বিয়াশাদীর ছড়া
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৮ ডিসেম্বর, ২০১৪, ১১:০৮:৫৯ রাত
আমগো বাড়ির দখিন পাড়ার
হেলালুদ্দিন চাচা
হুড়মুড়িয়ে ঘরে এসেই বলল
আমায় বাঁচা।
বিয়ে করুম, জলদী তরা
পাত্রী খুঁজে আন
কেডা রান্দে কেডা বারে
আর বাঁচেনা জান।
৭০ বছর কাটিয়ে দিলেন
বিয়ের নাম নাই
এই বয়সের পাত্রী এখন
কোথায় খুঁজে পাই!
ক'দিন বাদে চাচা এলেন ঘরে
খুশির ঠ্যালায় ক্যামন জানি করে
পাত্রী নাকি পাওয়া গেছে
বিয়েতেও রাজি
ধড়ফড়িয়ে সবাই গিয়ে
আনলো ডেকে কাজী।
বিয়ে হলো খুশিবাসি
হেলালুদ্দিন চাচা
হপ্তাখানেক পরেই এসে
বলল আমায় বাঁচা।
ছালোন রান্দে নূণ দেয়না
কথায় কথায় চোপা
কী করবি জলদী কর
রাখতামনা এই ছোপা।
বিষয়: বিবিধ
১১৫০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নুন ছাড়া কি খাওয়া যায়!!!
মন্তব্য করতে লগইন করুন