করি এখানে!
জেদ্দায় সিবিএফ শাখা কমিটি ঘটিত হল! আপনারা দাম্মামের ব্লগারদের খবর কী???
সঠিক উত্তরের জন্য অনিঃশেষ ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান রইল!!
আমার আংগিনায় স্বাগতম আপনাকে!
অনুভূতি রেখে যাওয়ায় ধন্যবাদ ও শুভ কামনা নিরন্তর হে শ্রদ্ধেয়....।
মন্তব্য করতে লগইন করুন