তোমার প্রেমের ছোঁয়া
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৩:৪৫:১৩ দুপুর
আমার বুকের সবটা দিবো আছে যতো
তোমায় নিয়ে স্বপ্ন দেখি অবিরতো।
ছিঁড়ে দিতে পারি আমার বুকের ধন
চোখের পানি নিয়ে মিটা,চাইলে মন।
।
আমার যদি থাকতো একটা মহাসাগর
খুঁজে নিতাম মুক্ত পাথর নয়তো বারণ।
সঁপে দিতাম তোমার তরে উষ্ণ করে
ভয়ে থাকি হয় যদি, মিছে কারণ, মিছে কারণ।
।
রাগিসনারে একটিবার ও আমার তরে
তুই রাগিলে উপায় যে নেই ভবের ঘরে।
তোর বেদনায় উড়িয়েছি প্রেমের ঘুরি
ডুবছে দেখ, বুঝিসনা তুই? কোন্ ডুবুরি।
।
শিশির ভেজা ভোর বিহানে গুটিশুটি
লেপতোশকের মধুর ঘুমকে দিলাম ছুটি।
এই আবেদন কবুল কর সুবাস লুটি
তোমার প্রেমের ছোঁয়া পেলেই আলোয় ফুটি।
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন