ঈদের খুশি
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৪ জুন, ২০১৬, ০৫:০৩:৩৫ বিকাল
আর কয়টা দিন পরে ফিরে
আসবে খুশির ঈদ
সেই খুশিতে নেই যে কারো
দুই চোখেতে নিদ।
ঈদের খুশি করতে সবাই
গ্রামে দিবে পাড়ি
হিসেব কষে ফুরায় নাতো
দিন যে তাড়াতাড়ি।
দীন-দুঃখীদের মনে আশা
ফুটবে সুখের হাসি
তাইতো মনে আনন্দ ভাসে
আসবে ঈদের খুশি।।।
বিষয়: বিবিধ
১৫৬৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন