জলছবি বাতায়ন নববর্ষ-১৪২২ সংখ্যার জন্য লেখা আহবান
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১৬ মার্চ, ২০১৫, ০২:২৭:০৬ দুপুর
জলছবি বাতায়ন নববর্ষ-১৪২২(১৪এপ্রিল) সংখ্যায় লেখাআহবান
প্রতিবছরই ন্যায় এ বছরও জলছবি বাতায়নের ১ বৈশাখে নববর্ষ সংখ্যা প্রকাশিত হবে। গল্প, কবিতা-ছড়া, রম্য, প্রবন্ধ, ভ্রমণ-কাহিনী বইপত্র-সমালোচনা, শিশুতোষ লেখা ইত্যাদি পাঠাতে পারেন। নবীন-প্রবীন লেখকদের লেখায় সমৃদ্ধ সংখ্যাটিতে সবাই লেখা পাঠাতে পারবেন; তবে জলছবির নিবন্ধিত সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে। লিঙ্ক-http://jalchhabibatayan.com/
বইপত্র সমালোচনা পাঠাতে হলে সাথে বইয়ের অন্ততঃ ২টি ছবি পাঠাতে হবে।
লেখা সুতন্বী এমজে ফণ্টে এটাচ করে পাঠানোর অনুরোধ রইলো। জলছবি এবারের প্রকাশনায়ও আপনাদের সহযোগিতা চাই।
লেখা পাঠানোর শেষতারিখ-২৫ মার্চ/২০১৫ এবং লেখা পাঠাবার ঠিকানা
শুভেচ্ছান্তে-
শাহ আলম বাদশা
সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, জলছবি
বিষয়: বিবিধ
১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন