ব্লগার হত্যার মূল কারণ কি? নিউজ করার জন্য আপনাদের মতামত চাই

লিখেছেন লিখেছেন লোকমান ৩১ মার্চ, ২০১৫, ১০:৩৯:৫৮ রাত

একটি পত্রিকা শিরোনাম করেছে " আরো তিন ব্লগারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ, মহা আতঙ্কে ব্লগাররা "।

এই বিষয়ে রাইজিংবিডি'তে একটি রিপোর্ট করতে চাই। আপনাদের মতামত প্রয়োজন।

প্রিয় ব্লগার বন্ধুদের কাছে জানতে চাই একের পর এক ব্লগার হত্যার মূল কারণ কি? একজন ব্লগার হিসেবে অাপনি কতটুকু আতঙ্কিত?

আপনার মতমত দিন এবং আপনি কোথা থেকে ব্লগিং করছেন সাথে তা উল্লেখ করুন। রিপোর্ট টিতে আপনার আপনার মতমত এবং নাম ঠিকানা উল্লেখ করা হবে। আশা করি সবাই সহযোগিতা করবেন।

বিষয়: বিবিধ

২১৩৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312110
৩১ মার্চ ২০১৫ রাত ১০:৫০
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ, আমি মোটেও আতঙ্কিত নই, বরং ব্লগিং জগতে এসে আমার জ্ঞানের পরিধি অনেক প্রশস্ত হয়েছে, বিরোধীমত হজম করা সহজ হয়েছে, নতুন নতুন পোষ্ট লিখে আনন্দ অনুভব করি। কা-পুরুশরাই ব্লগিং করে আতঙ্কিত হবে, এটাই সত্যি।
এই উদ্যোগ নেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইর।
৩১ মার্চ ২০১৫ রাত ১১:১৬
253127
লোকমান লিখেছেন : মতামতের জন্য ধন্যবাদ। আবু জান্নাত আপনি আর কোন ব্লগে ব্লগিং করেন এবং কোথা থেকে ব্লগিং করনে প্লিজ।
৩১ মার্চ ২০১৫ রাত ১১:৩৮
253137
আবু জান্নাত লিখেছেন : আবুধাবী থেকে। লাইটহাউজে আমার নিক আছে, কিন্তু সময় হয়ে উঠে না বিধায় এখন অনলি বিডি টুডে ব্লগ। ধন্যবাদ্।
312111
৩১ মার্চ ২০১৫ রাত ১০:৫০
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এক উগ্রপন্থা জন্ম দেয় আরেক উগ্রপন্থাকে। ৬ ফেব্রুয়ারি ২০১৪ ওয়াশিকুর বাবুর স্ট্যাটাস – “ইসলাম ধ্বংস হোক, ইসলাম ধ্বংস হোক, ইসলাম ধ্বংস হোক”-
এর নামই কি মানবধর্ম?? মুক্তচিন্তার অপব্যবহার হওয়াতে, একটি ক্রাইম জন্ম দিচ্ছে, আরেকটি ক্রাইমের।
৩১ মার্চ ২০১৫ রাত ১১:১৭
253128
লোকমান লিখেছেন : মতামতের জন্য ধন্যবাদ। আপনি আর কোন ব্লগে ব্লগিং করেন এবং কোথা থেকে ব্লগিং করনে প্লিজ।
০৯ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৩৭
254785
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আমি চট্টগ্রাম থেকে ব্লগিং করি।
অনেক আগে সামুতে লিখতাম। এখন শুধুমাত্র টুডে ব্লগই আমার ঠিকানা। তবে সদালাপে লেখালেখি করার ইচ্ছা আছে।
312112
৩১ মার্চ ২০১৫ রাত ১০:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ব্লগার কি শুধূ তারাই যারা ইসলাম কে গালি দেয়!!
৩১ মার্চ ২০১৫ রাত ১১:১৯
253129
লোকমান লিখেছেন : মোটেও নয়
312116
৩১ মার্চ ২০১৫ রাত ১১:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমি আতঙ্কিত। অনেকে খারাপের সাথে নাকি কিছু ভালও চলে যায়। ইফ আমি তাতে পড়ে যাই Crying
৩১ মার্চ ২০১৫ রাত ১১:২০
253130
লোকমান লিখেছেন : চিন্তার বিষয় বটে
312118
৩১ মার্চ ২০১৫ রাত ১১:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : শুধু ব্লগার কেন আজ বাংলাদেশ নামের ভুখন্ড আতঙ্কে দিন কাটাচ্ছে। গুম খুনের রাজ্যে পরিনিতি হয়েছে স্বপ্নের দেশ। সাধারণ জনগণ থেকে শুরু করে রাজনৈতিক নেতা কর্মী ,সাংবাদিক ,সাহিত্যিক ,কবি ,কলামিস্ট ,আইনজীবী ,ছাত্র ,শিক্ষক সহ সকল পেশার মানুষ নিরাপত্তা হীনতায় রয়েছে।
মহা আতঙ্কে ব্লগাররা সেটা ভুল একটা অনুভুতি। বিশেষ কোনো গুষ্টির জন্য আসল ব্লগার পরিবার আতঙ্কিত হওয়ার কারণ নেই। থাবা বাবা ,অভিজিত ,কিংবা আশিকুর তাদের ব্লগ পোস্ট বলেন বা ফেসবুক পোস্ট বলেন ছিল প্রশ্নবিদ্ধ কেউ নাস্তিক হলে তার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্র্ম বিদ্ধেষী কিংবা ইসলাম বিদ্ধেষী হওয়া দেশের জন্য হুমকি। কিন্তু এটা সত্য খুন কাম্য নয়। দেশের একটি পশুও বিনা কারণে খুন হবে সেটা মানা যায় না। ব্লগার খুন হচ্ছে না যারা খুন হচ্ছে তারা মূলত ধর্ম বিদ্ধেষী বা ইসলাম বিদ্ধেষী। খুনের জন্য মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারলে এরকম হওয়ার কথা ছিল না।
৩১ মার্চ ২০১৫ রাত ১১:২০
253131
লোকমান লিখেছেন : মতামতের জন্য ধন্যবাদ
312127
০১ এপ্রিল ২০১৫ রাত ১২:২০
মাটিরলাঠি লিখেছেন :
ওরা বানায়, ওরা মারে, ওরা বিচার করে। (মন্তব্যটি সংগৃহীত)।

