শীতের ডরে
লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০২ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪৮:৩৯ বিকাল
আসছে সামনে মাস মাঘ
শীতের ডরে পালায় বাঘ
আমরা শীতে ভীত নই
চ্যালেঞ্জ কিন্ত করবই।
।
খেজুর গাছে রসের হাড়ি
পিঠা বানায় বাড়িবাড়ি
পুকুর পাড়ে যাচ্ছে বেলা
খেলছে খোকা ক্রিকেট খেলা।
।
শীতের দিনে বনভোজন
দোলে ওঠে খোকার মন
বড়লোক খায় পার্টিতে
গরীবে খায় মাটিতে।
।
গরীব লোকের নাইরে কাঁথা
ভাবলে মনে লাগে ব্যথা।
ধনীর আছে দামী শাল
নীল সবুজ হলুদ লাল।
।
একটি গরম জামার তরে
পথশিশুরা শীতে মরে
পায়না তারা কারো আদর
কিংবা একটি ছেঁড়া চাদর।
।
গরীব-ধনী নাই ব্যবধান
প্রভুর চোখে সবাই সমান
বলছে কুরআন বারবার
দিতে তাদের অধিকার।।
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাল লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন