সাহিত্যপত্র মাসিক ছাড়পত্রে লেখাআহবানঃ
লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ১১ মার্চ, ২০১৫, ০১:৪৩:৪৯ দুপুর
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, ফেইসবুক গ্রুপ মাসিক লিটল ম্যাগাজিন ছাড়পত্র আগামি ১মে প্রথমসংখ্যা প্রকাশ করতে যাচ্ছে! ভার্চুয়াল জগতের লেখা হারিয়ে গেলেও পত্রিকা ইতিহাস হয়ে থাকবে। তাই সম্পূর্ণ ব্যতিক্রমী মাসিক প্রকাশনা হিসেবে ছাড়পত্রে আপনার অপ্রকাশিত ও অনবদ্য সৃষ্টিকর্মকে তুলে ধরে এই ঐতিহাসিক কর্মের ভাগীদার হোন। উল্লেখ্য, পরবর্তীসংখ্যা প্রতিমাসের ২১ তারিখে নিয়মিতভাবে প্রকাশিত হবে!
সাবধানতা ও নিয়মাবলীঃ
* কোন কবি বা লেখকের পূর্বপ্রকাশিত রচনার সাথে আংশিক বা সম্পূর্ণরূপে মিলে গেলে লেখাবাতিল হবে এবং এটি শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে! এমন লেখককে ব্লাকলিস্টেড করাও হবে। আর সকল বিষয়ে ছাড়পত্র প্রকাশনাপর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে!
* ধর্ম ও রাষ্ট্র নিয়ে অবমাননাকর লেখা গ্রহণযোগ্য হবে না!
* রাজনীতিবিবর্জিত সৃজনশীল ও সাহিত্যসম্মত রচনাই গ্রহণযোগ্য হবে!
বিষয়ঃ
ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণকাহিনী, প্রতিবেদন, বিনোদনখবর, চিঠিপত্র, পর্বলেখা, নাটক-নাটিকা, চিত্রাংকন, বইপত্র সমালোচনা ইত্যাদি! বইপত্র সমালোচনা লিখে পাঠাতে হলে বইয়ের ছবিসহ পাঠাতে হবে এবং এককপি বই সম্পাদক বরাবর পাঠাতে হবে।
* শুধু স্বরচিত রচনার ওপরে অবশ্যই বিষয়ের নাম উল্লেখ করতে হবে!
*রচনার সাথে আপনার সংক্ষিপ্ত পরিচিতি, ঠিকানা, ফোন নং অবশ্যই দেবেন! অন্যথায় লেখা গ্রহণযোগ্য নয়।
*লেখা পাঠানোর শেষদিনঃ ৩১ মার্চ ১৫ইং এবং শুধু প্রদত্ত ইমেইলেই ইউনিকোড এবং বিজয় ফন্টে লেখা পাঠাতে হবে। পিডিএফ ফাইল গ্রহনযোগ্য নয়।
* লেখক সংখ্যার বাইরে বাড়তি কপি (কমপক্ষে ৫কপি) পেতে চাইলে লেখার সাথে আগাম প্রতিকপি ২৫/= হারে প্রকাশক ধ্রুব নয়ন, ফোন- ০১৭২৩১৩০৪৮৩ এর সাথে যোগাযোগ করে অগ্রিম টাকা পাঠাতে হবে।
শুভেচ্ছান্তে-
শাহ আলম বাদশা
সম্পাদক, লিটল ম্যাগাজিন 'মাসিক ছাড়পত্র'
ইমেইলঃ
ফোনঃ ০১৫৫২৩৪২৪৪৯/০১৮১৭১১৭৯২৯
বইপত্র পাঠানোর ঠিকানাঃ
৪/১০ (নিচতলা) হুমায়ুন রোড, মোহাম্মদপুর, ঢাকা।
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন