••• বাংলা আমার ••• >>> মানসূর আহমাদ
লিখেছেন লিখেছেন জেলপেন ২৯ মার্চ, ২০১৫, ০৯:২৩:৫৯ রাত
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার ভাষা,
এই দেশেরি জন্যে লড়ে
হাজারো শ্রমিক চাষা।
এই দেশেরি জন্যে কেঁদে
ভিজে ওঠে কতো চোখ,
দেশেরি সুখ দেখে মোর
স্ফীত হয়ে ওঠে বুক।
এই বাংলার স্বপ্নগুলো
বুনে যায় কতো মন,
এভাবে একদিন আসবে জানি
বিজয়ের সেই ক্ষণ!
____________________
http://www.gelpenbd.wordpress.com
বিষয়: সাহিত্য
১৩৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন