তবুও প্রচেষ্টা...
লিখেছেন লিখেছেন মনটা আমার বাঁধনহারা ১৮ ডিসেম্বর, ২০১৪, ১০:৫৩:৩২ রাত
অসহ্য ব্যস্ততা...
জীবনকে চোরাবালির মত একটু একটু করে
নিজের মাঝে ডুবিয়ে দেবার কুট কৌশলে লিপ্ত
অবসরের আকাঙ্ক্ষা...
দরদময় আকুতি জানিয়ে কড়া নেড়ে যাচ্ছে মনের
গুটি গুটি পায়ে বেড়িয়ে আসতে চাইছে ইচ্ছেরা যত সুপ্ত
অদ্ভুত অসহায়ত্ব...
চাওয়া-না পাওয়ারা অভিমানে স্বপ্নের কুটিরেই স্বেচ্ছা বন্দী
আঁখিদ্বয় প্রাণান্তর সংগ্রামে ব্যর্থ হয়ে আপনও শ্রাবণে সিক্ত
মুক্তির প্রত্যাশা...
যতবার সামনে এগোতে চেষ্টা করে রুদ্ধ হয় সম্মুখের দ্বার
বৈরীতা মনের ভাঁড়ারে জড়ো করছে শত অভিজ্ঞতা তিক্ত
তবুও প্রচেষ্টা...
সকল বাঁধা পেরিয়ে এগিয়ে যাবার নিয়্যাতে নেই কোন ঘাটতি
চলবে অবিরাম সংগ্রাম নয়তো অন্তঃরাত্মা রয়ে যাবে অভুক্ত....
বিষয়: বিবিধ
১২৩৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়া করবেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ব্যস্ততার দুঃখ ভুলে সেই আনন্দে হাসো কুটিকুটি
অনেক অনেক শুকরিয়া ভাইয়া।
চলবে অবিরাম সংগ্রাম নয়তো অন্তঃরাত্মা রয়ে যাবে অভুক্ত...আপু এটা আমার ও কথা । অনেক ধন্যবাদ আপু ।
তোমাকেও অনেক ধন্যবাদ আফরা মণি।
শত বিপত্তিতে রাখতে হবে আল্লাহতে দৃঢ় বিশ্বাস...
অনেক ধন্যবাদ আপনাকে।
একটি ঘুমহীন রাত।
একটুকরো কষ্ট,
আর স্বপ্নভাঙার বেদনা।
স্বপ্নতরী ডুবে যায় ঐ,
স্বপ্নের ডিঙার যাত্রীরা কই?
ডুবিতে দিওনা এ তরী।
তবুও কেনো ডুবে তা?
স্বপ্নের হাতে কেনো আজিকে হাতকড়া?
কেনো স্বপ্ন ভাঙে বারেবার?
বারবার
চালিয়ে যেতে হবে তবুও রথ
সর্বাবস্থায় থেকো সঠিক ও সৎ
ছায়া হবে সর্বদা আল্লাহর রহমত..ইনশাআল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন