আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিস্তারিত জানুন

লিখেছেন লিখেছেন আব্দুল্লাহ নোমান ১৪ জানুয়ারি, ২০১৪, ০৮:০৪:৪১ সকাল

বাংলাদেশের নাগরিক হিসাবে যাদের বয়স ১৮বছর(১জানুয়ারী’২০১৪) তাদেরই জাতীয় পরিচয় পত্র আছে। অনেকে এটাকে ভোটার আইডি কার্ড হিসাবে বলেন যেটা সম্পুর্ণ ভুল। এটা ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র। আপনারা দেখবেন এটার নীচে লাল কালি দিয়ে লেখা ১৩ সংখ্যার একটা নম্বর আছে যাকে আমরা আইডি নম্বর হিসাবে জানি কিন্তু এই ১৩ সংখ্যার মানে কি?

আসুন জেনে নিইঃ

১. প্রথম ২টি সংখ্যা – জেলা কোড। ৬৪ জেলার আলাদা আলাদা কোড আছে।যেমনঃ ঢাকার জন্য এই কোড ২৬।

২. পরবর্তী ১টি সংখ্যা – এটা আর এম ও (RMO) কোড।

• সিটি কর্পোরেশনের জন্য – ৯

• ক্যান্টনমেন্ট – ৫

• পৌরসভা – ২

• পল্লী এলাকা - ১

• পৌরসভার বাইরে শহর এলাকা – ৩

• অন্যান্য – ৪

৩. পরবর্তী ২টি সংখ্যা – এটা উপজেলা বা থানা কোড।

৪. পরবর্তী ২টি সংখ্যা – এটা ইউনিয়ন (পল্লীর জন্য) বা ওয়ার্ড কোড (পৌরসভা বা সিটি কর্পোরেশনের জন্য)।

৫. শেষ ৬ সংখ্যা – আই ডি কার্ড করার সময় আপনি যে ফর্ম পূরণ করেছিলেন এটা সেই ফর্ম নম্বর।আর এটিই আপনার পার্সনাল নাম্বার হিসাবে কাউন্ট হয়ে থাকে।

বর্তমানে আবার ১৭ ডিজিট ওয়ালা আইডি কার্ড দেয়া হচ্ছে যার প্রথম ৪ ডিজিট হচ্ছে জন্মসাল!


• একটি গুরুত্বপূর্ণ বিষয়ঃ

যে কোন নির্বাচনে ভোটপ্রদানের সময়ে নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার তালিকায় দেয়া নাম্বারের সাথে আমাদের আইডি কার্ডের নাম্বার মেলাতে গিয়ে ঘটে বিপত্তি। আপনার ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বার ও ভোটার তালিকার নাম্বার একই হবে না।কারন ভোটার নাম্বারে থাকে ভোটার এলাকা, পাড়া/মহল্লা, বুথ ইত্যাদির কোড সংখ্যা সাথে আপনার আইডি নাম্বারের শেষ ৬টি ডিজিট। আবার ভোটপ্রদানের জন্য ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের কোন প্রয়োজন নাই, কেননা নির্বাচন কমিশন প্রদত্ত ভোটার তালিকায় সকল ভোটারের আলাদা আলাদা ভোটার নাম্বার ও ছবি যুক্ত থাকে। নিজের ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের নাম্বারের সাথে ভোটার তালিকায় প্রদত্ত ভোটার নাম্বার মেলাতে আপনার ফর্ম নাম্বার অর্থ্যাৎ আপনার আইডির শেষ ৬টি ডিজিট দিয়ে মেলান। আপনার ভোটার নাম্বার ও আপনার ১৩ ডিজিটের (জন্মসাল পূর্বে থাকলে ১৭ ডিজিটও হতে পারে) আইডি নাম্বারের শেষ ৬টি ডিজিট সমসময়-সবজায়গায় একই হবে । ভোটার তালিকায় নিজের নাম্বার খোজার এটাই সবচেয়ে সহজ পদ্ধতি।

বি.দ্রঃ এক নিবার্চনের ভোটার নাম্বারের সাথে পরবর্তী নির্বাচনের ভোটার নাম্বার নাও মিলতে পারে। তবে আপনার ১৩ ডিজিটের (জন্মসাল পূর্বে থাকলে ১৭ ডিজিটও হতে পারে) আইডি নাম্বারের শেষ ৬টি ডিজিট সমসময়-সবজায়গায় একই হবে।

নোটটি নতুন ভোটারদের জন্য উৎসর্গকৃত

তথ্যসূত্রঃ আমি ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ নির্বাচন কমিশনের ছবিসহ ভোটার তালিকা প্রকল্প-২০০৭ এর নিজ জেলার গর্বিত টেকনিক্যাল টিম মেম্বার ছিলাম। প্রশিক্ষনে প্রাপ্ত তথ্য ও জাতীয় নির্বাচন-২০০৮, উপজেলা নির্বাচন-২০০৯ ও পৌরসভা নির্বাচন-২০১১ এর বিভিন্ন দায়িত্ব ও পর্যবেক্ষন কালে প্রাপ্ত বাস্তব অভিজ্ঞতার আলোকে।

বিষয়: বিবিধ

৩৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File