এই লিখা শেষ লিখা নয়ত ?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ জুলাই, ২০১৫, ০২:৫৭:৪৭ রাত

এই লিখা শেষ লিখা নয়ত ?

আসসালামুয়ালাইকুম ,।

দীর্ঘ দিন থেকে সুস্থ্যতা আর অসুস্থ্যতা যেমনি থাকি না কেন লেখালিখি আমার নিত্যসঙ্গী । হয়ত কেউ পছন্দ করে কেউ না করে আমি তার জন্য লেখালিখি করি না । কি লেখি তা নিজেও জানি না । কারন আমার মন আমার চিন্তা আমার অভিজ্ঞতা এই নিয়েই আমার কলমের পথ চলা । কালির আচড়ের দ্বারা আমার মনের না বলা কথা বলে যাওয়া । অন্যদের কাছে কদর না ফেলেও আমি খুব কদর করি ।কারন এই নিয়ামত আমার মালিকের দেওয়া আমাকে মুল্যবান গিফট। আত্নীয়ের মতন আমার আত্তার সাথে মিশে আছে। আমার কালির আচড়ের লেখাগুলি ।আমার প্রান প্রিয় সন্মানিত ওস্তাদ/শিক্ষক দাদার নিরলস চেষ্টার ফসল। দাদা, বলে লিখা লেখকের মনের দর্পন।আমি দেখি আমার লেখা অস্বচ্ছ খন্ড বিখন্ড দর্পনের ছোট খাট প্রতিবিম্ব ছাড়া আর কিছুই নয় । যা নিতান্ত কারো কাছে খারাপ / কষ্টের কারন হতে পারে ।তারা আমাকে ক্ষমা করে দিবেন।

নানান অসুস্থ্যতা মাথা ছাড়া দিয়ে উঠছে আর মরনের মাঝে আসল ঠিকায় যাবার কথা মনে করিয়ে দেয়।দেহ নামের যানবাহনে যান্ত্রিক ত্রুটি খুব ভয়াবহ আকার ধারন করছে। কোন চাপই সহ্য হচ্ছে না ।গত পরশু দিন আমি জানি না ইফতারের সাথে সাথে হঠাৎ অচেতন হয়ে যাই। সাথে বাম পাশ দিয়ে চলাফেরা ও কথা বলা হারিয়ে ফেলি । এই বার নতুন করে যোগ হল খিচুনি। মৃতু নিশ্চিত ভেবে আল্লাহর সাহায্য ও উনার উপর ভরসা আর কি করার আছে আমার ।মৃতুর খাতায় নাম লিখা তাই সিরিয়াল থেকে সরার কোন উপায় নেই ।

যখন একটু জ্ঞান আসে তখনি ভাবি আল্লাহ এতো যন্তনার পরেও আমি বেচে আছি । তা হলে মৃতুর যন্তনা না জানি আরো কত মারাত্তক হবে । আমি চিন্তা করে দেখলাম, দুনিয়ার একজন কর্মচারীর সকল প্রকার ক্ষয়ক্ষতি ও অসুবিধার দায়ভার মালিক বহন করতে বাধ্য থাকেন । আমিও তো আমার জীবন মরনের মালিক আল্লাহর গোলাম ও আল কোরানের সৈনিক তাই আমার সকল প্রকার দায়ভার আমার মালিকের উপর আমি ন্যাস্ত করেই স্বস্তি পাই ।আলহামদুলিল্লাহ তাতে আমি সুস্থ্যতা অনেক দ্রুত অর্জন করতে পারি। সব কষ্ট কে গুনাহ মাফের মাধ্যম হিসাবে মনে করে ধৈয্য ধারন করে থাকি। শুকরিয়া হিসাবে ময়দানে দেহ টাকে ঠেলাগাড়ির মতই চালাতে থাকি।আল্লাহ কবুল করুন।

আমার লিখা , আমার এক্টিভিটি বা কোন কারনে আমার দ্বারা কারো মনে কোন প্রকার বিন্ধু পরিমান কষ্ট দিয়ে থাকলে ক্ষমাকরে দিবেন ।আল্লাহ ক্ষমা কারী ক্ষমা করতে ভালবাসেন ।ক্ষমা করা মহৎ গুন তাই ক্ষমা করে দিবেন ।আখিরাতে আমল নিয়ে টানাটানি করতে আসলে আমি আল্লাহ কে আজকের এই লিখা দেখাব আমি যে আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছি । আমার মনে বার বার আসে এই লিখাই আমার শেষ লিখা নয়ত ? কারন লিখার জন্য যে বুদ্ধি শক্তি আক্কেল লাগে আমি সব দিক থেকে নিন্মমানের দিকে চলে যাচ্ছি । আখিরাতের সুপারিশ কারী দুই বন্ধুর মিলনের মাস , ক্ষমার মাস , তাওবা কবুলের মাস , জান্নাত লাভের মাস কত দ্রুত চলে যাচ্ছে । আমি তো আমার তলা ভাঙ্গা ঝুড়ির মত কিছুই নিতে পারছি না । তাই আরো মন খারাপ লাগছে । আপনারা আমার জন্য হেদায়াত , ঈমাণি এলেমী আমোলী শক্তি সহ নেক হায়াত চেয়ে নিবেন ।আল্লাহ আপনাদের রহমত , মাগফেরাত ও নাজাত দান করুন । আর মরন হলেও যেন শহিদী মরনের মাঝে জান্নাতের পাখি হয়ে উড়তে পারি । আমিন ।

বিষয়: বিবিধ

১৩০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328113
০১ জুলাই ২০১৫ রাত ০৩:২৭
এ,এস,ওসমান লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।আমিন।।।
328117
০১ জুলাই ২০১৫ রাত ০৩:৪৬
স্বপ্নিল আকাশ লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন।আমিন।।।
328118
০১ জুলাই ২০১৫ রাত ০৩:৪৭
স্বপ্নিল আকাশ লিখেছেন : নেক হায়াত বৃদ্ধি করে দিক ও দ্বীনের খেদমতে কাজ করার তৌফিক দান করুক।আমিন।।
328126
০১ জুলাই ২০১৫ সকাল ০৭:২৪
ছালসাবিল লিখেছেন : লাবাসা তহহুরুন ইনশাআল্লাহ Day Dreaming
328140
০১ জুলাই ২০১৫ সকাল ১০:০০
নেহায়েৎ লিখেছেন : আপনার লেখা কাউকে কষ্ট দেওয়ার মতো নয়। আমার কাছে মনে হয় মানষিক প্রশান্তি দেওয়ার মতোই আপনার লেখা। সব সময় কমেন্ট করা হয় না। আল্লাহ তা'আলা আপনাকে পরিপূর্ণ সুস্থ্যতা দান করুন।
328178
০১ জুলাই ২০১৫ বিকাল ০৪:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আল্রাহতায়লা আপনার কলম সচল রাখুন।
328182
০১ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপা, আসসালামু আলাইকুম। আপনার কলম চলতে থাকুক.....। আপনার সুস্থতার জন্য আল্লাহর কাছে দুয়া করছি।
328354
০২ জুলাই ২০১৫ রাত ১০:২১
মাজহারুল ইসলাম লিখেছেন : আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমীন।

আল্লাহ জেনো আপনার মনের আশা কবুল করে শহীদি মৃত্যু দান করে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File