ফায়দা-কায়দা
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২০ নভেম্বর, ২০১৫, ১২:৪৪:৫৯ দুপুর
ফায়দা-কায়দা
শাহ আলম বাদশা
ইহুদিরাই বানালো আইএস-জঙ্গি
আমরা কেনো হবো পাজিদের সঙ্গী?
ইসলামে নেই কোনো সন্ত্রাসী ফায়দা
বুশরাই বানিয়েছে যত আলকায়দা!
বিনাদোষে যদি মারো একজন লোক
নবী বলে, বিশ্বখুনি সেই আহাম্মক?
নিজহাতে আইনতোলা ইসলাম নয়
এই কাজ করে যারা, সন্ত্রাসী কয়!!
বিষয়: বিবিধ
১৫৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসূল(সাঃ) মিলিশিয়া না বানিয়ে মক্কা থেকে হিজরত করেছিলেন। আর তাই আল্লাহ বিজয়ীর বেসে মক্কায় ফেরত এনেছিলেন।
অনেকেই খেয়াল করেন না যে ঈসা(আঃ), মূসা(আঃ) ফিরে আসেন নি নিজ বাসভূমে। শুধু এসেছিলেন আমাদের রাসূল(সাঃ)।
হাল আমলের হটকেক, আইসিস কর্তৃক সৃষ্ট ক্রাইসিস নিয়েই সবাই সৌচ্চার! সবাই বলাবলি করছে তারা ইস্রাইল-মোসাদ-আমেরিকা-সিআইয়ের সৃষ্ট একটি সন্ত্রাসী গোষ্টী! কিন্তু কেন তাদের ডাকে সাড়া দিয়ে আধুনিক যুগের ভোগ বিলাস জৌলুস ত্যাগ করে ইউরোপ-আমেরিকাসহ মধ্যপ্রাচ্যের যুবকরা অস্ত্র হাতে তুলে নিয়েছে?
আমি এসব লড়াকু অস্ত্রধারী গ্রুফগুলোকে সন্ত্রাসীও বলতে পারছি না। আবার এদেরকে ইসলামের তকমা লাগিয়ে মুজাহেদীন বলেও স্বীকার করতে পারছি না।
মন্তব্য করতে লগইন করুন