দেশের অন্যতম 'দুই জিৎ'!! অভিজিত আর বিশ্বজিত

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৭ মার্চ, ২০১৫, ১২:৩০:২২ দুপুর



শহীদ অভিজিত! জীবনে যতদিন বাইছা ছিল রাত দিন ইসলাম ধর্মকে লইয়া গালাগালি করত! কোপ খাইয়া মরার পর সেও ইসলাম ধর্মের সর্বশেষ্ট্র মর্যাদা শহীদ খেতাব পাইয়া গেল!! তাইলে বিশ্বজিতের মত অসহায় টেইলার কি দোষ করল? তাকে শহীদ বলার কেউ নাই। আগে আমরা শহীদ রতন সেন, শহীদ ধীরেন্দ্রনাথের মত হিন্দুদের শহীদ হইতে দেখিয়াছি! যাই হোক তারাতো কোন এক ধর্মকে বিশ্বাস করত কিন্তু ধর্মকেই সহ্য করেনা এমন ব্যক্তিরে ধর্মের খেতাব শহীদ লাগানো কুন যুক্তিতে শোভা পায়, বুঝলাম না। আওয়ামী সরকারের মতি গতি দেইখা ভয়-ডর লাগে, ভবিষ্যতে কিছুদিন পরে কালো বিড়াল সুরঞ্জিতেরে, 'মাওলানা সুরঞ্জিত সেন বইলা কয় কিনা?!



