সমাজ কে দাও নাড়া

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ নভেম্বর, ২০১৪, ০৯:১৬:৪৫ রাত

সমাজটা কে পালটাতে চাও?

পালটাও আগে নিজে,

কোরান হাদিস জ্ঞানের মাঝে

যাও না পুরোই ভিজে।

হিংসে হারাম আর কলুষতা

সাফ করো ভাই আগে,

দেখবে তখন নিজের মাঝেই

ঈমান কেমন জাগে।

নিজের ঈমান তাজা করেই

সমাজে দাও হানা,

কোথায় কেমন গুণ ধরেছে

হবে তোমার জানা।

তোমার মতো একই মতের

একই পথের যারা,

সঙ্গে নিয়েই সমাজটা কে

দাওনা এবার নাড়া।

অন্ধ গলির মন্ধ লোকের

সমাজ দূষণ কাজে,

মুখ দিয়ে দাও বাঁধা আগেই

না হয় দাড়াও মাঝে।

সবাই মিলেই শক্র সমাজ

প্রতিরোধে আগাও,

সবার মাঝেই সমাজ প্রীতির

সচেতনতা জাগাও।

বিষয়: সাহিত্য

৯২৮ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290008
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:২০
ভিশু লিখেছেন : খুব ভালো বলেছেন বিদ্রোহী...Happy Good Luck
৩০ নভেম্বর ২০১৪ রাত ১১:১৩
233851
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৬
234014
বিদ্রোহী কবি লিখেছেন : খারাপ যাতে না বলি, ধন্যবাদ
290019
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কিন্তু ভাই হুজুর রা যে বলেন কুরআন নিজে বুঝার চেষ্টা না করতে???
৩০ নভেম্বর ২০১৪ রাত ১১:১৩
233850
বিদ্রোহী কবি লিখেছেন : যেই হুজুররা বলেন,তারা নিশ্চিই কুরআন বুঝেন না,তারা কুরআন দিয়ে ব্যাবসা বাণিজ্য করে খায়,অন্যরা বুঝলে তো ব্যাবসা মন্দা যাইবো তাই বলেন আর কি। ধন্যবাদ সবুজ ভাই
290023
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩২
ফেরারী মন লিখেছেন : অনেক ভালো লাগলো পড়ে Rose Rose
৩০ নভেম্বর ২০১৪ রাত ১১:১৩
233852
বিদ্রোহী কবি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
290025
৩০ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
৩০ নভেম্বর ২০১৪ রাত ১১:১৩
233853
বিদ্রোহী কবি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
290077
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৩
লজিকাল ভাইছা লিখেছেন : পৃথিবী কে গড়তে হলে, সবার আগে নিজকে গড়। Rose Rose
ভালো লাগলো , অনেক ধন্যবাদ বিদ্রোহী কবি ভাইয়া। Thumbs Up Thumbs Up
290118
০১ ডিসেম্বর ২০১৪ রাত ০৪:৪১
শেখের পোলা লিখেছেন : খাসা হয়েছে৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File