# নেতা
লিখেছেন লিখেছেন অন্য চোখে ১৬ মার্চ, ২০১৫, ০১:৫৬:১৭ দুপুর
বাড়ছে বোঝা বাড়ছে দেনা
ঋণের টাকায় হচ্ছে কেনা
দ্বিগুণ দামে কিনছে নেতা
প্রয়োজনটা তাও মিটছেনা।
খাচ্ছে নেতা বাড়ছে ভুড়ি
প্রতিশ্রুতির উড়ছে ঘুড়ি
আসবে সুদিন এইতো কাছে
মাকাল ফল ঝুলছে গাছে।
আশা তবু সামনে ভোট
আনতে হবে নতুন জোট
যেই লাউ সেই কধু
যদুর জায়গায় আসল মধু।
নতুন নেতার নতুন ফাঁদ
আগের জনের সব বাদ
ভিত্তি প্রস্তর ভেঙ্গে ছুড়ে
রাস্তা খুড়ে হবে খাদ।
নেই যে কোন আশার বাণী
জিডিপি ধরা ছোওয়া যায়নি
চলছে তবু এইতো বেশ
আজব আমার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজব আমার বাংলাদেশ।
খুব সুন্দর লিখেছেন। ভাল লেগেছে। অসংখ্য ধন্যবাদ।
মাকাল ফলের নেতার দেশ!
মন্তব্য করতে লগইন করুন