জিয়াই প্রথম রাষ্ট্রপতি, দেখুন মুজিবের স্বীকারোক্তি ৷৷
লিখেছেন লিখেছেন সাইয়েদ মাহফুজ খন্দকার ০৭ এপ্রিল, ২০১৪, ০৯:২০:১১ রাত
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভারতের কলকাতার বিখ্যাত দৈনিক ‘আনন্দ বাজার পত্রিকার’ আনন্দ পাবলিকেশন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে ‘বাংলা নামে দেশ’ শিরোনামে একটি বই প্রকাশ করে ৷৷ বইটির মুখবন্ধ লিখেন ভারতের তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ৷৷
বইটিতে স্পস্ট লিখা আছে, মুজিব গ্রেপ্তার হবার পর চট্টগ্রাম থেকে মেজর জিয়া অস্থায়ী সরকার গঠন করেন, এবং সেই সরকারের প্রধান (প্রেসিডেন্ট) জিয়া নিজেই ছিলেন ৷৷
বইয়ের সেই অংশ টুকু হুবহু তুলে ধরলাম-
“মুজিব গ্রেফতার ৷৷ সর্বত্র সঙ্গশক্তি প্রায় তছনছ ৷৷ এই শূন্য অবস্থাকে ভরাট করে তোলার জন্যে মেজর জিয়া রবিবার ২৮ মার্চ চট্টগ্রাম রেডিও থেকে অস্থায়ী সরকার ঘোষণা করলেন ৷৷ তার প্রধান তিনি নিজেই”
‘বাংলা নামে দেশ’ । আনন্দ পাবলিশার্স, কলকাতা, ভারত ।
এই বইয়ের মাধ্যমে মুজিবের স্বীকারোক্তি দ্বারাই প্রমাণিত যে, জিয়াই ছিলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার প্রধান বা প্রথম রাষ্ট্রপতি ৷৷
এর পরে আওয়ামীদের আর বিতর্ক করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয়না, কারন তাদের বাবাই স্বীকার করে নিয়েছিল শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ৷৷ শুধু মুজিবই নয় ইন্দিরাও স্বীকার করেছিল ৷৷
আমি আন্তরিক ভাবে ধন্যবাদ দিচ্ছি তারেক রহমানকে, তিনি প্রবাসের অবসর সময়টাকে কাজে লাগাচ্ছেন ৷৷ কিছু গুরুত্বপূর্ন বিষয় জাতির সামনে নিয়ে এসেছেন ৷৷ এইসব বিষয় জাতিকে জানানো অত্যন্ত প্রয়োজন ৷৷
বিষয়: বিবিধ
১৯৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন