পাসপোর্টের সত্যতা নিশ্চিত করুন অন লাইনে
লিখেছেন লিখেছেন লোকমান ১৭ জুন, ২০১৪, ১২:২২:৫৬ দুপুর
অন লাইনে তো আমরা কত সময়ই ব্যয় করি। কিছু সময় ব্যয় করি অযথা। তাই আসুন অন লাইনে কিছু কাজের কাজও করি।
ঘরে বসেই আমরা জানতে পারি পাসপোর্ট এর বিস্তারিত তথ্য। এজন্য পাসপোর্ট অফিস বা দূতাবাসে যাওয়ার কোন প্রয়োজন নেই। এতে সময় তো বাঁচবেই মুক্তিও মিলবে নানা ধরনের হয়রানি থেকে।
পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী (পাসপোর্টের সত্যতা নিশ্চিত করুন)
আজ আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টের অনলাইন ইনকোয়ারী সম্পর্কে।
যারা যারা নতুন পাসপোর্ট আবেদন করেছেন তারা এখন থেকে অনলাইনেই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না। প্রথমে আপনাকে নিচের ঠিকানায় যেতে হবে: http://www.immi.gov.bd/passport_verify.php
তার পর নিচের মত একটি পেইজ আসবে।
Passport Office Slip No: এর যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি
এবং Date of Birth: এর যায়গায় আপনার জন্ম তারিখটি দিন। তার পর Submit এ ক্লিক করুন। আপনার তথ্যটি পেয়ে যাবেন সাথে সাথেই।
বিষয়: বিবিধ
১৫১৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন