আমার ছড়া
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৯ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৮:২৮ সকাল
হাঁটতে পারে আমার ছড়া
তর তর
দৌড়ে গিয়ে বলেন যদি
ধর ধর
থামবেনা সে বলবে আরো
সর সর
শুকনো গোবর মাটি খাবে
কড়মড়
বাধা দিলেই চিমটি কাটে
চড়পর।
বিষয়: বিবিধ
১০৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আরোও সুন্দর কোরে দেন
উঠবে যখন ঈশাণ কোনে
ভীষণ ঝড়,
কাব্য তখন কাঁদবে চোখ
ঝরঝর।
ঠিক ঠিক।
টিকটিকিটা উঠলো ডেকে
টিক টিক।
ওমা! ছড়া গোবর মাটি খায়
কড়মড়।
ইস! এযে চিমটিও কাটে
চড়পর।
ছড়া পড়ে ঘুরছে মাথা
বন বন।
তাই চিমটি কেটে গেলাম চলে
হন হন।
মন্তব্য করতে লগইন করুন