গঞ্জেশকর ফখরুল ইসলাম গেল কই? কেউ কহিল নতুন ট্যাকনিক শিখিতে কলিকাতা গমন তাই হঠাত কইরা কই জানি উদাও হইয়া গেল!

লিখেছেন লিখেছেন বেআক্কেল ০৭ আগস্ট, ২০১৫, ০১:১৭:০১ দুপুর



মুজাদ্দেদে আমামী?, শাইখুল খবিচ দাদা গঞ্জেশকর ফখরুল ইসলাম সাহেব (মু, আ) হঠাৎ কইরা ব্লগ থেইকা উদাউ হইয়া রহিলেন। কেউ কহিলেন তিন কলিকাতা গমন করিছেন, কেউ কহিলেন তিনি নতুন তথ্য পাইয়া সে্‌ই গুলি সন্নিবেশে মনুনিবেশ করইরাছেন। নতুন কইরা শুনিলাম তিনি গুগলে আরো বড় একপার্ট হইতে একটি কোচিং লইয়া ব্যস্ত আছেন।

আমি বে-আক্কেল তাহার গান মার্কা একটি পোষ্টে মন্তব্য দিছি! তিনি বরাবরের মত উত্তেজিত হইয়া উত্তর মাইরাছেন। তার টাকলা মাথার চান্দি গরম উত্তর দেইখা আমনারা বুইঝা লন, কত্ত নিম্নস্তরের ফালতু মানইষ্যের হাতে কলম পড়িলে বিদ্যার কিবা দশা হয়

বাংলা ভাষার প্রাচীনতম ও হৃদয়গ্রাহী ঈদ সংগীত এবং বাংলা সংগীতের বিশ্বজয়

এই খানে মাটির লাটি ব্লগারের পাম্প খাইয়া উত্তরে মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : দুয়া করবেন । সংগীত শেখার ইচ্ছা ছিল । রক্ষণশীল পরিবেশ থাকায় সেটা হয়ে উঠেনি । এই বছর শেখার চেষ্টা করি । ছবি আঁকা শেখার ইচ্ছে ছিল । ভারতের শান্তিনিকেতনের এক ওস্তাদের কাছে গিয়েছিলাম । বাঁধ সাধলো রক্ষণশীল পরিবেশ।

যা রক্ষণশীল তারাই আমাকে গালাগালি করছে ।




আবার নিচের ব্লগে একই কথা বেমালুম ভুইলা গিয়া আগের কথা অস্বিকার কইরা, নতুন কতা হুনাইলেন।

এই হানে বে-আক্কেলে চটকানা খাইয়া প্রশ্নের উত্তরে মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : শান্তি নিকেতন আমি কখনো দেখি নাই । যাওয়ার তো প্রশ্নই আসে না ।

মিনা ফারাহ সম্পর্কে আমার কোন তথ্য কি মিথ্যা ?? আশা করি উত্তর দিবেন ।




মিনা ফারাহ ও জামায়াত-শিবিরের সাথে চরম ইসলামবিদ্বেষী নাস্তিকদের বন্ধুত্ব প্রসঙ্গk

সঠিক উত্তর না দিয়া নতুন প্রশ্ন করিয়া ছাড়িলেন!

কতার জমা-খরচ নাই মার্কা মানুষ দুই কলম লিখতে শিখা ব্লগার হইলে, ব্লগ জগতের চেহারা কি ধরনের মলাময় হইয়া যায়, তারে দেখিলেই তো বুঝন যায়, নতুন কাউরে দেখন লাগেনা। আমনেরাই দেখেন ব্যাটা কি কইল

এই ইসলামি পন্ডিতের খবর পাইলে, আমার পোষ্টের কতা তারে একটু কইয়েন।

বিষয়: বিবিধ

১৬৫৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334297
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:০১
নাবিক লিখেছেন : আসলেই তো ফখরুল মিয়া গেলো কই? গঞ্জিকা সেবনে ব্যাস্ত নাকি?
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৫
276462
বেআক্কেল লিখেছেন : আসলে হে তে গেল কই? এই ডাই তো সবার প্রশ্ন, এদিকে ডান্ডি ব্লগার একজন মরিল হয়ত কাল থেইক্যা নিজেই উদয় হইবে। কেনুনা সেও তো আরেক দালাল
334305
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৬
জ্ঞানের কথা লিখেছেন : সে অন্য কোন নিকে আপনার লেখা পড়ছে হয়তোবা। যাস্ট তার ফখু আইডি অফ রেখেছে মনেহয়। এরকম মানুষ নিজেকে কেমন করে মুসলিম দাবি করে!!! আশ্চর্য হই!!

এরা ইসলামের শত্রু। ঘড়ের শত্রু।
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৬
276463
বেআক্কেল লিখেছেন : হে কবর পূজারীর দাদাল। দেশের সকল কবর পূজারী আবার ভারতের দালাল।
334339
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:১২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কেন উনারে উস্কানী দিতেছেন। আপনার বিরুদ্ধে উস্কানির অভিযোগ আনবে সে?
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৭
276464
বেআক্কেল লিখেছেন : দেশতো এখন উষ্কানীর মাধ্যমেই চলিতেছে, দেখছন না, গতমাসে ধর্মীয় উস্কানীর কারনে একমাস বন্যা হইল।
334345
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আপনাকে দেখি চুলকায়!!!!
সে না থাকলে জমে না???
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১৮
276465
বেআক্কেল লিখেছেন : আমি্ তো হের কথার উত্তর দিছি মাত্র
334434
০৮ আগস্ট ২০১৫ সকাল ০৯:৩৬
আল সাঈদ লিখেছেন : গোয়াল ঘরের ঘাস শেষ হয়ে গেছে ঘাস কাটতে গেছে মনে হয়।
334608
০৯ আগস্ট ২০১৫ রাত ০৩:৫২
335502
১২ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৩
আবু জারীর লিখেছেন : শুররু দিকে সে ভালোই লিখত। হঠাৎ দেখী পর্দা নিয়ে বিভ্রান্তিমূলক পোস্ট! বুঝলাম নেশা লাগিছে রে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File