কেমন আছো শহরবাসী
লিখেছেন লিখেছেন কুশপুতুল ৩০ নভেম্বর, ২০১৪, ০৯:০৮:১১ রাত
ফুটপাথে যায় না হাঁটা
চলে দোকানদারি
একটুখানি ধমক দিলেই
খাবেন তাদের ঝাড়ি।
কারো কথা কেউ শোনে না
তারাই পথের রাজা
সাধ্যটা কার ধরে তাদের
দিবে উচিৎ সাজা।
ওভার ব্রিজের ওপর দিয়ে
হাঁটার কঠিন আইন
পার হলেই রাস্তা ধরে
গুণতে হবে ফাইন।
কেমন আছো শহরবাসী
তিলোত্তমা ঢাকায়
ঘুরছে নাকি স্বপ্নগুলো
গাড়ি-ঘোড়ার চাকায়!
বিষয়: বিবিধ
৮৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সংসদে সে ঘোরে,
ঘুুমের মাঝে পকেট ভরে,
স্বপ্ন ধোরে ধোরে৷
রাস্তা ঘাটের মালিক যারা,
বাদ যায়না তারা,
সেই স্বপনে মাথায় নিয়ে,
দিচ্ছে মোদের ঝাড়া৷
স্বপ্নে দেখে পদ্মা সেতু,
এপার ও পার সোজা,
স্বপ্নেরা সব মিছিল করে,
যেইনা চক্ষু বোঁজা৷
হি: হি:
মন্তব্য করতে লগইন করুন