গাঁজায় ক্যানসারের ওষুধ!

লিখেছেন লিখেছেন নির্বোধ১২৩ ১৮ এপ্রিল, ২০১৫, ১২:২৯:৫০ রাত



ক্যানসারের ওষুধ লুকিয়ে আছে গাঁজায়? হ্যাঁ, ক্যানসারের কোষ নষ্ট করে দেয় গাঁজা। সাম্প্রতিক গবেষণার ফল অন্তত সেরকমই দাবি করছে। মারণব্যধির বংশ নিকেশ করতে নাকি গাঁজার জুড়ি মেলা ভার।

একটি জনপ্রিয় ব্রিটিশ দৈনিকে প্রকাশিত খবর, ক্যানসার রোধে গাঁজার ভূমিকা অপরিহার্য। মার্কিন গবেষণায় উঠে আসা তথ্য বলছে, বিভিন্ন প্রাণীর উপর পরীক্ষামূলক ভাবে গাঁজার ব্যবহার করে দেখা গিয়েছে, এটি কয়েকটি বিশেষ ধরনের ক্যানসারের কোষ নষ্ট করে দেয়। ক্যানসারের কোষের আকৃতিও কমিয়ে আনে। মারিজুয়ানার একটি গাছের থেকে নির্যাস মস্তিষ্কের টিউমারের আকার ছোট করে দেয়। টিউমারকে বাড়তে দেয় না। ইঁদুরের উপর এই নির্যাস ব্যবহার করে প্রমাণিত হয়েছে, ক্যানসারের কোষ নিকেশ করে দেয় গাঁজা।

মার্পৃকিন যুক্তরাষ্ট্র-সহ কয়েকটি দেশে গাঁজার উপর সরকারি নিষেধাজ্ঞা না থাকলেও বেশির ভাগ দেশেই গাঁজাকে মাদক হিসেবে বেআইনি ঘোষণা করা হয়েছে। তবে ক্যানসারের চিকিত্সাষয় গাঁজার এহেন সাফল্যে বিজ্ঞানীরা বেশ উত্সাবহিত। গাঁজা গাছের নির্যাস থেকে ক্যানসারের ওষুধ তৈরি করে তা ব্যবহার করার পরীক্ষা-নিরিক্ষাও শুরু হয়ে গিয়েছে জোর কদমে।

মন্তব্যঃ তাই বলে এখনই যেন কেউ অতি উৎসাহী হয়ে গাঁজাচর্চায় ব্যস্ত হয়ে না পড়েন। সাবধান!

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315524
১৮ এপ্রিল ২০১৫ রাত ১২:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধূমপানে ক্যানসার হয়।
তাই এখন থেকে গাঁজা সম্বৃদ্ধ সিগারেট পান করলে.....
২০ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪২
256970
নির্বোধ১২৩ লিখেছেন : চেষ্টা করতে পারেন তবে, "সাধু সাবধান" =Happy
315528
১৮ এপ্রিল ২০১৫ রাত ০১:১১
মাটিরলাঠি লিখেছেন : গাঁজা খেলে কি তবে ক্যান্সার হইবো না?
২০ এপ্রিল ২০১৫ সকাল ১০:৪৩
256971
নির্বোধ১২৩ লিখেছেন : ক্যান্সার হবে না, তবে মৃত্যু ত্বরাণ্বিত হবে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File