টিপ.....

লিখেছেন লিখেছেন কাহাফ ২৫ আগস্ট, ২০১৪, ০২:১০:৪৫ দুপুর



পৌত্ত্বলিকতার নিকষ কালো আধারে নিমজ্জিত মানবকুল কে, তাওহীদের অমীয় সুধা পান করাতে, দয়াময় আল্লাহ মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহীম আঃ কে একত্ত্ববাদের মশালধারী করে পাঠিয়ে ছিলেন এ ধরায়। অর্পিত দায়িত্ব পালনে আকাশসম ধৈর্য্য নিয়ে বাধার পাহাড়,কষ্টের অথৈ সাগর পাড়ি দিতে হয়েছে তাকে।পরাক্রমশালী নমরুদ ও তার বিশাল বাহিনীর রুষানলে পড়তে হয়েছে বার বার।

এরই ধারাবাহিকতায়-পাথরের তৈরী অসার মুর্তি ভাংগার আভিযোগে তাকে অগ্নিদগ্দ্ব করার পরিকল্পনা করে নমরুদ গং।

বিশাল আয়োজনে শুরু হয় আগুন জালানোর কাজ।

রহমতের ফেরেস্তা তথায় অবস্হান গ্রহনের কারণে এ কাজে অসুবিধা হচ্ছিল,আগুন জ্বলছিল না ঠিক মতো।

তখন শয়তান ইবলিশের পরামর্শে-বেশ সংখ্যক নারী দিয়ে অনাচার করে জায়গা টা অপবিত্র করা হয়,এতে রহমতের ফেরেস্তারা চলে যায়,আর ওরা আগুন প্রজ্জ্বলিত করে হযরত ইব্রাহীম আঃ কে তথায় নিখ্যে্্প করে।

যদিও অগ্নি খোদার হুকুমে প্রশান্তি দায়ক শীতলে পরিণত হয়। এভাবেই আল্লাহ তার বান্দাদের হেফাযত করেন।

তারপর বাদশাহ এর নির্দেশে-অনাচারের কাজে ব্যবহ্রত নারীদের কে বিশেষ ভাবে চিহ্নিত করে রাখতে-তাদের কপালে লাল চিহ্ন একে দেয়া হয়।

কালের বিবর্তনে আজ যা টিপের রুপ গ্রহন করেছে।।

" ফ্যাশন/সৌন্দর্যের অজুহাতে আজ যে সব নারী এগুলো ব্যবহার করছেন,তারা কী একবারও ভেবেছেন-আপনারা কিসের প্রতিক বহন করে চলেছেন?

হোন না আপনি মুসলিম বা অমুসলিম।

বিঃদ্রঃ এব্যাপারে সুত্র সহ দলিল পেশ করতে মোহতারাম মুফতিদের কাছে অনুরুধ করছি,অনেকের উপকারে আসবে বিষয় টা। .....وماعلينا الاالبلاغ......

বিষয়: বিবিধ

২৬৭৯ বার পঠিত, ৩৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258074
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
আবু জান্নাত লিখেছেন : জ্ঞানের অভাব, তাই এ অবস্থা। আল্লাহ তায়ালা সবাইকে সঠিক বুঝ দান করুক।
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:২৭
201747
কাহাফ লিখেছেন : হেদায়েতের আকুলতায় পুর্ণ মন্তব্যের জন্যে ধন্যবাদ ভাই,Good Luck Good Luck Good Luck
258085
২৫ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৮
আফরা লিখেছেন : যদি ও আমি টিপ পরিনি কখনো তবু জানতে ইচ্ছা করছে কোরান হাদীসের কি আছে টিপ পড়া হারাম ।

তারপর বাদশাহ এর নির্দেশে-অনাচারের কাজে ব্যবহ্রত নারীদের কে বিশেষ ভাবে চিহ্নিত করে রাখতে-তাদের কপালে লাল চিহ্ন একে দেয়া হয়। কালের বিবর্তনে আজ যা টিপ


তার মানে সেটা বর্তমানের টিপের মত ছিল না আর সেটা ছিল লাল রংগের ।

মুসলমান মেয়েরা তো লাল রং ছাড়া বিভিন্ন রংগের টিপ ব্যব হার করে ।সেটাকে কি মনে করেন ?

