একটি কল ও এক পৃথিবী সুখ........!!!
লিখেছেন লিখেছেন কাহাফ ২৬ অক্টোবর, ২০১৪, ০২:২৩:৫২ দুপুর
প্রবাস জীবনে সময় কে মেপে মেপে ভাগ করে তবেই চলতে হয়।
অফিসের ডিউটি,রান্না-বান্না,কাপড় কাচা,খাওয়া-দাওয়া,ঘুম,
বন্ধুদের সময় দেয়াএমন কি ব্যক্তিগত কাজগুলোও নির্ধারিত সময়েই সারতে হয়।ভৌগলিক ভাবে অনেক দুরত্বে ছেড়ে আসা প্রিয়জনদের খোজ-খবর নেয়া,তাদের সাথে দু;এক কথার চালা-চালী তাও সময় মেপেই।
সংগত কারণেই ঘুমের টাইমে মোবাইল বন্ধ থেকে সাদ হাসানের।
ঘুম থেকে উঠে প্রতি দিনের মত মোবাইল অন করলেন সাদ হাসান,কল এলার্ট চালু থাকায় কয়েকটা মেসেজ আসলো। ধক করে উঠল তার বুকটা,অশুভ কিছুর আশংকা পরিবেশ টা কে গুমোট করে দিল যেন।বাড়ীর নম্বর থেকে কল! এমন তো হওয়ার কথা না!
সাদ হাসানের টাইম সিডিউল তো জানা আছে তাদের,কেন কল তবে!
ফোন দিলেন তখনি,মুহুর্তেই অনাকাংখিত খোশ খবরে প্রশান্তির নহর বয়ে গেল যেন।পৃথিবীর সব চেয়ে সুখী কয়েক জনের একজন মনে হল নিজে কে!গভীর থেকে বেরিয়ে এলো.......আলহামদু লিল্লাহ!আলহামদু লিল্লাহ!!আলহামদু লিল্লাহ!!!
'আমার জীবনের সারা টা অস্তিত্ব জুড়ে যার উপস্হিতি,সকাল-দুপুর-সন্ধ্যা যার ভাবনায় কেটে যায়,যাকে বিনে জীবন অর্থহীন মনে হয়,সেই স্বপ্নের রানী 'জারিসা' বিয়ে করতে রাজি হয়েছে! তাও আমাকে!!
স্বপ্নময় এক ভালবাসার রাজ্যে হারিয়ে যায় একজন সাদ হাসান।
পৃথিবীর সব কিছুকেই সুন্দর মনে হচ্ছে এখন!সবাই কে কত আপন লাগছে! কত মায়াময়!!
@};
#অনুগল্প
বিষয়: বিবিধ
১৯৯৬ বার পঠিত, ৪২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফুলেল স্বাগতমে আমি আপ্লুত ভাই,আপনাকেও অনেক শুভেচ্ছা আমার আংগিনায়.....।
গানের পাখি শ্রদ্ধেয় ব্লগার ফখরুল ভাই.....!
আপনাদের পিছু চলার অনুপ্রেরণ চাই....!
অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয় 'ব্লগার নিরবে'
আপনাদের উৎসাহ সাহস যুগাবে আমায়।
আল্লাহ আপনার জীবনে সাফল্যদান করুক সেই সাথে দীনের উপর অটল থাকার তাওফিক দান করুক।
আন্তরিক এমন দোয়াময় মন্তব্যে আপনাকেও অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান।
অনেক শুভেচ্ছা শ্রদ্ধেয়'সোনালী দিন' ভাইয়া....!
আমি তো আপনাদের দলেই থাকতে চাই,অন্ততঃ আপনাদের পিছু পিছু যেনও হয় আমার পথ চলা'
নতুন একটা ভাবী আইব ঘোমটা মাথায় দিয়ারে।
সুরের মুর্ছনায় অন্য জগতে নিয়ে যেতে পারেন আপনি,তা জানি।কিন্তু 'লেখনী;কেও নিতে পারেন তা আজ জানলাম।
আনন্দময় অনুভূতি ছড়িয়ে দেয়ায় ধন্যবাদ অজস্র শ্রদ্ধেয় ফখরুল ভাই.....।
নতুন একটা ভাবী আইব ঘোমটা মাথায় দিয়ারে।
আস্ সালামু আলাইকুম শ্রদ্ধেয় সালসাবিল_২৫০০ ভাই......
