সাধের স্বাধীনতা আমার

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ১৫ ডিসেম্বর, ২০১৪, ১১:১৬:১৯ রাত



তোমার জন্য প্রতীক্ষার প্রহর কভু

ফুরাবে না জানি, এখনো যে মাঠে দেখি শুধু হানাহানি?

নিঝুম রাতের প্রহর জুড়ে

আধোঘুম জাগরেণে শুনি – এ কি কানাকানি!

এক বুক তৃষ্ণা নিয়ে

চেয়ে আছি চাতক পাখীরই মত

ইতিউতি খুঁজে ফিরি নীলিমার নীলে -

স্বাধীনতা কবে মোর হবে অধিগত?

প্রতীক্ষার এ প্রহর ক্রমে হয় আরো দীর্ঘতর,

পেরোতে পারি না বাঁধা, বাঁকে জাগে কালোস্রোত

বারবার ঢেউ উঠে, হাল ভাঙে – হায় রে;

তরী বুঝি ডুবুচরে ঠেকে ঠেকে যায় রে!

সাধ জাগা ভাল লাগে যদি ঠাঁই পায়,

শকুনে খেয়েছে আগেও,

এখনো যে খায়; সে আমারই ভাই?

কারো দেখি ঘটে না; ভাগ্যেতে কিছু

সুযোগ পেলেই দেখি - শ্বাপদেরা মাথা করে উঁচু

আর; আমাদের মাথা সদা হয়ে থাকে নিচু।

বিষয়: সাহিত্য

৯০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294705
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৬
যা বলতে চাই লিখেছেন : তোমার জন্য প্রতীক্ষার প্রহর কভু
ফুরাবে না জানি, এখনো যে মাঠে দেখি শুধু হানাহানি?

মিথ্যে এ স্বাধীনতা, মিথ্যে এ মুক্তির কথা,
এতো শুধু ধোঁকা আর প্রতারণা জানি
এ সো আল্লাহর পথে, কোরআনের পথে
স্বাধীনতা পাবে,সমৃদ্ধি পাবে, সফল হবে তব জিন্দেগানি।
অনেক সুন্দর ও মর্মস্পর্শী একটি কবিতা উপহার দেয়ার জন্য প্রিয় কবিকে অনেক ধন্যবাদ। Rose Rose
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৮
238193
নির্বোধ১২৩ লিখেছেন : সুন্দর কাব্যিক মন্তব্য!
অনেক ধন্যবাদ বন্ধু।
বিজয়ের শুভেচ্ছা জানবেন। Good Luck
294706
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৩৬
নাওয়াল হক লিখেছেন : khub bhalo hoichay
Thumbs Up
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫০
238195
নির্বোধ১২৩ লিখেছেন : কবিতা পাঠে মন্তব্য দানের জন্য অশেষ ধন্যবাদ।
বিজয়ের শুভেচ্ছা নিন। Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File