সৌদিতে মসজিদ বোমা হামলায় নিহত- ১৮.....................

লিখেছেন লিখেছেন অপি বাইদান ০৭ আগস্ট, ২০১৫, ১২:২২:১৫ দুপুর



সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আবহা শহরের স্থানীয় একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।

আজ জুম্মা নামাজের পর এ নিয়ে মুমিন'দের কোন প্রতিবাদ কর্মসূচি আছে কি?? নাকি বরাবরের মত দাড়ির নিচে মুখ লুকিয়ে মিনমিন করে বলবে- ইসলাম শান্তির ধর্ম। সব ইহুদী নাসারার ষড়যন্ত্র????????

বিষয়: বিবিধ

১১৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334295
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০১:৩৮
বেআক্কেল লিখেছেন : মসজিদে মন্দিরে গীর্জা প্যাগোডায় বোমা রাখিলে বোমা ফাটিবেই। বোমা কি কুন মাইনসেরে এই কতা দিছিল নাকি যে, মসজিদে আমাকে রাখিলে আমি ফাটিব না!

পাগলা হাতি যেমুন সার্কাসে থাকে,
পাগলা আত্মঘাতিও হগল ধর্মে থাকে।

এইডা কুন নতুন কতা না, আমনের মতলব কি হেইডা কন। কাইল কি কাস্টমার কম জুঠিছে? কাইল রাতে বেশী কাস্টমার থাকিলে তো এত সাত সকালে ব্লগে বইসা লিখার কথা না, কথা ছিল কম্বল মুড়ি দিয়া ক্লান্তির ঘুমে বেঘোর হওয়ার।
334299
০৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৮
নাবিক লিখেছেন : মুসলিমরা কি করবে না করবে সেটা তাদের নিজেদের ব্যাপার। আপনার সমস্যাটা কি? আপনি তো আর মুসলিম না। তাহলে মুসলিমরা কি করলো না করলো সেটা নিয়ে এতো মাথা ব্যাথা কেনু? সময় থাকতে মাথাটারে ভালো কোনো কাজে লাগান। ধন্যবাদ।
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:২৭
276441
নৈশ শিকারী লিখেছেন : ভাই রাম ছাগলের সামনে যতোই জ্ঞানের কথা বলেন না কেন তার কাছে একটা উত্তরই আছে ভ্যা ভ্যা ভ্যা! আমি এইসব ছাগুরে বোঝানো ছাইড়া দিছি কারন আমি জানি এগুলারে বোঝানো আর উলুবনে মুক্তো ছড়ানো একই কথা!
০৭ আগস্ট ২০১৫ রাত ০৯:৫০
276456
নাবিক লিখেছেন : 100% right
334342
০৭ আগস্ট ২০১৫ রাত ০৮:২৪
বার্তা কেন্দ্র লিখেছেন : ইহুদীদের লালিত কু সন্তান আইসিস, দায় স্বীকার করেছে।
তোর নাগর ফখরুলের কোন খোঁজ নেই,নাকি সেই ওখানে গেছে?


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File