!!!!!!!!!!!! অতীতের ফেলে আসা স্মৃতিগুলি !!!!!! ( পর্ব -১) ======================================

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৭ আগস্ট, ২০১৫, ০১:২৪:৪০ দুপুর

সালটা ১৯৭১ই হবে মেজোভাই আড়ুয়াকান্দি স্কুলে পড়তেন। ছোট ছিলাম তো উনি কোন ক্লাশে পড়তেন সেটা মনে নাই।

সেই সময় সপ্তাহে একদিন বিস্কুট , ছাতু , পাউডার দুধ ইত্যাদি স্কুলে বিতরন হতো।

দেশের সব স্কলে দিত কিনা জানি না তবে মেজোভাই পড়তো সেখানে এইটার প্রচলন ছিল।

অন্যান্ন দিন সব ছাত্রছাত্রি উপস্থিত না থাকলেও বিস্কুট ছাতুর এবং দুধের দিন ঠিকই উপস্থিত থাকতো এবং বাড়ীতে ছোট ভাইবোন থাকলে তাদেরকেও আনতো।

আমিও আমার মেঝো ভাইর সাথে স্কুলে গিয়েছিলাম।

রুপভান টিনের তৈরী চারকোনা আলা বক্সের ভিতর বিস্কুল ছিল তো স্যার মেঝোভাইকে বললেন কিডারে হান্নান এই ছেমড়া ?

মেজোভাই বললেন সার আমার ছোটভাই ।

স্যার বললেন নে ওর ভাগ্য ভাল ,টিনের ভিতর অনেক বিস্কুট আছে তোরা দুই ভাই এইগুলি নিয়ে যা ।

পরে অন্য সারের কাছ থেকে দুধ এবং ছাতু নিয়ে অন্যান্ন ছাত্রদের সাথে দুই ভাই বাড়ীর দিকে রওয়ানা দিলাম।

স্কুলে যেতে এক রাস্তা দিয়ে গেলাম কিন্তু এখন আসছি অন্য রাস্তা দিয়ে।

মিয়াপাড়ার আম বাগানের মধ্যখানে আসার সাথে সাথে বামে নজর করে দেখি বিশাল বড় বড় খন্দক ( মোটামুটি ছোট খাট একটা পুকুর) কাছে এগিয়ে গিয়ে দেখি বন্দুক আলা লোকজন।

ওনারা আমাদেরকে দেখে বলছে এই বাচ্ছারা তোমরা এখানে কেন এসেছো ? সিধা বাড়ী চলে যাও এখানে আর কখনো আসবা না এবং যাহা দেখেছো কারোর কাছে বলবা না।

বন্দুক আলা লোকদের মুখে এমন কথা শুনে দে ছুট ! দৌড়ে অনেক দুর এসে একে অপরের মুখ দেখছি আর বলছি এরা কারা !

বাড়ীতে আসার পর প্রতিবেশী শফি ভাই বললেন এরা মুক্তিবাহীনি। পান্জাবীদেরকে আক্রমন করার জন্য মইচ্চা বানাইয়াছে খবরদার তোরা ছেলেপেলেরা আর ঐ পথ দিয়ে স্কুলে যাবি না।

যুদ্ধচলাকালিন মা আমাকে আর স্কুলে যেতে দেয়নি বিস্কুট আনতেও পারি নাই।

উত্তর পাড়ার আলী চাচাদের সাথে আমার আব্বার বেশ ভাল সম্পর্ক ছিল।

উনি রাজাকারদের কোন এজেন্ট ছিলেন কিনা জানি না . তবে পরে জেনেছি এজেন্ট না।

একদিন উনি আমার আব্বাকে বললেন , মুন্সি ভাই যুদ্ধর ভিতর সংসার চালাতে এত কষ্টর থেকে এককাজ করেন ।

আব্বা বললেন কি কাজ সেটা ?

