ব্লগার হত্যার মূল কারণ কি? নিউজ করার জন্য আপনাদের মতামত চাই
লিখেছেন লিখেছেন লোকমান ৩১ মার্চ, ২০১৫, ১০:৩৯:৫৮ রাত
একটি পত্রিকা শিরোনাম করেছে " আরো তিন ব্লগারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পুলিশ, মহা আতঙ্কে ব্লগাররা "।
এই বিষয়ে রাইজিংবিডি'তে একটি রিপোর্ট করতে চাই। আপনাদের মতামত প্রয়োজন।
প্রিয় ব্লগার বন্ধুদের কাছে জানতে চাই একের পর এক ব্লগার হত্যার মূল কারণ কি? একজন ব্লগার হিসেবে অাপনি কতটুকু আতঙ্কিত?
আপনার মতমত দিন এবং আপনি কোথা থেকে ব্লগিং করছেন সাথে তা উল্লেখ করুন। রিপোর্ট টিতে আপনার আপনার মতমত এবং নাম ঠিকানা উল্লেখ করা হবে। আশা করি সবাই সহযোগিতা করবেন।
বিষয়: বিবিধ
২১৩৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই উদ্যোগ নেওয়ার জন্য জাযাকাল্লাহ খাইর।
এর নামই কি মানবধর্ম?? মুক্তচিন্তার অপব্যবহার হওয়াতে, একটি ক্রাইম জন্ম দিচ্ছে, আরেকটি ক্রাইমের।
অনেক আগে সামুতে লিখতাম। এখন শুধুমাত্র টুডে ব্লগই আমার ঠিকানা। তবে সদালাপে লেখালেখি করার ইচ্ছা আছে।
মহা আতঙ্কে ব্লগাররা সেটা ভুল একটা অনুভুতি। বিশেষ কোনো গুষ্টির জন্য আসল ব্লগার পরিবার আতঙ্কিত হওয়ার কারণ নেই। থাবা বাবা ,অভিজিত ,কিংবা আশিকুর তাদের ব্লগ পোস্ট বলেন বা ফেসবুক পোস্ট বলেন ছিল প্রশ্নবিদ্ধ কেউ নাস্তিক হলে তার ব্যক্তিগত বিষয় কিন্তু ধর্র্ম বিদ্ধেষী কিংবা ইসলাম বিদ্ধেষী হওয়া দেশের জন্য হুমকি। কিন্তু এটা সত্য খুন কাম্য নয়। দেশের একটি পশুও বিনা কারণে খুন হবে সেটা মানা যায় না। ব্লগার খুন হচ্ছে না যারা খুন হচ্ছে তারা মূলত ধর্ম বিদ্ধেষী বা ইসলাম বিদ্ধেষী। খুনের জন্য মূল অপরাধীকে গ্রেপ্তার করতে পারলে এরকম হওয়ার কথা ছিল না।
ওরা বানায়, ওরা মারে, ওরা বিচার করে। (মন্তব্যটি সংগৃহীত)।
মানবতার কল্যাণে যারা ব্লগিং করে তারা আতংকিত নয় কখনই! বিশৃংখলা সৃষ্টি করতে চায় যারা,তারাই আতংকিত সব ক্ষেত্রে!
কিছু নাস্তিক-ধর্মবিদ্বেষী কুলাংগার মুক্তমনার নামে ধর্মবিদ্বেষের যে প্রচেস্টা চালাচ্ছে তারাই আতংকিত! আর ওদের কে আতংকিত রাখাই দরকার!
আমি ব্লগার নই! কিছু শিখতেই কয়েকটা ব্লগে ঘুড়াঘুড়ি করি! টুডেব্লগ সহ বন্ধুব্লগ,ঘুড়ি ব্লগ, শব্দনীড় ব্লগ,সামহোয়্যার ইন ব্লগ, গল্প-কবিতা ব্লগ ইত্যাদিতে অন্যের লেখা পড়ে মাঝে-মাঝে কিছু মন্তব্যও করি!
একজন মানুষ যেমন তার প্রানপ্রিয় বাবা মাকে নিয়ে কেউ একের পর এক নোংরা কথা বললে তা মেনে নেয় না , ধর্মের ব্যাপারে বিষয়টা আরও বেশী ষ্পর্শ কাতর।
কোন ভয় ভীতির প্রশ্নই উঠে না!!
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন