টিপ.....
লিখেছেন লিখেছেন কাহাফ ২৫ আগস্ট, ২০১৪, ০২:১০:৪৫ দুপুর

পৌত্ত্বলিকতার নিকষ কালো আধারে নিমজ্জিত মানবকুল কে, তাওহীদের অমীয় সুধা পান করাতে, দয়াময় আল্লাহ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আঃ কে একত্ত্ববাদের মশালধারী করে পাঠিয়ে ছিলেন এ ধরায়। অর্পিত দায়িত্ব পালনে আকাশসম ধৈর্য্য নিয়ে বাধার পাহাড়,কষ্টের অথৈ সাগর পাড়ি দিতে হয়েছে তাকে।পরাক্রমশালী নমরুদ ও তার বিশাল বাহিনীর রুষানলে পড়তে হয়েছে বার বার।
এরই ধারাবাহিকতায়-পাথরের তৈরী অসার মুর্তি ভাংগার আভিযোগে তাকে অগ্নিদগ্দ্ব করার পরিকল্পনা করে নমরুদ গং।
বিশাল আয়োজনে শুরু হয় আগুন জালানোর কাজ।
রহমতের ফেরেস্তা তথায় অবস্হান গ্রহনের কারণে এ কাজে অসুবিধা হচ্ছিল,আগুন জ্বলছিল না ঠিক মতো।
তখন শয়তান ইবলিশের পরামর্শে-বেশ সংখ্যক নারী দিয়ে অনাচার করে জায়গা টা অপবিত্র করা হয়,এতে রহমতের ফেরেস্তারা চলে যায়,আর ওরা আগুন প্রজ্জ্বলিত করে হযরত ইব্রাহীম আঃ কে তথায় নিখ্যে্্প করে।
যদিও অগ্নি খোদার হুকুমে প্রশান্তি দায়ক শীতলে পরিণত হয়। এভাবেই আল্লাহ তার বান্দাদের হেফাযত করেন।
তারপর বাদশাহ এর নির্দেশে-অনাচারের কাজে ব্যবহ্রত নারীদের কে বিশেষ ভাবে চিহ্নিত করে রাখতে-তাদের কপালে লাল চিহ্ন একে দেয়া হয়।
কালের বিবর্তনে আজ যা টিপের রুপ গ্রহন করেছে।।
" ফ্যাশন/সৌন্দর্যের অজুহাতে আজ যে সব নারী এগুলো ব্যবহার করছেন,তারা কী একবারও ভেবেছেন-আপনারা কিসের প্রতিক বহন করে চলেছেন?
হোন না আপনি মুসলিম বা অমুসলিম।
বিঃদ্রঃ এব্যাপারে সুত্র সহ দলিল পেশ করতে মোহতারাম মুফতিদের কাছে অনুরুধ করছি,অনেকের উপকারে আসবে বিষয় টা। .....وماعلينا الاالبلاغ......
বিষয়: বিবিধ
২৭৩৪ বার পঠিত, ৩৯ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তার মানে সেটা বর্তমানের টিপের মত ছিল না আর সেটা ছিল লাল রংগের ।
মুসলমান মেয়েরা তো লাল রং ছাড়া বিভিন্ন রংগের টিপ ব্যব হার করে ।সেটাকে কি মনে করেন ?
আমার কমেন্টকে অন্যভাবে নিবেন না আমি জানি না তাই জানতে চাই ।
আপনাকে অনেক ধন্যবাদ আমার অজানাকে জানানোর জন্য ।
ধন্যবাদ একটি প্রয়োজনীয় বিষয় সামনে নিয়ে আসার জন্য।
আপনাকেও ও ধন্যবাদ ভাই কাহাফ। শুভেছা রইলো।
আগেকার যুগে মক্তবে পোলাপান পইড়তো
আলিফ সাকিন, বা’র নিচে এক নোকতা, তা’র উপর দু নোকতা
অহন মাইনষে গান ধরে-
পেট খালি পিট খালি কোপালের নিচে এক নোকতা
মন্তব্যের ময়দানে আপনার পদচারণায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই...।
ফোঁটা নিয়ে এই প্রবন্ধটা পড়ুন ।
ভাল লাগা রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে।
মন্তব্যের ছোঁয়া রেখে গেলেন! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
মন্তব্য করতে লগইন করুন