একটি শোক সংবাদ! কাতার আইন-খালিদের এক প্রবাসী বাংলাদেশী ভাইয়ের ইন্তেকাল।

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ১৬ মার্চ, ২০১৫, ০২:৫১:১০ দুপুর

আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি, যে আজ ১৬মার্চ সমবার বেলা ১১ ঘটিকায় কাতারে বসবাসরত বাংলাদেশী ভাই জনাব মোঃ শামিম মিয়া ব্রেইন স্টক এ আক্রান্ত হয়ে কাতারে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)!

তার দেশের বাড়ী কিশোরগঞ্জ জেলা।

তার মৃত্যুতে সকল প্রবাসীরা আত্মার মাগফেরাত কামনা করছি।

বিষয়: বিবিধ

১২১৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309289
১৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:২০
আফরা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন !

আল্লাহ উনার গুনাহ গুলো মাফ করুন ,উনার ভাল আমল গুলো কবুল করে উনার কবরকে প্রসস্ত করুন। আমীন ।
309297
১৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫১
আবু জান্নাত লিখেছেন : ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কোন প্রবাসী মারা গেলে আমি ব্যখা একটু বেশী পাই। কারণ, কত আসা, স্বপ্ন নিয়ে প্রবাসী হল, আদরের সন্তানগুলো বাবার থেকে নতুন বিদেশী জামা ও নতুন নতুন খেলার সামহগ্রী পাওয়ার অপেক্ষায় থাকে। মা বাবা আত্মীয় স্বজন কর্জ শেষ করে সুখে জিবন যাপন করার আসায় থাকে। স্ত্রী তার স্বামীকে বহুদিন পর কাছে পাওয়ার আনন্দে ভাসে। যখন প্রবাসীর মৃত্যু হয়, তখনি সবার আশা আকাঙ্খা চোখের পানি হয়ে গড়ায়। আল্লাহ তায়ালা তাকে জান্নাত নসীব করুক। আমীন।
309300
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৪:২৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন !

আল্লাহ উনার গুনাহ গুলো ক্ষমা করুন, উনার ভাল আমল গুলো কবুল করে উনার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন!
আমিন ছুম্মা আমিন!
রিপোর্ট করুন
309309
১৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৮
সজল আহমেদ লিখেছেন : ইন্নালিল্লাহ্ !আল্লাহ্ ওনাকে বেহেশত নসীব করুন .....আমীন
309327
১৬ মার্চ ২০১৫ রাত ০৮:১৭
দ্য স্লেভ লিখেছেন : তার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনা করছি।আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করুন
309389
১৭ মার্চ ২০১৫ রাত ১২:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন! আল্লাহ ওনাকে মাফ করে দিন! আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File