তাসলিমার হবু প্রেমিক রঙ্গলাল শীল পেশায় নাপিত, দেইখতে গঞ্জেশখোরের মতা লাইগলেও গায়ে গতরে খারাব না!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ২২ অক্টোবর, ২০১৪, ১০:৫৮:২১ সকাল



তাসলিমা আবার প্রেমে পইড়াছেন, আমাদের জাতির কাছে এইড়া কোন নতুন খবর না। আমাদের দেশের অনেক নেত্রীর পিছনেও এই ধরনের রগরড়ে ঘটনা চালু ছিল চালু আছে। সাক্ষ্যি হিসাবে মৃণাল কান্তিরা এখনও বাইচা আছে।

তয়, তাসলিমার নতুন প্রেমিক এই ছেলে হইল পেশায় একজন নাপিত। জাতে শীল, নামে রঙ্গ-লাল শীল। তাসলীমার চুলে-বালে পাক ধরছে, সেজন্য সর্বদা এসব কাল করিতে হয়। তাই তার কাছে একজন বিশ্বস্থ নাপিতের দরকার ছিল, ভাগ্যগুনে জুইটাও যায় একজন।

এর ফলে আপাদমস্তক কেশ কালাও করা যাইবে, মনের আগুন নিভানো, দেহের আগুন ঠান্ডা করা যাইবে। আর জগতে যারা তার যৌবন পরীক্ষা করিতে চাইবে, তারা দেখিতে পাইবে তসলিমার বয়স ৫৩ হইলেও এখনও সে দারুন যুবতী।

তাই সর্বশেষ বলা যায়, তাসলিমা এক ডিলে বহু পাখি মারিবার জন্য এই সিদ্ধান্ত লইয়া ভুল করে নাই। নাইলে তো সৈয়দ শামুশুল হকেরা আবারো ডিসটার্ব শুরু করিব। সেইটা থেইকা বাইচা গেল।

বিষয়: বিবিধ

১৩৮২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277008
২২ অক্টোবর ২০১৪ সকাল ১১:১২
আয়নাশাহ লিখেছেন : তসলিমার একটা প্রমিক জুটেছে তাতে আপনার সমস্যা কি? হা হা।
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
225740
বেআক্কেল লিখেছেন : সমস্যা নাই গর্ব করিবার জন্য পরিচিতিটা দিলাম
277010
২২ অক্টোবর ২০১৪ সকাল ১১:১৩
বুড়া মিয়া লিখেছেন : আরও বেশি খাজুইরা রস জ্বাল কইরা ঝোলা-গুড় রকম কষাইন্যা পোষ্ট হইলে আরও মিষ্ট লাগতো!

আরেকটা লেইখ্যা হালান, অনেকদিন কমেডি পোষ্ট আইতাছে না, আনন্দ আইতছে না মনে ...
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৪
221023
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : বুড়া মিয়া কইছে, আরও বেশি খাজুইরা রস জ্বাল কইরা ঝোলা-গুড় রকম কষাইন্যা পোষ্ট হইলে আরও মিষ্ট লাগতো!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor phbbbbt phbbbbt phbbbbt phbbbbt Tongue Tongue Tongue
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
225741
বেআক্কেল লিখেছেন : আমনে জোর করিয়া হাসিতে থাকেন
277023
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫২
প্রেসিডেন্ট লিখেছেন : Bee Bee Cheer Cheer Cook Cook Give Up Give Up Hot Hot Catch Catch ^Happy^ ^Happy^ ^Happy^ Big Grin Big Grin Big Grin
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২০
225742
বেআক্কেল লিখেছেন : ~:> ~:> ~:> ~:> ~:> ~:>
277123
২২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
চিরবিদ্রোহী লিখেছেন : আরে ভাই....খালি প্যাঁচ লাগান। এমনিতে আমাগো মতো মৌলবাদী ১৪০০ বছরের পূরান চিন্তার মানুষগো লাইগা বেচারী কোন জায়গার টিকবার পারতাছে না, এতদিন পর কোন রকমে একখান বয়ফিরেন্ড জুটাইছে, হউক না নাপিত বা ধোপা বা মেথর, ব্যাস আপনেরা শুরু করলেন চিল্লাপাল্লা!!!! হ্যারে কি একটু শান্তি মতো চাহিদা মিটাইতে দিবেন না?? হাজার নারীবাদী আর আধুনিক হউক, এইটার সময় তো ব্যাটাগোরেই লাগে।
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
225743
বেআক্কেল লিখেছেন : বেটির আসলে কপাল খারাপ প্ররথম জামাই রুদ্র আছিল সিফিলিসের রোগী, মাঝ খানের জনের আছিল দুইটাই তৃতীয় জনের আছিল ভঙ্গধ্বজ এইবারের টায় আকাটা, একেবারে পুঁজ কাদা সহ.......<:-P <:-P <:-P <:-P <:-P
277139
২২ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৮
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : এই বুইড়া পতিতাকে নিয়ে মাতামাতি না করলে কি হয় না?
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:২৩
225744
বেআক্কেল লিখেছেন : তয় আমনে হাগু মুতা করছেন কেন?
282325
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০৮
হতভাগা লিখেছেন : তসলিমার আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনারাই তো তাকে খ্যাতি পাইয়ে দিচ্ছেন
০৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:৫০
225757
বেআক্কেল লিখেছেন : বড় ভাই সকল খ্যাতির আর কদর আছে, নরওয়ের রবার্টের কাছে ১২ইঞ্চি লম্বা একখান লিঙ্গ আছিল, তিনি পত্রিকায় ঘোষনা দিলে ব্লু-ফ্লিম ডাইরেকটরেরা তারে নায়ক বানাইল, ইন্সুরেন্ম কোম্পানী লিঙ্গের পরিমাপ চাইতে যাইয়া দুনিয়াতে তা প্রকাশ কইরা দিল। এইটাও তো একপ্রকার খ্যতি.....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File