মাথা ঝিম ঝিম কানে ভোঁ ভোঁ...

লিখেছেন লিখেছেন কুশপুতুল ১৭ জুন, ২০১৪, ১২:০৭:৩৪ দুপুর

দাদা এলেন গেরাম থেকে বেড়াতে

পারছিনা আর তাঁকে কেউ ফেরাতে

গাঁয়ে চলে যাবেন নাকি সোজা

জলদী করে পরেন জুতো মোজা

কী হয়েছে কী হয়েছে যাবেন কেন দাদা?

বলল দাদা হতাশ মুখে দিসনে আমায় বাধা

যা খাওয়ালি আদর করে, ফরমালিনের বিষ

মাথা ঝিম ঝিম কানে ভোঁ ভোঁ পাচ্ছি না আর দিশ

সেই যে দাদা চলে গেলেন আর আসেন না বাসায়

খাবার খাবো বিষমুক্ত আছি তেমন আশায়!!

বিষয়: সাহিত্য

১৭৬৫ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235711
১৭ জুন ২০১৪ দুপুর ১২:১২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৭ জুন ২০১৪ দুপুর ১২:১৬
182216
কুশপুতুল লিখেছেন : আপনাকে ধন্যবাদ আর শুভেচ্ছা।
235713
১৭ জুন ২০১৪ দুপুর ১২:১৪
শিশির ভেজা ভোর লিখেছেন : হাহাহা আমিও ভাবছি ঢাকা দিমো ছাড়ি
ঢাকাত্তোন ভালো আছে আমার গেরামের বাড়ি
মাছ মাংস আর ফলমুল আছে কাড়ি কাড়ি
লাগলে একটা পাঠায়ে দিও গরু মোষের গাড়ি
১৭ জুন ২০১৪ দুপুর ১২:১৮
182217
কুশপুতুল লিখেছেন : গরু-মোষের গাড়ি পাঠাবো
সঙ্গে দিবা কী?
পরের লাইন মিলানগা।
১৭ জুন ২০১৪ দুপুর ১২:২৭
182220
শিশির ভেজা ভোর লিখেছেন : আম জাম আর কাঁঠাল দিবো সঙ্গে আছে ঘী Big Grin Big Grin
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪১
182221
কুশপুতুল লিখেছেন : পাশ!!
235725
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪০
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪৪
182222
কুশপুতুল লিখেছেন : লাইক দিয়েছে গাফফার ভাই, আমি অনেক খুশি।
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৩৮
182240
আব্দুল গাফফার লিখেছেন :
লাইক দিয়েছি বিশেষ কারণে!
ফল পেলাম সংগে সংগে ।হা হা
235726
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪২
ধন্যবাদ লিখেছেন : কি ছড়া লিখলিরে বোন যেন পাখির শিষ
মাথা ঝিম ঝিম কানে ভোঁ ভোঁ পাচ্ছি না আর দিশ
১৭ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
182223
কুশপুতুল লিখেছেন : দিশা মিশা না পাইলে বাড়িত চইলা যাওগা
গাঁয়ে গিয়ে ইচ্ছামতন টাটকা খাবার খাওগা
235737
১৭ জুন ২০১৪ দুপুর ০১:১৩
প্রবাসী মজুমদার লিখেছেন : কবি কুশপুলের ছন্দময়ি পল্লী কবিতা সত্যিই চমৎকার। প্রতিটি কবিতাই যেন শাণিত।

লাগবেনা আর মিছে দাওয়াত
আসবোনা আর সেই গাঁয়ে,

পরমালিনের খাওয়া খেয়ে
সইবে না গো মোর গাঁয়ে।

চোখ ধাঁধানো ফল চাহিনা
চাইনা লোভের তাজা মাছ,

ভোজন লোভে মরণ ফাঁদে
ফিরবো না ঘর হয়ে লাশ।

পারবে দিতে ওজুর পানি
কাঠের খড়ম দিতে পায়
,
পারবে নদীর বুকে করে
নিতে তোদের প্রিয় গাঁয়?

পারবে দিতে নিজ ফসলের
সব্জি ইলিশ পান্তা ভাত.

শীতল পাটির বিছান শূয়ে
কাটিয়ে দিতে সারা রাত?

পারবে বসতে চাঁদনী রাতে
পালা গানের সেই আসর,

হাসি কান্নায় গল্পে মাতবে
গায়ের কৃষক, নর-নাগর?

পারবে দিতে কোরোসিনের
হারিকেন আর মোম বাতি,

বিদ্যুত বিহীন সেই যুগে মোর
ছিল না যে কম খ্যতি?

সেই খ্যাতিতে সুনাম ছিল
ছিল কুল আর বংশ জাত,

মারিসনারে মিছে খাওয়ার
ফরমালিনে সর্বনাশ!!!!!!!!


গড়

১৭ জুন ২০১৪ দুপুর ০১:৩১
182234
কুশপুতুল লিখেছেন : ওরে আমারপ্ রবাসী কবি...

দিনে দিনে গেরামগুলো শহর হয়ে যায়
তবুও একটু আরাম আছে প্রিয় প্রাণের গাঁয়
সহজ সরল মানুষ আছে
টাটকা ফল-শব্জী গাছে
নরম ঘাসে হাঁটতে পারো তোমার খালি পায়

চলে এসো বন্ধু আমার পরাণ প্রিয় গাঁয়
আরাম করে বসতে পারো শীতল সবুজ ছায়
০৫ আগস্ট ২০১৪ সকাল ১০:৫৬
195321
প্রবাসী মজুমদার লিখেছেন : এসেছে দাদা ফিরে প্রিয় গায়ে
কবি কুশপতুল গেল কৈ,
কবি নয়তো যেন যাদু হাতে
শব্ধে তুলে ছন্দ খৈ।
ভেবেছে দাদা খাওয়াতে দাওয়াত
বলবে এসোগো মোর এ গায়
এসে দেখে নেই কেউ আজি আর
একি দাওয়াত দিলেগো হায়।
......
235740
১৭ জুন ২০১৪ দুপুর ০১:২০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : দারুনতো চন্দে চন্দে উত্তর। ভালো লাগলো ধন্যবাদ ।
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৩১
182235
কুশপুতুল লিখেছেন : চন্দে চন্দে
ফরেজ ফরেজ
ধন্যবাদ।
235746
১৭ জুন ২০১৪ দুপুর ০১:২৮
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : ওহে কবিতার প্রেমিকা আমাকেও একটু প্রম দিন।
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৩৪
182237
কুশপুতুল লিখেছেন : ওরে মিজান পাগলা...

সারারাত জাগলা

প্রেম খালি মাগলা

পাইবানানে নাগলা
১৭ জুন ২০১৪ দুপুর ০২:০৩
182247
আব্দুল গাফফার লিখেছেন : আমায়প্রম দাও
নয়লে বিষ দাও
আমায় গরম দাও
নয়লে ঠানডা দাও
আমায় বালিস দাও
নয়লে খেতা দাও
তবুও এই মনটি নিয়ে
খেলো না খেলা Rolling on the Floor
১৭ জুন ২০১৪ দুপুর ০২:৩২
182256
কুশপুতুল লিখেছেন : আপনি এগুলো কী বলতেছেন?
আপনি একটা পাগল নাকি?
১৯ জুন ২০১৪ দুপুর ০১:১৩
183054
আব্দুল গাফফার লিখেছেন : লোকে আমায় পাগল বলে
কেউ বলে পাগল হইবো রে
কুশপুতুলের কবিতা পডায় পাগল হইছি
দায়ী হয়ব কে! বলো দায়ী হয়ব কেCrying
235941
১৭ জুন ২০১৪ রাত ০৮:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফর্মালিন তো ভাল জিনিস। পেটের মধ্যে যত রোগ জিবানু আছে সব মেরে ফেলবে। আর কোন অসুখ হবেনা।
১৮ জুন ২০১৪ দুপুর ০২:১৯
182716
প্রেসিডেন্ট লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File