তোরা আমাদের সৃষ্টি করিস নি! >>>••••• রশীদ জামীল
লিখেছেন লিখেছেন জেলপেন ১৬ মার্চ, ২০১৫, ০৩:০৭:১৩ দুপুর
তোরা আমাদের সৃষ্টি করিসনি।
খেটেছিলি, মজুরি দিয়েছি।
মওকা পেয়ে ট্রাক
ভরতি করে করে নিয়েছিস, পাওনার
চেয়ে অনেক বেশি নিয়েছিস।
একজন মেজর জলিল ছাড়া কেউ
বাঁধাও দেয়নি। অতএব, বড় বড়
কথা তোদের মুখে মানায় না।
'কাজের বিনিময়ে খাদ্য' কর্মসূচির
আরো অনেক উদাহরণ আছে,
জানার চেষ্টা করে দেখ।
কথাটা আমরা এভাবে বলতে চাইনি,
তোরা বাধ্য করলি বলতে।
ক্রিকেট নিয়ে তো তোদের অনেক
তাফালিং।
তাহলে খেলা মাঠে গড়ানোর
চারদিন আগেই কেন
আত্মসমর্পন? কেন
এভাবে পরাজয় মেনে নেয়া?
১৯ তারিখ মেলবোর্নে ফলাফল
যাই হোক, তোরা পরাজিত
হয়ে গেছিস।
মাতম করার প্রস্তুতি শুরু কর।
বিষয়: বিবিধ
১৪১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কারণ ভারতীয় ব্যাটিং লাইন আপ অনেক স্ট্রং আর ডেপথ্ও বেশী । বাংলাদেশ কেন, অন্য কোন টিম ভারতকে হারাতে পারবে কি না যথেষ্ট সন্দেহ আছে ।
আর দৈবাত যদি বাংলাদেশ কিছু একটা কাহিনী ঘটিয়েই ফলে তাহলে বর্ডারে কি হাল হবে বা তিস্তার কি হবে তা একটু ভেবে দেখেছেন ?
সামান্য খেলার জন্য এত বড় ক্ষতি হতে দেবেন ?
পনেরর বিশ্ব কাপে
গোবৎসদের ডিঙ্গিয়ে যাবে
টাইগারেরা এক লাফে।
কে কোন সময় জলসে উঠবে, সেটাই বা কে বলবে!
বর্ডার বা তিস্তায় লাভ হয়েছে কবে?
তাছাড়া আমার স্ট্যাটাসের মূল বিষয় তো স্বাধীনতা নিয়ে!
@ হতভাগা!
(আমার রিপ্লাই করতে সমস্যা হচ্ছে!)
@ আবু জরীর
মন্তব্য করতে লগইন করুন