দেশের অন্যতম 'দুই জিৎ'!! অভিজিত আর বিশ্বজিত
লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৭ মার্চ, ২০১৫, ১২:৩০:২২ দুপুর
শহীদ অভিজিত! জীবনে যতদিন বাইছা ছিল রাত দিন ইসলাম ধর্মকে লইয়া গালাগালি করত! কোপ খাইয়া মরার পর সেও ইসলাম ধর্মের সর্বশেষ্ট্র মর্যাদা শহীদ খেতাব পাইয়া গেল!! তাইলে বিশ্বজিতের মত অসহায় টেইলার কি দোষ করল? তাকে শহীদ বলার কেউ নাই। আগে আমরা শহীদ রতন সেন, শহীদ ধীরেন্দ্রনাথের মত হিন্দুদের শহীদ হইতে দেখিয়াছি! যাই হোক তারাতো কোন এক ধর্মকে বিশ্বাস করত কিন্তু ধর্মকেই সহ্য করেনা এমন ব্যক্তিরে ধর্মের খেতাব শহীদ লাগানো কুন যুক্তিতে শোভা পায়, বুঝলাম না। আওয়ামী সরকারের মতি গতি দেইখা ভয়-ডর লাগে, ভবিষ্যতে কিছুদিন পরে কালো বিড়াল সুরঞ্জিতেরে, 'মাওলানা সুরঞ্জিত সেন বইলা কয় কিনা?!
বিষয়: বিবিধ
১৭৪২ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তো আপনি এতদিন কোথায় ছিলেন? ব্লগে দেখা যায় নাই যে?
মন্তব্য করতে লগইন করুন