আলী চাচা বললেন রাজাকারে নাম লেখান ১০০০ টাকা ভর্তির সময় দিবে মাসে মাসে ৫০০ টাকা দিবে চাল ডাল তেল লবন চিনি সবই দিবে।

আলী চাচার ঐ কথার উত্তরে আমার আব্বার জবাবটা কানের ভিতর এখনও বাজতেছে "

উনি বললেন আলী ভাই যদি মুক্তিবাহীনিতে যোগ দিই তবে রাজাকাররা আমাকে মেরে ফেলবে আর রাজাকারে যোগ দিলে মুক্তি বাহীনিরা মেরে ফেলবে ।

যেই হোক একদলতো পরাজিত হবে তখন বিজয়ী দল পরাজিতদের উপর প্রতিশোধ নিবে এটা স্বাভাবিক কথা !

আমি গরিব মানুষ কোন রকম ছেলেপেলে পড়াইয়া নিজের সংসার চালাই , আমি চাইলেই কোন কিছু হবে না জানি , তারপরেও আমার চাওয়া হলো দেশটা সুন্দরভাবে চলুক।

আপনি যাহা বলেছেন আর কখনো এমন কথা আমাকে বলবেন না নইলে কিন্তু বন্ধুস্থালী থাকবে না

(পরের পর্বে দেখা হবে )

বিষয়: বিবিধ

১২০০ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334296
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৫৭
নাবিক লিখেছেন : আপনার স্মৃতিকথা ভালো লাগলো।
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:২১
276420
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাকে অনেক ধন্যবাদ
334298
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৭
হতভাগা লিখেছেন : ৫,০০,০০০ এর সেনাবাহিনীকে হারিয়েছিল ২০,০০০ এর সেনাবাহিনীর দল । ৯৫% সেন সদস্য ছিল পশ্চিম পাকিস্তান থেকে !


জনসংখ্যা পূর্ব-পাকিস্তানের বেশী হওয়া সত্ত্বেও দেশের সব গুরুত্বপূর্ন পদ দখল করে রেখেছিল পশ্চিম পাকিস্তানীরা ।

আজও যারা পাকিস্তান পাকিস্তান বলে হায় হায় করে তাদের কাছে জানতে চাই যে , পোস্ট যদি ৪ জনের হত তাহলে ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জন পাকিস্তানী ও ৬ জন বাংলাদেশী হলে বাংলাদেশীদের কতজন চান্স পেত ?
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৪
276421
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : পাকিস্তানিরা জালেম থাকার কারনে বাংলাদেশী সাধারন লোকের সমর্থন ছিল তাইতো ওদের পতন কোন পরশক্তিও ঠেকাতে পারেনি
আর একটা কথা বললেন যে দেশের ভিতর কেকে পাকিস্তান পাকিস্তান বলে ? আমার মনে হয় কেহ এমন কথা বলে না এই ধুয়াটা নিজেদের মতের বিপক্ষের দলের লোকদেরকে ঘায়েল করতে ব্যাবহার করা হয়
334310
০৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৩
হককথা লিখেছেন : 'আড়ুয়াকান্দি'? কোন জেলা ভাই? কুষ্টিয়া জেলা না? কোন থানা? দৌলতপুর? না মিরপুর? জানাবেন কী? অনেক প্রশ্ন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।
০৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:০৯
276428
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ঝিনাইদাহ জিলা সদর থানা
334311
০৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৭
হককথা লিখেছেন : ও তাই না কী? তার পরেও আমার প্রতিবেশী। আমার প্রতিবেশী ভাই। মারহাবা ওয়া আলহামদুলিল্লাহ সালামা।
০৭ আগস্ট ২০১৫ বিকাল ০৫:১৯
276429
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আপনি কি প্রবাসে থাকেন ?
আমি সৌদিআরব রিয়াদে থাকি
334318
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১৩
হককথা লিখেছেন : আমি ভাই ইংল্যন্ডে আছি। এখানেই বসতি।
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
276434
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : খুব ভাল কথা
334338
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যেই হোক একদলতো পরাজিত হবে তখন বিজয়ী দল পরাজিতদের উপর প্রতিশোধ নিবে এটা স্বাভাবিক কথা !
-চলছে অলরেডি..
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:১৪
276440
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : হুম
Good Luck Good Luck Good Luck
334347
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
আপনার জিবন অভিজ্ঞতা।
০৭ আগস্ট ২০১৫ রাত ১০:১০
276460
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভাল লাগার জন্য আপনাাকে অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File