ভয়ানক খবর! এইবার যদি বিশ্ব ইজতেমা হইতে না পারে তাইলে এতবড় পাপের বোঝা কে নিবে! দুর্লভ ছবি সহ দেখুন।

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৬ জানুয়ারি, ২০১৫, ০৩:৪১:৫২ দুপুর



বিশ্বের বৃহত্তম তাবলিক জামায়াত আসন্ন। চারিদিকে পুলিশ দিয়ে আবদ্ধ, তিন ধইরা বন্ধি, নীর্ঘুম খালেদা জিয়ার কাছে ইজতেমার দাওয়াত লইয়া গেছিল দুই দল মুরুব্বী। মুরুব্বীদের কে পুলিশ অফিসার সরসরি বলিয়া বসিল, ডিসটাব করিবার সময় বুঝি আর পাইলেন না! এতদিন খালেদা ঘরে ঘুমাইয়া ছিলেন তখন দাওয়াতের কতা আমনেদের মনে পড়ে নাই! মুরুব্বীরা দাওয়াত দিতে না পারিয়া নিরস বদনে চলিয়া আসে।

আমনেরা জানেন হাসিনা, খালেদা, এরশাদ কাকু সহ দেশের সকল মুসলমান ইজতেমার গুনাহগার মুরিদ। শবে কদর, শবে বরাত, শবে মেরাজ বা পাচ ওয়াক্ত নামাজ কখনও বাদ গেলেও মহামান্য প্রেসিডেন্ড আবদুল হামিদ বংগভবনের ভিতরে গালিচা বিছাইয়া মোনাজাতে অংশ নিতে ভূল করেন না। এত বড় ছওয়াবের মাহফিল আজ রাজনীতির ঠেলাঠেলিতে বিপদের মুখে দাড়াইয়াছে।







রাজনীতির ধরন ধারনে যা বুঝা যাইতেছে এই বারে ইজতেমা জামায়াতে হাজির হইতে বহু সমস্যা হইবে। যদি অবরোধ অব্যাহত থাকে, তাহা বিদেশী মেহমান তো দূরের কথা নারায়নগঞ্জের মানুষও সেই ছওয়াবের মাহফিলে যাইতে পারিবেন না। বুঝাই যাইতেছে, এতবড় ছওয়াব প্রাপ্তি থেইকা বহু গুনাহবার বঞ্চিত হইবে। এখন প্রশ্ন হইল দুই নেত্রির কারনে যদি এই বার ইজতেমা না হয়, তাহা হইলে মুসলমানদের এত বড় ক্ষতির দায় কে নিবে। আর কে নিবে সেই পাপের বোঝা..........

বিষয়: বিবিধ

২৯৮৭ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

299527
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৮
প্রেসিডেন্ট লিখেছেন : Tongue Tongue Tongue Bee Bee Cheer Cheer Cook Cook Give Up Give Up Hot Hot Big Grin Big Grin Rose Rose
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫২
242453
বেআক্কেল লিখেছেন : আসতাগফিরুল্লাহ
299528
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৯
সালসাবীল_২৫০০ লিখেছেন : চমৎকার হয়েছে! ধন্যবাদ
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৪
242456
বেআক্কেল লিখেছেন : আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ চমঁৎকারের লাইগা লিখি নাই, প্রচার করেন।
299529
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪৯
প্রেসিডেন্ট লিখেছেন : তুরাগের তীরে পিকনিক করার চেয়ে ইসলামবিরোধী সরকারকে হটানো এখন বড় দায়িত্ব মুসলমানদের। ফেরাউনকে ক্ষমতায় রেখে পিকনিক করতে গেলে আল্লাহ ক্ষমা করবেন না।
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৩
242454
বেআক্কেল লিখেছেন : নাউজুবিল্লাহ কি বলিলেন আমি তো আমনেরে সাচ্চা মুসলমান বইলা মনে করতাম।
299530
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫২
হতভাগা লিখেছেন : ট্রেনের ইন্জিনের সাথে লেগে থাকা মানুষগুলোর বেশীর ভাগেরই পড়নে পাকিস্তানী কাবুলী । আর রেল লাইনও ব্রড গেজ । এটা মনে হয় পাকিস্তানের ছবি ।

এটা কোন অবরোধ না । আওয়ামী লীগ দিলে একটা কথা ছিল। ২ দিন পরে অবরোধ তার বোধই হারিয়ে ফেলবে । মানুষ ক্ষেপে যাবে খালেদার ও তার কুপুত্রের উপর।
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
242458
বেআক্কেল লিখেছেন : ঠিক কথাই কইছন, দলে দলে তাবলিকের সাথে জিকির কইরা ঢাকায় আসা লাগব।
299531
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৬
আওণ রাহ'বার লিখেছেন : আমনারে আমি ফছন্দ করি অনেক।
তয় হোনেন এই ইজতেমায় আমনে যাইয়েন না।
আমারে একডু আগে একজন কইছে ইজতেমায় যাইতে চায় . . . . . . . হেরে আমনের ছবিডা দেহাইলে ভয় পাইয়া আর ইজতেমায় যাইবোনা আমি কইলাম।Happy Happy
০৬ জানুয়ারি ২০১৫ দুপুর ০৩:৫৮
242459
বেআক্কেল লিখেছেন : তাইলে কি এইবারের দ্বিতীয় মর্তবার হজ্বের ছওয়াব থেইকা বাদ যামু! কি কইলেন!
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০১
242460
আওণ রাহ'বার লিখেছেন : কেডা কইছে এইডা হজ্ব ওই বেক্বলডার নাম কি আমারে কন?
সাচ্চা কইরা কই আমি এ যাপত তবলীগের কেউরে এগুলা কইতে হুনিনাই তয় কিছু জামাতি ভাইয়ারা এগুলা কয়।
299534
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৯
সজল আহমেদ লিখেছেন :
রাজনীতির ধরন ধারনে যা বুঝা যাইতেছে এই
বারে ইজতেমা জামায়াতে হাজির
হইতে বহু সমস্যা হইবে। যদি অবরোধ অব্যাহত থাকে,
তাহা বিদেশী মেহমান তো দূরের
কথা নারায়নগঞ্জের মানুষও সেই
ছওয়াবের মাহফিলে যাইতে পারিবেন না। বুঝাই যাইতেছে, এতবড় ছওয়াব প্রাপ্তি থেইকা বহু গুনাহবার বঞ্চিত হইবে। এখন প্রশ্ন হইল দুই নেত্রির কারনে যদি এই বার ইজতেমা না হয়,তাহা হইলে মুসলমানদের এত বড় ক্ষতির দায় কে নিবে। আর কে নিবে সেই পাপের বোঝা..........
ইজতেমায় গেলে পাপ কি সওয়াব হবে সেইটা বড় কথা না।বড় কথা হল ইজতেমা এখন আমাদের মুসলিমদের জন্য ঐতিহ্য হইয়া দাঁড়াইছে ,আর এই ঐতিহ্য যদি কারো কারনে পন্ড হইয়া যায় তাইলে তারে থাপ্রাইয়া এর শোধ তোলা হইবে ।
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৩
242464
বেআক্কেল লিখেছেন : বিশ্ব ইজতেমা কি ঐতিহ্য রক্ষার জন্য পালন হইয়া থাকে! আমনের মাথা ঠিক আছেনি, এত্তবড় একখান মাহফিল থেইক্যা পাপী তাপী জানোয়ার সবই স্ওয়াব হাসিল কর।
299548
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জাতির পাপের বোঝা জাতির বাপে বইবে!!!
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:১৪
242465
বেআক্কেল লিখেছেন : এইটার কৃতিত্ব ও জাতির বাপের কাধে তুইলা দিতে চান। তার মাইয়া তো হেই মাহিফলে যায়।
299552
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:২০
সজল আহমেদ লিখেছেন :
বিশ্ব ইজতেমা কি ঐতিহ্য রক্ষার
জন্য পালন হইয়া থাকে!আমনের মাথা ঠিক আছেনি,এত্তবড় একখান মাহফিল থেইক্যা পাপী তাপী জানোয়ার সবই স্ওয়াব হাসিল কর।