০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪২
253564
লোকমান লিখেছেন : সহমত
312146
০১ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৩২
কাহাফ লিখেছেন :
মানবতার কল্যাণে যারা ব্লগিং করে তারা আতংকিত নয় কখনই! বিশৃংখলা সৃষ্টি করতে চায় যারা,তারাই আতংকিত সব ক্ষেত্রে!
কিছু নাস্তিক-ধর্মবিদ্বেষী কুলাংগার মুক্তমনার নামে ধর্মবিদ্বেষের যে প্রচেস্টা চালাচ্ছে তারাই আতংকিত! আর ওদের কে আতংকিত রাখাই দরকার!
আমি ব্লগার নই! কিছু শিখতেই কয়েকটা ব্লগে ঘুড়াঘুড়ি করি! টুডেব্লগ সহ বন্ধুব্লগ,ঘুড়ি ব্লগ, শব্দনীড় ব্লগ,সামহোয়্যার ইন ব্লগ, গল্প-কবিতা ব্লগ ইত্যাদিতে অন্যের লেখা পড়ে মাঝে-মাঝে কিছু মন্তব্যও করি!
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
253565
লোকমান লিখেছেন : ধন্যবাদ ব্রদার ফর গুড কমেন্ট
312188
০১ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৫৮
হতভাগা লিখেছেন : অন্যের ধর্ম বিশ্বাসে লাগাতার আঘাত দেওয়া , নোংরা ও বিশ্রী কথা বলা ।

একজন মানুষ যেমন তার প্রানপ্রিয় বাবা মাকে নিয়ে কেউ একের পর এক নোংরা কথা বললে তা মেনে নেয় না , ধর্মের ব্যাপারে বিষয়টা আরও বেশী ষ্পর্শ কাতর।
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
253566
লোকমান লিখেছেন : আমিও বলবো ধর্মের ব্যাপারে বিষয়টা আরও বেশী ষ্পর্শ কাতর। ধন্যবাদ জনাব
312190
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০১:১২
sarkar লিখেছেন : ব্লগার হত্যার মূল কারণ তারা মূক্ত চিন্তার নামে ইসলাম ধর্মের মূল বিষয় গুলিতে নগ্ন ভাষায় আক্রমন করে লেখালেখি করে।তারা আসলে সত্যকে স্বীকার করেনা।তারা সত্যকে অস্বীকার করে।যার ফলে ধর্প্রাণ মমিন মুসলমানদের হৃদয়ে কুঠারাঘাত করে।যার ফলশ্রুতিতে তাদের বিরুদ্ধে ঘৃণা আর হ্মোভের জন্ম নেয়।পুণ্জিভুত হ্মোভের কারণে এরা এক সময় আক্রন্ত হয়।তাদের আরেকটি বিশেষ উদ্যেশ্য সম্ভবত তারা রাতারাতি হিরু হতে চায়।এটা কেবল মুসলিম ধর্মের বেলায় নয়।কেউ যদি হিন্দু ধর্মকে লহ্ম্য করে এরকম অশালীন ভাষায় লেখালেখি করে আমার মনে হয় সে এর আগে আক্রান্ত হবে।একটা সাধারণ জরিপের জন্য ৬৪ টি জেলার মসফলের কিছু জায়গায় জরিপ চালালে আমার মনে হয় যারা আক্রন্ত হয়েছে আর যাদের দ্বারা আক্রান্ত হয়েছে এই বিষয়টি ব্লগারদের বিরুদ্ধে যাবে।
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
253567
লোকমান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
১০
312255
০১ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া। আপনার লিখাটি পড়ে দারুণ ভালো লাগলো। যারা রুচিশীল, সুস্থ, সৎ ও সুচিন্তার আবেগের মোহে একমাত্র খোদার সন্তুষ্টির জন্য সত্যের পক্ষে কলম হাতে তুলে নেন তাদের জন্য ব্লগে লিখা এবং ব্লগে বিচরণ করা স্বর্গীয় অনুভূতিতুল্য।

কোন ভয় ভীতির প্রশ্নই উঠে না!!
জাজাকাল্লাহু খাইর।
০২ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৫
253568
লোকমান লিখেছেন : ও/সালাম। আপনার সাথে আমি সম্পূর্ন একমত। ব্লগ আমাদের অনেক কিছু দিয়েছে। যারা সত্যের পক্ষে লিখে তাদের ভীত হওয়ার প্রশ্নই উঠে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File