তেলপানিতে হচ্ছে গরম
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৮:৩৯ রাত
গড়গড় গড় আওয়াজ শুনে
কপাট খুলে অবাক
জবুথবু দাঁড়িয়ে আছে
সুন্দরবনের বাঘ।
তেলে কাদায় মাখামাখি
বাঘের দেহখানি
বলল বাঘে জীবন নিয়ে
করছি টানাটানি।
আমার মতো অনেক প্রাণি
করছে বাঁচার লড়াই
তেলপানিতে হচ্ছে গরম
সুন্দরবনের কড়াই!
বিষয়: বিবিধ
৭১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লেজ ছাড়া সব বাঁদরগুলি করছে যে বড়াই।
বাঘ বেচারা কাঁদে
পরে তাদের ফাঁদে।
মন্তব্য করতে লগইন করুন