পেঁয়াজ, মুরগী ১২০
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৭:৪৪ দুপুর
পেঁয়াজ বলে মুরগি ভাই
তোমার আমার তফাৎ নাই
ক্রেতা এখন একশ বিশে
মুরগী, পেঁয়াজ দুটোই পায়।
মুরগী হেসে পেঁয়াজ ভাই
খুশির তোমার সীমা নাই
এক পাল্লায় উঠতে পেরে
দিচ্ছ আমায় কথার ঘায়।
ক্রেতা বলে দু'জন আয়
একসাথেই বাড়ী যাই
ঘরে বসে মেহমান
না কিনে তো উপায় নাই।
বিষয়: বিবিধ
৭৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বড় লোকের খাবার
চিল্লাফাল্লা করলে তবে
দাম বাড়াবো আবার
আর খাবনা বেশী
তারচে বরং পেয়াজ ছাড়ায়
রান্না হবে দেশী
মন্তব্য করতে লগইন করুন