কটকটিওয়ালা ও একজন বেপর্দা মেয়ে
লিখেছেন লিখেছেন জেলপেন ০১ জুলাই, ২০১৫, ০৭:১৩:২৪ সকাল
কটকটিওয়ালাঃআসসালামু আলাইকুম ৷আপা কটকটি নেবেন??? খুব ভালো কটকটি নেন৷
আপাঃ কত করে কেজি???
কটকটিওয়ালাঃ এই মুখবন্ধ কাচের বাক্সের টা ১২০ ৷আর মুখখোলা বক্সের টা ৮০ টাকা করে কেজি৷
মেয়েঃ দুইটা তো একই দেখা যায় ৷তাইলে আবার এমন দামের তারতম্য কেন???
( এই সময়ে একজন মহিলা পরিপূর্ণ পর্দা পরে রাস্তা পার হচ্চিল৷ কালো বোরখা, কালো হাত মোজা, পা মোজা, নেকাব , ওপরে ওরনা , চোখ পর্যন্ত ঢাকা)
কটকটিওয়ালাঃ আফা আপনেও বোরখা পরছেন ঐ যে রাস্তার আপা উনিও বোরখা পরছেন ৷কিন্তু আপনার মুখ খোলা৷ আর উনার মুখ বন্ধ ৷তাই উনার মর্যাদা যেমন বেশি ৷তেমনি বন্ধ বাক্সের কটকটির ও দাম বেশি ৷
মুখ খোলা বাক্সে পিপড়া, মাছি, পোকামাকড় ঢুকে ৷কিন্তু বন্ধ টাতে ঢুকে না৷আর দেখতে একরকম হলেই কি এক???
আপাঃ ভাই আপনি আমার চোখ খুলে দিলেন ৷অনেক শুকরিয়া৷
বি দ্রঃ কটকটি মহাস্থানের বিখ্যাত খাবার৷
বিষয়: বিবিধ
২১০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কালো বোরখা, কালো হাত মোজা, পা মোজা, নেকাব , ওপরে ওরনা , চোখ পর্যন্ত ঢাকা
নিজে কিছুদিন ঐ পোশাকে ঘুড়ে দেখান্না?
০ মুখ বন্ধ রাখা মানে নেকাব পড়া কি ম্যান্ডেটরি ?
যা সহজে প্রকাশমান যেমন হাত ও পা সেগুলো খোলা রাখার নিয়ম আছে এবং যাতে চেনা যায় সেজন্য মুখ খোলা রাখার কথা বলা আছে।
মুখ যদি ঢেকে রাখে তাহলে পরিচিত জনও অনেক সময় চিনতে ভুল করে।
মন্তব্য করতে লগইন করুন