এখন কেমন লাগে?
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২৬ জুন, ২০১৪, ১০:৫৩:০৪ সকাল
রবার্ট জুলিয়া পাশাপাশি থাকে
সবার উপরে শিলা
কাছাকাছি দেখি আয়না-লোকমান
ভোরের পাখি ও নিলা
হোসেন খিলজী সুলতানা আপু
মিন্টু পাউল তিতুমীর
দুষ্টু পোলা টালের পাখা
দ্য স্লেভ মুজাহির
প্রবাসী আশরাফ ইবনে হাসেম
প্যারিস থেকে আমি
আয়না আসিয়া কেঁদে কেঁদে বলে
জঙ্গলে টানি ঘানি
ভোরের পাখি ডাকিয়া বলে
তুমি শাহেন শাহ্
শাপলা ফুলে ভ্রমর বসেছে
ডাহুকী বলে যাহ্
ছিঁচকে চোরে পিটনি খেয়ে
করিতেছে হাহাকার
কৃষ্ণ ধন আর সফলতা এসে
হলো জামিনদার
ইবনে হাসেম সুমন আখন্দ
সুর্যের পাশে হারিকেন
মদীনার আলো চোখে পড়তেই
সবাই পেলো জ্ঞান
বিষয়: বিবিধ
১০৮৮ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেরারী মনকে বাদ রাখলে দিতে হবে মাশুল
করিতেছে হাহাকার
কৃষ্ণ ধন আর সফলতা এসে
হলো জামিনদার
আম কাঠালের দাওয়াত দিয়ে
দাদাকে দিলে নিমন্ত্রণ,
প্রতীক্ষায় প্রবাসী প্রহর গুনে
আসবে কবে সে ক্ষণ।
কল্পনায় দাদাকে দাওয়াত খাইয়ে
দিলে ফল গাড়ী ভরে,
ফরমালিনের ফল খেয়ে দাদা
বেদনা যাতনায় মরে।
দাদা এখন নাহি আর স্মরণে
ভুলে গেলে সেই নাম,
ফরমালিনের ফলে মারিলে দাদাকে
এই কি কুশপুতুলের কাম?
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/3532/kushputul/45220#.U6xorfldXH8
তোমায় আমি ভুলি কেমন করে
এসেই দেখে যাও
তোমার জন্য ফল রেখে দিয়েছি ঘরে।
তুমি আমায় ভুলে গেছ
সেই যে কবে থেকে
ফিরছি আমি শহর গ্রামে
তোমায় ডেকে ডেকে
দেশে এলে আমার বাড়ি
আসতে করো না ভুল
আম নিয়ে দাঁড়িয়ে আছি
আমি কুশপুতুল।
কুশপুতুলের কবিতা সত্যিই চমতকার।
কুশপুত্তলিকা দাহ করব।
একটুখানি ধৈর্য ধরো হলে কেন অবুজ
মন্তব্য করতে লগইন করুন