একটি কবিতা ............
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ নভেম্বর, ২০১৪, ০৫:১২:৫৩ বিকাল
"ভেজাল"
ভাষা আমার ভেজাল নয়,
ভাষা আমার খাঁটি।
দেশ আমার ভেজাল নয়,
দেশ আমার মাটি।
মানুষ ভেজাল কথা ভেজাল!
ভেজাল তার মন !
টাকা ভেজাল খাদ্য ভেজাল,
ভেজাল মানুষ সব ।
পড়ায় ভেজাল লেখায় ভেজাল
ভেজাল সার্টিফিকেট !
ডাক্তার ভেজাল বিচারক ভেজাল
ভেজাল বিচার সব ।
চাকুরী ভেজাল দূর্নীতি ভেজাল !
ভেজাল মন্ত্রী সব !
ভাষা আর দেশ ছাড়া,
ভেজাল বাকি সব ।
এম.এ.মামুন
( ভাষা ও দেশপ্রেম জেগে উঠুক সকলের মাঝে )
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকুন । শুভ কামনা রইলো ।
মন্তব্য করতে লগইন করুন