আয়াতগুলো পড়ুন
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ২৫ আগস্ট, ২০১৪, ০১:৩১:০৮ দুপুর
Ash-Shura
(48) মানুষ উন্নতি কামনায় ক্লান্ত হয় না; যদি তাকে অমঙ্গল স্পর্শ করে, তবে সে সম্পূর্ণ রূপে নিরাশ হয়ে পড়ে। (49) বিপদাপদ স্পর্শ করার পর আমি যদি তাকে আমার অনুগ্রহ আস্বাদন করাই, তখন সে বলতে থাকে, এটা যে আমার যোগ্য প্রাপ্য; আমি মনে করি না যে, কেয়ামত সংঘটিত হবে। আমি যদি আমার পালনকর্তার কাছে ফিরে যাই, তবে অবশ্যই তার কাছে আমার জন্য কল্যাণ রয়েছে। অতএব, আমি কাফেরদেরকে তাদের কর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করব এবং তাদেরকে অবশ্যই আস্বাদন করাব কঠিন শাস্তি। (50) আমি যখন মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় এবং পার্শ্ব পরিবর্তন করে। আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে, তখন সুদীর্ঘ দোয়া করতে থাকে।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুরা ফুস্সিলাত, সুরা নং ৪১
আয়াত হচ্ছে ৪৯, ৫০, ৫১
لَّا يَسْأَمُ الْإِنسَانُ مِن دُعَاءِ الْخَيْرِ وَإِن مَّسَّهُ الشَّرُّ فَيَئُوسٌ قَنُوطٌ ﴿٤٩﴾ وَلَئِنْ أَذَقْنَاهُ رَحْمَةً مِّنَّا مِن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَـٰذَا لِي وَمَا أَظُنُّ السَّاعَةَ قَائِمَةً وَلَئِن رُّجِعْتُ إِلَىٰ رَبِّي إِنَّ لِي عِندَهُ لَلْحُسْنَىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ الَّذِينَ كَفَرُوا بِمَا عَمِلُوا وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ ﴿٥٠﴾ وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ ﴿٥١﴾
ধন্যবাদ ।
মানুষ অকল্যাণ কামনা করে সেভাবে-
যেভাবে কল্যাণ কামনা করা উচিত৷
وَكَانَ الْإِنسَانُ عَجُولًا
মানুষ বড়ই দ্রুতকামী৷
১৫/বনী ইসরাঈল- আয়াত/১১
আপনার সাথে জরুরী ভিত্তিতে কথা বলা দরকার। স্কাইপেতে আসবেন আশা করি।
অপেক্ষায় রইলাম।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করেন, তার জন্য তো তিনিই(আল্লাহ)যথেষ্ঠ।
সুরা আত তালাক
আয়াতঃ ৩
http://banglakitab.com/HighQualityAudioQuranInBangla/65-Surah At-Talaq -1- Bangla-Bengali Translation.mp3
মন্তব্য করতে লগইন করুন