আমি ধর্মনিরপেক্ষ হতে যাব কেন?
লিখেছেন লিখেছেন ওসমান গনি ০১ জুলাই, ২০১৫, ০৪:০১:৫০ রাত
বস্তুতপক্ষে প্রত্যেক মানুষ কোনো না কোনো ধর্মের পক্ষে । সুতারাং ধর্মনিরপেক্ষতাবাদ একটি মুখরোচক বুলি বৈ কিছু নয়। ইয়ুরোপীয় রেনেসার প্রেক্ষিতে সৃষ্ট এ মতবাদ মুসলমানদের জন্য মোটেও উপযোগী নয়। ইসলাম স্রষ্টা প্রদত্ত অপরিবর্তনীয় একটি পূর্ণাংগ জীবন বিধান অথচ সেক্যুলারিজম একটি নিচক মানব তৈরী পরিবর্তনশীল ব্যবস্থা। আমি স্রষ্টা প্রদত্ত অনিন্দ্যসুন্দর চিরন্তন জীবনব্যবস্থা গ্রহণ না করে মানব তৈরি মতবাদ সেক্যুলারিজম গ্রহণ করতে যাবো কোন্ দুঃখে ?
আপনি যদি স্বেচ্ছায় ইসলাম ত্যাগ করেন তাহলে কার কি যায় আসে ? কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে থেকে আজে বাজে চিন্তা করা কি উচিৎ? এর সকল দায় দায়িত্ব আপনার উপর বর্তায় । মুসলিম সমাজের সকল সূযোগ সুবিধা ভোগ করে বিরুদ্ধবাদীর মত কথা বলা তথা দ্বিমুখী নীতি অনুসরণ করা কি শোভনীয় ? সেক্যুলারিজম এর সমর্থক যারা তাদের ইসলাম বিষয়ে অনেক লেখাপড়া করা উচিৎ। একসময় আমরা নিজেরাও এরকম কিছু বিশ্বাস করতাম। অবশেষে আমার জ্ঞানের দৈন্যতা আমি নিজেই উপলব্ধি করতে পেরে চরমভাবে লজ্জিত হলাম। সুতরাং প্রিয় সন্মানিত ভাই-বোনেরা খোলা মন নিয়ে সত্য বুঝার চেষ্টা করুন। মনে রাখবেন সত্য এক ও অভিন্ন । আমরা আপনাকে ভালবাসি বলেই চিরন্তন সত্যের পথে ডাকছি। আল্লাহ চাহে তো আপনিও কোনো এক সময় সফলকাম হবেন । আমরা এ দোয়া করি ।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের মধ্যে ইদানিং পশু হবার সাধ জেগেছে
মন্তব্য করতে লগইন করুন