~~~~~@ দূর প্রাবাসে ঈদ @@~~~~
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ২৭ জুন, ২০১৬, ০১:৪৯:৫৬ দুপুর
দূরপ্রবাসে নিয়ম মেনে এখানেও রাত্রী আসে
সূর্য ওঠে আকাশ ভরে চাঁদ তারাও হাসে।
শত রকম বেদনাতে চলে প্রবাস জীবন
অশ্রু দিয়ে কেনা জীবন কিনি হাসির বাঁধন।
দুঃখটুকু সঙ্গে নিয়ে সন্ধ্যা তারা মেখে মনে
বিষাদ মেখে যাই বিছানায় নিশিথ গগন পানে।
ঈদ যতই ঘনিয়ে আসে মনটা ব্যাকুল হয়
ঘুমের ঘোরে কাঁদি শুধু ভাসে চক্ষুদ্বয়।
মাগো তুমি সেমাই পায়েস তুলে দিতে মুখে
মনের সুখে খেতাম সবই ঘুরতাম মহাসুখে।
ছেলে সন্তান ছেড়ে প্রবাস ঈদে কী সুখ আছে?
বাস্তবতার শিকল বাঁধা মনটা তবু কাছে।
দুঃখের মাঝে সাজি মাগো অন্ধকারের সাজ
চারিদিকে দেখি শুধু ধূধূ মরু আজ।
যায়না ভোলা মায়ের স্নেহ বোনের আদর-প্রীতি
বুকের মাঝে জাগে সদা ফেলে আসা স্মৃতি।
বিষয়: বিবিধ
১৬৩৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অশ্রু দিয়ে কেনা জীবন কিনি হাসির বাঁধন। অনেক ভালো লাগলো লেখা কবিতাটি ধন্যবাদ
জানা নেই মন্ত্র,
বিদেশ হল বি-প্যাচ জানি
রবোট নামে যন্ত্র।
মন্তব্য করতে লগইন করুন