কোথায় শিশু কোথায় ঠ্যাং

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৭ ডিসেম্বর, ২০১৪, ০৭:৫৫:৪৪ সন্ধ্যা

[২৬/১২/২০১৪ তারিখে ওয়াসার পাইপে মৃত জিহাদস্মরণে]



বিশাল পাইপে পড়লো শিশু

সময় গেলো অনেক্ষণ

দুঃখী বাবার বুকফাটা রোল

মা হয়ে রয় অচেতন!

ওয়াসা আর দমকল এসে

গবেষণায় দিনকাটায়–

ছয়শত ফুট পাইপে তারা

ক্যামেরাও এক তাই পাঠায়?

টিকটিকি আর পোক খুঁজে পায়

পায়যে আরো কুনোব্যাঙ

পুলিশ বলে, ”শুধুই গুজব

কোথায় শিশু কোথায় ঠ্যাং।

কেউ বলে ফের, সবই ভুয়া

দেখেন গিয়ে ওর বাসায়;

মায়ের পাশে হয়তো শিশু

আঁচল ধরে ঠিক ঘুমায়?

একনিমিষেই মিথ্যে হলো

‘গুজব’ নামেই সাঙ্গ সব

কাটাঘায়ে নুনের ছিটায়

রাতদুপুরেই ভঙ্গ সব।

একদিন পর লাশ পাওয়া যায়

আচ্ছামতো বাঁশ খাওয়া যায়;

পাইপে তবে ছিলো কেউ?

দেশের নামী কর্তা যারা

অবহেলায় মারলো তারা

ছড়িয়ে দিলো অশ্রুঢেউ!!

বিষয়: বিবিধ

৯২৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

297540
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৫
ভিশু লিখেছেন : জননিরাপত্তা নামক বস্তুটি এই জাতির কপাল থেকে বিদায় নিয়েছে।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৭
240914
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত Good Luck Good Luck
297541
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:১৯
অনেক পথ বাকি লিখেছেন : এই রাষ্ট্রে বসবাস করতেও এখন ঘৃণা হচ্ছে।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৩
240918
শাহ আলম বাদশা লিখেছেন : দায়িত্বজ্ঞানহীন অফিসারেই ভরা এদেশ
297548
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:২৮
রফিক ফয়েজী লিখেছেন : আর কতদিন ভাসতে হবে এ জাতিকে অস্রু গঙ্গায় আল্লাহ ই ভাল জানেন।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৭
240923
শাহ আলম বাদশা লিখেছেন : ঠিক বলেছেন--Good Luck Good Luck
297558
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
এনামুল হক মানিক লিখেছেন : অবহেলায় আরো একটি শিশুর প্রাণ অকালে ঝরে গেলো।
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:২২
240945
শাহ আলম বাদশা লিখেছেন : এদের শাস্তির কোন খবর না পাওয়ায় মনটা খারাপ--ভেবেছিলাম যারা আউল-বাউল কথা বলে শিশুটাকে মেরে ফেললো তাদের খুব কঠিন শাস্তি হবে
297577
২৭ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই শিশুর জিবনের আর দাম কি?

বড়কর্তা(কুত্তা) দের দাম যে অনেক বেশি!!
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৫
241056
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত ভাই
297600
২৮ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখানে এখন সবচেয়ে সস্তা মানুষের প্রাণ!
২৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৬
241057
শাহ আলম বাদশা লিখেছেন : সহমত Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File