দুঃখ এবং কষ্টগুলো
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৬:৪৩ সন্ধ্যা
জিহাদ তুমি চলে গেলে
সকল কিছু ছেড়ে
মৃত্যুই তোমার সত্যি হলো
সবাই গেলো হেরে।
দমকলেরা দম ফেলেনি
দেখেছি তাদের কাজ
সবকিছুরই ফল পেয়েছি
আজ বিকেলে আজ।
অপেশাদার ছেলেরা নাকি
আনলো তোমায় তুলে
ব্যর্থতার এই কষ্টগুলো
ক্যামনে যাব ভুলে!!
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন