ভালোর জন্য হোক সব পরিবর্তন

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ নোমান ২৮ মে, ২০১৬, ০৯:৫২:৫৩ রাত

গাড়ী দেখে ভয় পেয়ে মায়ের আচঁলে মুখ লুকানো গ্রামের সেই ছেলেটিও একসময় রাজধানীর বুকে নিজের গাড়ীর ব্যাকসিটে বসে নিজেকে সফল মনে করে…. চারপাশের মানুষের কাছে পরিবেশের সাথে মানিয়ে চলার মতো এ ঘটনাকে খুবই স্বাভাবিক হয়ে যায়…..

”তোমাকে ছাড়া বাঁচবো না, বাবু” – বলে প্রিয়জনের হাত ধরে চোখের জল ফেলানো মানুষটি সময়ের ব্যবধানে সেই অতিপ্রিয় ’জন’ ছাড়াই বেঁচে আছে…ভালো আছে…ভেবে নিজেই হো হো করে হেসে উঠে….

বাস্তবে ”পুরুষ থেকে নারী” হয়ে যাওয়া মানুষটি নারীর মর্যাদা বৃদ্ধি করণে সব থেকে বেশি ভুমিকা পালন করে। জাতীয়-আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পায়। নারীর মর্যাদা বৃদ্ধি, নারী শিক্ষা অর্জনের ’মডেল’ হিসাবে বিশ্বে পরিচিতি পায়….

এ সব কিছুই সম্ভব হয়, পরিবর্তনের সাথে নিজের জীবনের উন্নতির পালটি এডজাস্ট করে নেয়ার মাধ্যমে। প্রতিক্ষণের ছোট ছোট ক্ষয় কিংবা গড়ে তোলার ’পরিবর্তন’ টের পাওয়া যায় না। সময়ের ব্যবধানে একটি জীবনের গতিপথেরই মোড় ঘুরিয়ে দেয়। আপনি ভালো খারাপ যা-ই থাকুন না কেন, সময়ের সাথে সাথে সব কিছুর পরিবর্তন হবেই হবে…

একটি সময় পর্যন্ত ধৈর্য্য ধরে অপেক্ষা আর পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারাটাই যোগ্যতা – সফলতা

ভালোর জন্য হোক সব পরিবর্তন….

ফেসবুকে আমি

আমার নিজস্ব ব্লগ

বিষয়: বিবিধ

১১০৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370357
২৯ মে ২০১৬ রাত ০৩:৩১
কুয়েত থেকে লিখেছেন : ভালোর জন্য হোক সব পরিবর্তন ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File