শাহ আলম বাদশার ছড়া

লিখেছেন লিখেছেন শাহ আলম বাদশা ২৮ মে, ২০১৬, ০৯:৫২:০৯ রাত

শাহ আলম বাদশার ছড়া

শব্দের মারপ্যাঁচ

শব্দেরই মারপ্যাঁচে

মাথাটাই গ্যাছে গ্যাছে

‘মার’ মানে কিল যে?

'মার' কেন প্যাঁচে রে

মরতেই গ্যাছে রে

উহু মুশকিল যে?

'হাত' নাকি 'টান' হয়

খুব অসম্মান হয়

ধরাটাই পড়লে;

হাত কি টানা যায়

ছিঁড়ে যাক মানা যায়-

টানাটানি করলে?

'নাককাটা' কীরে ভাই

এসবেও আমি নাই

কাটাকাটি থাকনা;

কারো নাককাটা যায়

লজ্জায়ও হাঁটা দায়

যাক তবে যাক না!

————————

বাঁশ ঠাসঠাস

আছি আমি কী পদে

ভাবে নাতো কেউরে

আমি যেন ফেউ রে

পড়েছি কী বিপদে!

দোতলায় বাস করে

তিনিও অফিসার

সারাদিন চাষ করে

উহ কীযে অবিচার।

যত আছে ময়লা

ছেঁড়েফাঁটা কয়লা;

ছুঁড়ে দেয় নিচে হায়

যতবলি মিছে হায়-

মোটা তার চামড়া।

বলদ ওই দামড়া।।

কী করি কী করি

কী জ্বালা ছিঃ মরি

ওপরেও করে ধুমধুম

মারে আর ভাঙায় ঘুম।

এইবার পেয়ে যাই বুদ্ধি

মাঝরাতে চালাই যে শুদ্ধি;

নিয়ে এক বড়বাঁশ

ছাদে মারি ঠাসঠাস।

পরদিন এসে বলে ভাই

আর নয় ঠাণ্ডালড়াই!

বিষয়: বিবিধ

১২৮১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370353
২৮ মে ২০১৬ রাত ১১:৪৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
২৫ জানুয়ারি ২০১৭ সকাল ১১:১৪
315436
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ
370360
২৯ মে ২০১৬ রাত ০৩:৩৯
কুয়েত থেকে লিখেছেন : কারো নাককাটা যায় লজ্জায়ও হাঁটা দায় ভালো লাগলো ধন্যবাদ
২৫ জানুয়ারি ২০১৭ সকাল ১১:১৪
315437
শাহ আলম বাদশা লিখেছেন : ভাল্লাগায় শুকরিয়া
370364
২৯ মে ২০১৬ সকাল ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মরা মরির দেশে মারামারি ছড়া!
২৫ জানুয়ারি ২০১৭ সকাল ১১:১৪
315438
শাহ আলম বাদশা লিখেছেন : শুভেচ্ছা ভাল্লাগায়
381465
২৫ জানুয়ারি ২০১৭ দুপুর ০২:২৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা
আপনার সুন্দর কবিতাটা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে
২৪ এপ্রিল ২০১৭ সন্ধ্যা ০৭:৪৮
316256
শাহ আলম বাদশা লিখেছেন : বিলম্বিত শুকরিয়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File