ডাক দিয়ে যাই...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৯ নভেম্বর, ২০১৪, ০৫:১৪:৫৩ বিকাল
বন্ধু,
তোমরা যারা শহরে বিদেশে, আছে কি খবর জানা...
গ্রামে এসে দেখো আয়োজন করে, শীতেরা দিয়েছে হানা।
সকালে-বিকেলে কুয়াশারা দেয়, ধোঁয়াশা বিছানো আদর
লেপ-তোষকে ধনীরা ঘোমায়, গরিবের নেই চাদর।
নাড়া বিচালি পুড়ে পুড়ে কেউ, আগুনে তাপায় দেহ
তাদের পাশে দাঁড়াবার যদি, শীতে্ও থাকেনা কেহ।
কোথায় পালাবে ধরণীর বুকে, কোথায় লুকোবে তারা
শীতের কাঁপনে কত শত লোক, পথহীন দিশেহারা।
বন্ধু তোমরা যেখানেই থাক, লইয়ো গ্রামের খবর
শীতের কবলে পড়ে পড়ে যেন, হয়না কারো কবর।
এসো না বন্ধু, বাড়িয়ে দিই, হাতটি গ্রামে গ্রামে
পাঠিয়ে দিলাম এই আবেদন , টুডে ব্লগের খামে।
বিষয়: বিবিধ
১১২৪ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইনশাআল্লাহ নেব খবর।
তবে শিতের পিঠার খবরটাও নেয়া দরকার!!!
খবর নেয়ার খবর নাই পিঠার টানাটানি
সামনে একটু বাড়েন
পকেট একটু ঝাড়েন
ইচ্ছে করলেই পারেন।
নাহ্?
ওয়াও ওয়াও ওয়াও
কবিতা দিয়ে শীত নামিয়ে ফেলছেন।
কিদারুন ব্যাপার
.........................
ওয়াও ওয়াও ওয়াও
কবিতা দিয়ে শীত নামিয়ে ফেলছেন।
কিদারুন ব্যাপার
কিন্তু আপনি আমাকে দেখতে পারেন না কেনু?
যেখানে থাকেন সেখানে থেকেই কাজ করা যায়, বুঝেছেন?
ধন্যবাদ।
তোমার জন্য সখি দিতে পারি জীবনটা (গরীবের তরে)
মন্তব্য করতে লগইন করুন