শীতের ডরে

লিখেছেন লিখেছেন আবু তাহের মিয়াজী ০২ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪৮:৩৯ বিকাল



আসছে সামনে মাস মাঘ

শীতের ডরে পালায় বাঘ

আমরা শীতে ভীত নই

 চ্যালেঞ্জ কিন্ত করবই।



খেজুর গাছে রসের হাড়ি

পিঠা বানায় বাড়িবাড়ি

পুকুর পাড়ে যাচ্ছে বেলা

খেলছে খোকা ক্রিকেট খেলা।



শীতের দিনে বনভোজন

দোলে ওঠে খোকার মন

বড়লোক খায় পার্টিতে

গরীবে খায় মাটিতে।



গরীব লোকের নাইরে কাঁথা

ভাবলে মনে লাগে ব্যথা।

ধনীর আছে দামী শাল

নীল সবুজ হলুদ লাল।



একটি গরম জামার তরে

পথশিশুরা শীতে মরে

পায়না তারা কারো আদর

কিংবা একটি ছেঁড়া চাদর।



গরীব-ধনী নাই ব্যবধান

প্রভুর চোখে সবাই সমান

বলছে কুরআন বারবার

দিতে তাদের অধিকার।।

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380375
০২ ডিসেম্বর ২০১৬ রাত ০৮:১০
380382
০৩ ডিসেম্বর ২০১৬ দুপুর ০২:০৭
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

ভাল লাগলো।
জাজাকাল্লাহু খাইর।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File