আমার কমেন্টকে অন্যভাবে নিবেন না আমি জানি না তাই জানতে চাই ।


২৫ আগস্ট ২০১৪ রাত ১১:১৯
201907
আবু জান্নাত লিখেছেন : টিপ পরাতো হিন্দুদের ধর্মীয় রীতিনীতি, এটা অস্বীকার করার পথ নেই। হাদিসে এসেছে من تشبه بقوم فهو منهم যে ব্যাক্তি কোন সম্প্রদায়ের অনুস্বরণ করলো সে তাদের দলভূক্ত হবে। এই হাদিসটি কি যথেষ্ঠ নয়?
২৬ আগস্ট ২০১৪ রাত ০৪:২৪
201940
কাহাফ লিখেছেন : সামগ্রিক অবস্হা বিবেচনা করে টিপ ব্যবহার হারাম নয়,সিথি দেয়া হারাম।তবে অন্তত মুসলিম নারীদের টিপ না পড়াই ভাল। মন্তব্যের জন্য ধন্যবাদ ব্লগার আফরা।Good Luck Good Luck
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:১৮
202086
আফরা লিখেছেন : আপনাকে ধন্যবাদ আমি এটাই জানতে চেয়েছিলাম ।টিপ পড়া হারাম কি হারাম নয় ।যেহেতু হারাম নয় তাই এটা নিয়ে এত কথার দরকার কি ।যে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না সে তো ফরজই মানছে না ।আর পর্দানশীল মেয়ে যদি শুধু মাত্র স্বামীর জন্য টিপ দিয়ে সাঝে এতে মনে হয় কোন সমস্যা নেই ।কারন বাহিরের কেই তো দেখছে না । তবে আমি মনে করি ইসলামী মন মানষিকতার মেয়েরা টিপ পড়ে না ।

আপনাকে অনেক ধন্যবাদ আমার অজানাকে জানানোর জন্য ।
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৫৭
202094
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আফরা ..... তোমার জবাবটা অসাধারন সুন্দর হয়েছে। অনেক ভালো লাগছে আমার...... যাজাকিল্লাহু খাইর। আল্লাহ্ তোমার জ্ঞান আরও বাড়িয়ে দিক। আমীন।
258107
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৪:২৫
শফিউর রহমান লিখেছেন : লেখাটা আরও ক্লিয়ার হলে ভাল হতো।
ধন্যবাদ একটি প্রয়োজনীয় বিষয় সামনে নিয়ে আসার জন্য।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৪:২৭
201941
কাহাফ লিখেছেন : সময়ের বিবেচনায় আমার আইডি পোরানো হলেও, ব্লগে জড়িত কিছু দিন থেকে,শেখার চেষ্টা করছি আমি।দোয়া চাই সবার। মন্তব্যের জন্য শুকরিয়া ভাই।Good Luck Good Luck
258137
২৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৮
মামুন লিখেছেন : সুন্দর একটি বিষয় সামনে আনার জন্য অনেক ধন্যবাদ। তবে এই বিষয়টি কোরআন - হাদীসের রেফারেন্সের আলোকে তুলে ধরলে ১০০% ভালো হতো। শুভেচ্ছা রইলো। Rose Rose Rose
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:১৮
201906
আবু জান্নাত লিখেছেন : ভাইজান টিপ পরাতো হিন্দুদের ধর্মীয় রীতিনীতি, হাদিসে এসেছে من تشبه بقوم فهو منهم যে ব্যাক্তি কোন সম্প্রদায়ের অনুস্বরণ করলো সে তাদের দলভূক্ত হবে। এই হাদিসটি কি যথেষ্ঠ নয়?
২৬ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৪
201943
কাহাফ লিখেছেন : নেটের ব্যবহারে আমার জানার পরিধি স্বল্প।প্রবাশে গ্রন্হের সহযোগিতা নেই আমার, পুর্ব জানা থেকে লেখা,সামনে চেষ্টা করবো ইনশা আল্লাহ।ভালো থাকার কামনা রইল,মন্তব্যের জন্যে আপনাকেও শুভেচ্ছা জানাই।Good Luck Good Luck
258161
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : টিপ পরা হিন্দুয়ানি রীতি। মুসলমানদের এসব ত্যাগ করতে হবে
২৬ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৬
201944
কাহাফ লিখেছেন : ইতিহাস বিচারে সব নারীদের টিপ বর্জন করা দরকার ভাই।ধন্যবাদ আপনাকে।Good Luck
258164
২৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১১
আতিক খান লিখেছেন : টিপ মেয়েদের সৌন্দর্য চর্চার অংশ। যাদের সামনে তারা সৌন্দর্য প্রকাশ করতে পারে তাদের কথা বলছি। টিপ নিয়ে সহিহ হাদিস বা কোরানের রেফারেন্স দিলে আরও শক্ত হবে দাবিটা। ভালো থাকুন। ধন্যবাদ।
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:১৭
201905
আবু জান্নাত লিখেছেন : ভাইজান টিপ পরাতো হিন্দুদের ধর্মীয় রীতিনীতি, হাদিসে এসেছে من تشبه بقوم فهو منهم যে ব্যাক্তি কোন সম্প্রদায়ের অনুস্বরণ করলো সে তাদের দলভূক্ত হবে। এই হাদিসটি কি যথেষ্ঠ নয়?
২৫ আগস্ট ২০১৪ রাত ১১:২২
201909
আবু জান্নাত লিখেছেন : সুন্দর্য্য চর্চাতো অনেকভাবে করা যায়, অমুসলিমদের অনুকরণ না করেও সুন্দর্য চর্চা করা যায়, আমরা সেইগুলোই করব যেগুলো অমুসলিমদের অনুকরণ হয় না।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৪:৩৮
201945
কাহাফ লিখেছেন : সামগ্রিক বিবেচনায় টিপের ব্যবহার হারাম নয়,তবে বর্জন উত্তম। আপনিও ভালো থাকবেন এই দোয়া ভাই।Good Luck
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৪:০৬
202081
আতিক খান লিখেছেন : শুধু হিন্দু ধর্মের অংশ হয়ে থাকলে এড়িয়ে যাওয়া ভাল। কিন্তু শতাব্দি ধরে এটা বাঙালি সংস্কৃতির ও অংশ হয়ে গেছে। হিন্দু ধর্মে টিপ এর কি কোন বিশেষত্ব আছে? যেমন সিঁদুরের বা শাঁখার আছে। বাঙালি শাড়ি পরে, এটাও মুসলিম ড্রেস না। আসলে যারা মানে পুরোটা মানা ভাল। আর না মানলে শুধু টিপ না পড়লেই শুদ্ধতা আসবে না। হাত খোলা রেখে মাথায় কাপর দিয়ে যেমন লাভ নেই। :Thinking :Thinking
258215
২৫ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৭
বুড়া মিয়া লিখেছেন : হ্যা টিপের এই ব্যাপারটা আগেও পড়েছিলাম, আপনার এখানে আবার পড়ে ভালো লাগলো
২৬ আগস্ট ২০১৪ রাত ০৪:৪০
201946
কাহাফ লিখেছেন : ধন্যবাদ আবারও কষ্ট করে পড়ায়,তবে টিপ পড়া হারাম নয়।Good Luck
258323
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:০৬
মামুন লিখেছেন : হ্যা যথেষ্ট, ভাই @আবু জান্নাত। আমি জানতে চেয়েছিলাম পরবর্তিতে রেফারেন্স দেবার জন্য। Happy
আপনাকেও ও ধন্যবাদ ভাই কাহাফ। শুভেছা রইলো। Rose
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৪
201982
কাহাফ লিখেছেন : এ বিষয়ে মুফতিয়ানে কেরামদের অনুরুধ জানিয়েছি,রিটার্ন শুভেচ্ছা মামুন ভাই...।
258325
২৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৪
মামুন লিখেছেন : ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। Rose
১০
258621
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৩
কাহাফ লিখেছেন : চিন্তাশীল সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ ব্লগার আতিক খান,আপনার কথায় একমত পোষণ করছি আমি,ভালো থাকবেন ভাই,শুভেচ্ছা জানাই। Rose Rose
১১
258829
২৭ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সুন্দর এক্কান লিখা, ভালা লাইগ্যি।
আগেকার যুগে মক্তবে পোলাপান পইড়তো
আলিফ সাকিন, বা’র নিচে এক নোকতা, তা’র উপর দু নোকতা
অহন মাইনষে গান ধরে-
পেট খালি পিট খালি কোপালের নিচে এক নোকতা
২৮ আগস্ট ২০১৪ রাত ০৪:২৫
202779
কাহাফ লিখেছেন : গ্যান্জান খানের ভালা লাইগ্যি এতো বহুত খুইশির বাত,আফনেরে আনিক শুকুর.......Good Luck Good Luck
১২
259758
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:০৬
ব্লগার সাদমান লিখেছেন : সময়োপযোগী ব্লগ.....ধন্যবাদ
২০ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫১
229473
কাহাফ লিখেছেন :
মন্তব্যের ময়দানে আপনার পদচারণায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ জানাই...।Good Luck Good Luck
১৩
259869
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:০৫
কাহাফ লিখেছেন : মন্তব্যের জন্যে ধন্যবাদ.....ব্লগার সাদমান Good Luck
১৪
260086
৩১ আগস্ট ২০১৪ বিকাল ০৪:৪৯
সজল আহমেদ লিখেছেন : টিপ নিয়ে একটু পড়াশোনা করে মন্তব্য করব ।
০১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪০
203994
কাহাফ লিখেছেন : জী ভাই,আমাদেরও উপকার হবে,জাযাকাল্লাহু খাইরান
১৫
260327
০১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
সজল আহমেদ লিখেছেন : http://www.farabiblog.com/?p=16
ফোঁটা নিয়ে এই প্রবন্ধটা পড়ুন ।
১৬
266708
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৩২
egypt12 লিখেছেন : আমিও এই ঘটনা জানি তবুও আলোচনায় আনলে শক্ত করে ধরা উচিত যেন বিতর্কের অবকাশ না থাকে Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১০
210473
কাহাফ লিখেছেন : মন্তব্যের আদলে সুন্দর পরামর্শের জন্যে ধন্যবাদ ভাই,সামনে থেকে চেষ্টা করে যাব। দোয়া চাই এবং আপনার সর্বাংগীন মংগল কামনা করছি খোদার কাছে.....Good Luck Good Luck
১৭
285822
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৮
নিভূ প্রদীপ লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ জানাই।
২০ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫২
229474
কাহাফ লিখেছেন :
ভাল লাগা রেখে যাওয়ায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে।Good Luck Good Luck
১৮
285841
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৯
২০ নভেম্বর ২০১৪ রাত ০৩:৫৩
229475
কাহাফ লিখেছেন :
মন্তব্যের ছোঁয়া রেখে গেলেন! অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!Love Struck Love Struck Good Luck Good Luck Applause Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File