যেইখানে গেলে পাপ কি সোয়াব হৈব তার কুন নিশ্চিত গ্যারান্টি নাই তার ঐতিহ্য না কইয়া সোয়াবের কৈলে ঝাতি মাইন্ড খাইবো কিন বেয়াক্কেলের কাছে জানবার মুঞ্চায় !
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৯
242469
বেআক্কেল লিখেছেন : আসতাগফিরুল্লাহ, আল্লাহ সবাইরে হেদায়াত করুক
299555
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৩
আফরা লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাইয়া লিখেছেন : জাতির পাপের বোঝা জাতির বাপে বইবে!!! একমত ।
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৯
242470
বেআক্কেল লিখেছেন : নাউজুবিল্লাহ, অন্যের পাপের বোঝা নিজে নিতে চাইছেন।
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৪
242475
ইবনে আহমাদ লিখেছেন : হতভাগা ঠিকই ধরছে। এটা পাকিস্থানের ট্রেন। আর দোয়া করা এভাবে - সেটা মনে হয় ইসলামে বাধা আছে।
ইজতেমা হবে। বাধ যাবে না।
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৬
242477
আফরা লিখেছেন : আমি নিব কেন ভাইয়া নিবে বাংগালী জাতির যে বাজান হেতে নিবে ।
১০
299566
০৬ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খাইছে রে....
ফেসবুকে দেখি সিংহি মশায় ইজতেমা নিয়া চিন্তিত!!!
কোন দিন মোদি দাদা কইব আমি ইজতেমাতে অংশ নিতে চাই।
১১
299568
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
লজিকাল ভাইছা লিখেছেন : ইজতেমা সময় দেশে অবরোধ থাকবে, এতা দেবদাসের স্বপ্ন ছিল।
১২
299574
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২১
লিচু চোর ০০৭ লিখেছেন : তাবলিগ জামাআত যে সরকারের দালাল,তা ধীরে,ধীরে প্রমাণিত হচ্ছে।আজকে তারা যাবেন খালেদা জিয়ার কাছে অবরোধ তুলে নেয়ার অনুরোধ করতে।অথচ দেশের সংবিধান থেকে যখন আল্লাহর কথা বাদ দিয়েছিলো তখন তারা কোথায় ছিল? হেফাজতের সমাবেশে যখন নির্বীচারে মানুষ হত্যা করা হয়েছিল তখন তারা প্রতিবাদ করেন নাই কেন?রাসূল (সাঃ) কে নিয়ে যখন কটুক্তি করা হয়েছিল এবং,হজ নিয়ে লতিফ সিদ্দিকির কটুক্তির প্রতিবাদ করেন নাই কেন???দেশের শিক্ষা ব্যবস্থা,অর্থনীতি ভারতের হাতে তুলে দেয়া হচ্ছে।কেন তারা প্রতিবাদ করে না?আল্লাহর রাসূল (সাঃ) কি এটাই শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে।
১৩
299575
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
সালমা লিখেছেন : বেআক্কেল হইলেও আপনার আক্কেল অনেক বেশি, আপনি ঠিক জায়গায় কলম ধরছেন। আমার ও বুঝে আশে না,,তারা যে এত কস্ঠ করে ইজতেমায় আশে তার ফলাফল কি????
১৪
299592
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১২
নোমান২৯ লিখেছেন : Shame On You Shame On You Shame On You
১৫
299593
০৬ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
ছালসাবিল লিখেছেন :


১৬
299615
০৬ জানুয়ারি ২০১৫ রাত ১০:১৯
শেখের পোলা লিখেছেন : হুনেন ভাই, ইজ্তেমার বড় বড় হুজুুরেরা শুরুতেই যদি বইয়া একখান বড়সড় দোওয়া ফরমান, দেখবেন সব অবরোধ উইঠা যাইব৷ হক্কলেইই সওয়াব লইয়া বাড়ি যাইব৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File