আজ মুসলমানের শোকের দিন ৷

লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ১৪ জানুয়ারি, ২০১৪, ০৯:২০:৫১ সকাল

আজ ১২ রবিউল আওয়াল; ১৪০০ বছর আগে এই দিনে আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পার্থিব দুনিয়া থেকে চির বিদায় নেন ৷ সে হিসেবে আজকে দিনটা উম্মতের জন্য সবচেয়ে কষ্টের ও দুঃখের দিন বা শোক দিবস ৷ কিন্তু ইসলাম কোনো রকম জন্ম দিবস বা ওফাত দিবস পালনের অনুমতি দেয়না, ইচ্ছে থাকলেও উম্মতের জন্য আজ শোক পালন করা সম্ভব হচ্ছেনা ৷

১৪০০ বছর আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতে কিছু সংখ্যক মুনাফিক খুসি হয়ে ছিল, তারা গোপনে আনন্দ করে ছিল ৷ তাদের উত্তরসুরীরা আজো আছে, তারা আজো আনন্দ করছে ৷ পার্থক্য হলো তখন তারা গোপনে আনন্দ করে ছিল আর এখন তারা প্রকাশ্য আনন্দ করছে ৷

উম্মতকে ধোকা দিতে তারা উম্মতের এই শোকের দিনটার নাম দিয়েছে "ঈদে মিলাদুন্ননবী" মানে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন ৷ কিন্তু মশহুর ওলামায়ে-কেরামের মতে ১২ রবিউল আওয়াল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম দিবস নয় ৷

মুনিফিকরা এখানেও উম্মতকে ধোকা দিচ্ছে ৷ শোকের দিনটাকে আনন্দের দিনে রুপান্তরিত করে মুসলমানের ঈমান আকীদাকে ধংস করছে ৷ তাই এইসব মুনাফিক থেকে মুসলিম ভাইয়েরা সবধান ৷

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

162343
১৪ জানুয়ারি ২০১৪ সকাল ১০:৪৪
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো
162425
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
মুিজব িবন আদম লিখেছেন : ধন্যবাদ। অবশ্যই শোকের দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন।
162428
১৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩৩
বড়মামা লিখেছেন : রাসুল [সাঃ]এর জন্ম বা মৃত্তু কোন দিবসই পালন করার হুকুম নাই সহাবীরা ও এগুলি করেন নাই।যদি আল্লাহ এবং আল্লাহর রাসুল [সাঃ]এর কাছে জন্ম ও মৃত্তুর দিনে উম্মতের জন্য বিন্দু মাত্র মর্যাদা থাকতো তাহলে সাহাবীরা রাসুল [সাঃ]জিবীত থাকতেই এগুলি পালন করতো ।মক্কা এবং মদিনার লোকেরা ধারাবাহিক ভাবে এখনো পালন করতো।কই আমরাতো সৌদিতে এগুলি দেখিনা।এই বিষয় সৌদিদের প্রশ্ন করলে বলে এই গুলি বিদায়াত।বাংলাদেশের মাজার পুজারীরা বলে মহব্তে একটু বিদায়াত করলে দোষ নাই।আসলে এই বিষয় আমাদের কবরে,হাশরে কোন যায়গায় প্রশ্ন করা হবেনা।তবে কেন আমরা এগুলি নিয়া মাতামাতি অপচয় করি।
162514
১৪ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক তাই। অনেকে বলেন যে ১২ ই রবিউল আউয়াল তার ওফাত এর দিন নাকি ঠিক নয়। কিন্তু আমার মনে হয় তার জন্ম দিনের রেকর্ড না থাকই স্বাভাবিক কারন তিনি জন্মনিয়েছিলেন পিতৃহীন অবস্থায় অন্যদিকে ওফাতের সময় ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। তার ওফাত এর দিনের রেকর্ড থাকাই স্বাভাবিক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File