লেখনীর মোড় ঘুরে গেছে মনে হয়।কাচা হাতের অদক্ষ আচড়ে 'উদ্দিষ্ঠতা'বুঝাতে ব্যর্থ হয়েছি আমি। বিয়ে টা আমার প্রিয় এক বন্ধুর।
আপনার নান্দনিক সুন্দর মন্তব্য অনুরণিত হচ্ছে সদাই।আসলেই ভালবাসার বিকল্প কিছুই নেই।তবে তার শুরু হতে হবে স্রষ্টা থেকে।
ভালো থাকবেন অনেক,জাযাকাল্লাহু খাইরান।
শ্রদ্ধেয় ফখরুল ভাই, আমকেই নিয়ে টানা-টানি শুরু করলেন! আমার প্রিয় এক বন্ধুর বিয়ে,নিজের মত উপস্হাপন করেছি শুধু।
আসলেই তো আপনি'সবার হ্রদয় জুড়ে' বসতে পারেন! অনেকের জীবনের ঘটনা এটা,আমার নয় ভাই।
ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো অজস্র......
আসলেই কি কোন প্রকারে এসেছে 'লেখনী'.......!!
মন্তব্য রেখে যাওয়ায় অনুপ্রাণিত আমি।ভালো থাকবেন শ্রদ্ধেয় বুড়া মিয়া।~:> ~:>
ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো আবারো.....
খুব ভালো লাগলো লিখাটি।
শুভকামনা রইলো।
শ্রদ্ধেয় মামুন ভাই,আপনার পরামর্শে একটু সুখী হতে গিয়ে ঝামেলায় পড়লাম তো!সবাই আমার 'বিয়ের' কথাই ধরে নিচ্ছে!কাচা হাতের অদক্ষ গাথুনী ভূল প্রাসাদ গড়েছে যেন!
আন্তরিক দোয়াময় মন্তব্য আপনার,আল্লাহ যেন তাই করেন।আপনারাও অনেক ভালো থাকুন এই দোয়া আমার।
জাযাকাল্লাহু খাইরান।) )
ইনশা আল্লাহ!
আপনাদের পিছু পিছু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালিয়েই যাব।'আপনাদের'কে জানি-এটাই আমার অনেক পাওয়া।
আমার অপরিপক্ক শব্দের বুননে উপস্হাপনার অর্থ অন্য মোড় নিয়েছে শ্রদ্ধেয় আফরা আপুজ্বী!
'বিয়ে'টা আমার নয়,আমার একান্ত মনের একজন মানুষের।
ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাদের কে!
অবশ্যই ভাই শ্রদ্ধেয় শেখের পোলা.......।
বন্ধুর পক্ষ থেকে আমি আপনাদের কে সাদর নিমন্ত্রণ জানাচ্ছি। আসবেন কিন্তু.......
শুভকামনা
এই অন্যরকম ভাল লাগা বজায় থাকুক আজীবন আপনার-আমার-সবার জীবনেই
আল্লাহর কাছে এই ই কামনা!
সুন্দর মন্তব্য প্রকাশে ধন্যবাদ ও জাযাকাল্লাহু খাইরান.....
আপনাদের অসাধারন নান্দনিক লেখনী পড়ে পড়ে নিজেও একটু চেষ্টা করছি লেখার!
অদক্ষ হাতের কাচা গাথুঁনী হয়তো অনেক কেই ভূল বার্তা পৌছে দিয়েছে!
শুভ কি অশুভ জানি না তবে কাজ টা আমার আগেই হয়ে গেছে শ্রদ্ধেয়া ঈপ্সিতা চৌধুরী আপু!
দোয়া চাই যেন প্রকৃত ই শুভ হয়!
আপনারাও অনেক ভাল ও কল্যাণে থাকুন খোদার কাছে এই কামনা আমার!
চিরকুমার সমিতি হতে বিদায়ের এ বেলায় একগুয়েমী জীবন থেকে অজানা এক সহপাঠিনীর সাথে রহস্যময় জীবন কাটানোর কথা ভাবতেই ......।
নিজের এসব পাগলামীর কথা মনে হলে পরক্ষনে নিজেই মুচকি হেসে বলে ...............হিছামার। অ্যারে কি হাগলে হাইছেনি।
শ্রদ্ধেয় প্রবাসী মজুমদার ভাইয়া,আস্ সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ!
আপনার সব অসাধারণ নান্দনিক লেখনী ও মন্তব্যের জবাব দেয়ার ভাষা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায় আমার!আমার কাচাঁ হাতের অদক্ষ গাঁথুনী কোথায় আবার সৌন্দর্য্যের হানী ঘটায়....!!
স্নেহময় দোয়া কামনা করি সদা আপনাদের থেকে!
অনেক ভাল থাকার কামনাও করি!
জাযাকুমুল্লাহুখাইরান ফিদ্ দুনিয়া ওয়াল আখিরাহ
ধন্যবাদ নিরন্তর আপুজ্বী!
আপনার আন্তরিক দোয়ায় আমিন এবং জাযাকুমুল্লাহু খাইরান!!
মন্তব্য করতে লগইন করুন