বিষয়: বিবিধ

১৬৯১ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307614
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:০৪
সমুদ্রপার লিখেছেন : এই বেক্কলগুলি কারা?
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:২৯
248849
বেআক্কেল লিখেছেন : দুনিয়াতে সবই তো বেআক্কেল, ওরা লাইনে আছে মাত্র
307619
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:২২
আফরা লিখেছেন : কালে কালে আরো কত কি শুনব ,দেখব কালকে একটা প্রত্রিকায় দেখলাম মসজিদের ইমাম নিয়োগ এর ইন্টারভিউ নিবে এক হিন্দু টিচার ।
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩০
248850
বেআক্কেল লিখেছেন : কেয়ামতের পূর্ব লক্ষন দেখা যাইতেছে।
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৯
248865
অভিমানী বালক লিখেছেন : হাসবো না কাদবো?
307626
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৩৩
প্রেসিডেন্ট লিখেছেন : এরাই আসল ধর্মব্যবসায়ী। সেই মাথায় পট্টি আর হাতে তসবীহ হতে শুরু।
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩০
248851
বেআক্কেল লিখেছেন : সঠিকভাবে ঠিক কথা বলেছেন
307628
০৭ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৫
দ্য স্লেভ লিখেছেন : লেজে গোবরে অবস্থা....
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
248852
বেআক্কেল লিখেছেন : গোবর তো লেঞ্জায় না, পুরা পাছায় পাছায় লাগছে
307634
০৭ মার্চ ২০১৫ দুপুর ০২:২৫
আবু জান্নাত লিখেছেন : মাদরাসা শিক্ষা ব্যবস্থায়ও হিন্দু মহিলা শিক্ষিকা! আজব দেশ, আজব সরকার।
তো আপনি এতদিন কোথায় ছিলেন? ব্লগে দেখা যায় নাই যে?
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৭
248853
বেআক্কেল লিখেছেন : ব্লগে যে একজন বেআক্কেলের দামও আছে সেই কথা শুইনা বহুত গর্ভীত হইলাম। তাই আবার আইয়া পড়লাম, আপনেকে অনেক ধন্যবাদ
307646
০৭ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫৯
মোতাহারুল ইসলাম লিখেছেন : এটা বোধ হয় কোনো মাওলানা মরঞ্জিত জাতীয় কারো ফতোয়া অনুসারে শহীদ।
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫১
248868
বেআক্কেল লিখেছেন : হইতেই পারে
307648
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১০
হতভাগা লিখেছেন : মুসলমানদের আর কোন কিছু ভাল লাগুক না লাগুক এই শহীদ টাইটেলটায় ইসলামবিদ্বেষীদের ভালই নজর আছে ।
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫২
248869
বেআক্কেল লিখেছেন : শিউর শিউর ওভারশিউর
307649
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৪:১১
অভিমানী বালক লিখেছেন : কালো বিড়াল তো মাওলানা হয়ে ই আছে,শুধু ম্যাডামের খেতাব পাবার অপেক্ষায়।
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫২
248870
বেআক্কেল লিখেছেন : ওনি বড় চালাক প্রাণী
307650
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:১২
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অভিজিৎ মরিয়া জাহান্নাম জিতিয়াছে!কিন্তু যারা হেতারে মারিয়া জান্নাত জিতিবার চায় তাদের মাথার মগজে কুনো ভেজাল আছে কিনা পরীক্ষা করণ দরকার।
০৭ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৪
248871
বেআক্কেল লিখেছেন : এক্কেবারে হাঁছা কথা, গোস্বা কইরা গুয়ের বান্ডিলে লাথি মারিলে ঘটনাস্থল থেইকা গু যাইবে, মগর কিছুটা নিজের কাপড়ে চোপড়ে লাগিয়া থাকিবে সেই কথাডা হেগর মাথায় ঢুকেনা।
১০
307663
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
নূর আল আমিন লিখেছেন : অসম্ভবকে সম্ভব করা আম্লীগের কাছ. . . . .
০৮ মার্চ ২০১৫ সকাল ১০:৪৪
248949
বেআক্কেল লিখেছেন : ঠিক সত্য কথা বলেছেন
১১
307666
০৭ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
সজল আহমেদ লিখেছেন : হতভাগা ভাইর সেই মন্তব্যের কথা মনে পইরা গেল:
সারাটা জীবন কাছা মাইরা ইসলাম ধর্মেরে গালিগালাজ কইরা শেষ পর্যন্ত সেই ইসলাম ধর্মের শহীদ উপাধি ?
অভিজিত্‍ রায় আইজকা বাঁইচা থাকলে নিশ্চিত স্ট্রক করত
০৮ মার্চ ২০১৫ সকাল ১০:৪৭
248950
বেআক্কেল লিখেছেন : আসল কথা হইল এইগুলা সব ধান্ধাবাজ, হিন্দু ধর্ম থেইকা যারা নাস্তিক হয়, তারা চিন্তা করে হিন্দু ধর্ম যেইহেতু হাস্যকর ধর্ম, দুনিয়ার সকল ধর্ম বুঝি সেই ধরনের। তাদের গরু লেলিন ঠিক মরার আগের মুর্হতে যেই কথা গুলো বারবার বলেছিল, তাহা ছিল 'ওহ, মাই গড'!!
১২
307696
০৭ মার্চ ২০১৫ রাত ১০:৩৪
শেখের পোলা লিখেছেন : খুলনার এরশাদ শিকদারের কথা অনেকেই জানে, কুখ্যাত খুনি, চাঁদা বাজ৷ বিচারে ফাঁসী হয়েছিল৷ তা হোক, আমরা খুলনা বাসী এই সুযোগে তাকে শহীদ বলে খুলার গৌরব বাড়াব ভাবছি৷ কি বলেন?
০৮ মার্চ ২০১৫ সকাল ১০:৪৮
248951
বেআক্কেল লিখেছেন : করিতে পারেন, ঠিক আইডিয়া মাথায় ঢুকছে। আমার কোন সহযোগীতা লাগলে আমি করিতে পারি।
১৩
310675
২৩ মার্চ ২০১৫ রাত ০৯:৪৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : শহীদ শব্দটার মানে জানে না নয়ত ধান্দাবাজী!
১৪
319744
১৩ মে ২০১৫ দুপুর ১২:৩০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল্লাহর উপর যাদের ঈমানই নাই, তারা আবার শহীদ হয় কিভাবে?? এগুলো কি ইসলামের অবমাননা নয়???
১৫
330370
১৭ জুলাই ২০১৫ দুপুর ০২:৪৫
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : বেআক্কেল ভাই আপনার লেখাগুলি পড়তে খুব ভাল লাগে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File