কাপাস বেলা

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ০১ জুলাই, ২০১৫, ০৭:৪১:১০ সকাল

শিশিরের শান্ত নিশির হলো অবসান -

এইক্ষণে বৃষ্টি হলে

আমায় দেখো;

দখিনো-পচ্চিম মৌসুমী হাওয়ায়,

সাগরের ঢেউভেজা নোনা বালিকায়।

একহাঁটু সময়যন্ত্রণা অধরে ধরি

অহরহ কাতরাই মুমূর্ষু বাতায়ন ঘিরে,

পাতার শিরায়,

বিছানায়, আর

ঠোটের কার্নিশে ঝুলে থাকা ভাল লাগায়।

পীতাম্বর শব্দের ডাহুক

আমার তামস বেলা

চুপিসারে আসে - হৃদিশাখে গান গেয়ে যায়।

অনুভবের ভেজানো কপাট ছুঁয়ে

নিতান্ত সুন্দর যন্ত্রণার সুর ভাঙে-গড়ে।

দাঁত-কপাটি জোছনায় উড়ে উড়ে চলে

আমার কাপাস বেলা,

পাথর সময় দাঁড়িয়ে ঠাঁয় -

মনোচঞ্চল রাগিণীমালা বেজে উঠে তাই

স্থির প্রত্যয়ী যেন; বিজন বীথিকা সম!

বিষয়: বিবিধ

১২৮৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

353943
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
355931
০১ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:১১
নির্বোধ১২৩ লিখেছেন : কথাটা মন্দ বলেন নি।
সবারই এগিয়ে আসা উচিত
কথা দিচ্ছি - নিয়মিত থাকার চেষ্টা করব।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File