মাথা ঝিম ঝিম কানে ভোঁ ভোঁ...
লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৭ জুন, ২০১৪, ১২:০৭:৩৪ দুপুর
দাদা এলেন গেরাম থেকে বেড়াতে
পারছিনা আর তাঁকে কেউ ফেরাতে
গাঁয়ে চলে যাবেন নাকি সোজা
জলদী করে পরেন জুতো মোজা
কী হয়েছে কী হয়েছে যাবেন কেন দাদা?
বলল দাদা হতাশ মুখে দিসনে আমায় বাধা
যা খাওয়ালি আদর করে, ফরমালিনের বিষ
মাথা ঝিম ঝিম কানে ভোঁ ভোঁ পাচ্ছি না আর দিশ
সেই যে দাদা চলে গেলেন আর আসেন না বাসায়
খাবার খাবো বিষমুক্ত আছি তেমন আশায়!!
বিষয়: সাহিত্য
১৭৬৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঢাকাত্তোন ভালো আছে আমার গেরামের বাড়ি
মাছ মাংস আর ফলমুল আছে কাড়ি কাড়ি
লাগলে একটা পাঠায়ে দিও গরু মোষের গাড়ি
সঙ্গে দিবা কী?
পরের লাইন মিলানগা।
লাইক দিয়েছি বিশেষ কারণে!
ফল পেলাম সংগে সংগে ।হা হা
মাথা ঝিম ঝিম কানে ভোঁ ভোঁ পাচ্ছি না আর দিশ
গাঁয়ে গিয়ে ইচ্ছামতন টাটকা খাবার খাওগা
লাগবেনা আর মিছে দাওয়াত
আসবোনা আর সেই গাঁয়ে,
পরমালিনের খাওয়া খেয়ে
সইবে না গো মোর গাঁয়ে।
চোখ ধাঁধানো ফল চাহিনা
চাইনা লোভের তাজা মাছ,
ভোজন লোভে মরণ ফাঁদে
ফিরবো না ঘর হয়ে লাশ।
পারবে দিতে ওজুর পানি
কাঠের খড়ম দিতে পায়,
পারবে নদীর বুকে করে
নিতে তোদের প্রিয় গাঁয়?
পারবে দিতে নিজ ফসলের
সব্জি ইলিশ পান্তা ভাত.
শীতল পাটির বিছান শূয়ে
কাটিয়ে দিতে সারা রাত?
পারবে বসতে চাঁদনী রাতে
পালা গানের সেই আসর,
হাসি কান্নায় গল্পে মাতবে
গায়ের কৃষক, নর-নাগর?
পারবে দিতে কোরোসিনের
হারিকেন আর মোম বাতি,
বিদ্যুত বিহীন সেই যুগে মোর
ছিল না যে কম খ্যতি?
সেই খ্যাতিতে সুনাম ছিল
ছিল কুল আর বংশ জাত,
মারিসনারে মিছে খাওয়ার
ফরমালিনে সর্বনাশ!!!!!!!!
গড়
দিনে দিনে গেরামগুলো শহর হয়ে যায়
তবুও একটু আরাম আছে প্রিয় প্রাণের গাঁয়
সহজ সরল মানুষ আছে
টাটকা ফল-শব্জী গাছে
নরম ঘাসে হাঁটতে পারো তোমার খালি পায়
চলে এসো বন্ধু আমার পরাণ প্রিয় গাঁয়
আরাম করে বসতে পারো শীতল সবুজ ছায়
কবি কুশপতুল গেল কৈ,
কবি নয়তো যেন যাদু হাতে
শব্ধে তুলে ছন্দ খৈ।
ভেবেছে দাদা খাওয়াতে দাওয়াত
বলবে এসোগো মোর এ গায়
এসে দেখে নেই কেউ আজি আর
একি দাওয়াত দিলেগো হায়।
......
ফরেজ ফরেজ
ধন্যবাদ।
সারারাত জাগলা
প্রেম খালি মাগলা
পাইবানানে নাগলা
নয়লে বিষ দাও
আমায় গরম দাও
নয়লে ঠানডা দাও
আমায় বালিস দাও
নয়লে খেতা দাও
তবুও এই মনটি নিয়ে
খেলো না খেলা
আপনি একটা পাগল নাকি?
কেউ বলে পাগল হইবো রে
কুশপুতুলের কবিতা পডায় পাগল হইছি
দায়ী হয়ব কে! বলো দায়ী হয়ব কে
মন্তব্য করতে লগইন করুন