বইমেলায় ব্লগারদের বই ( আপডেট চলছে...)
লিখেছেন লিখেছেন লোকমান ৩১ জানুয়ারি, ২০১৬, ০১:০৮:১৬ দুপুর
প্রচ্ছদ: প্রবাসের গল্প (প্রবাসী ব্লগারদের লেখা দিয়ে সমৃদ্ধ)।
বছর ঘুরে আবার এসেছে ফেব্রুয়ারী মাস। ফেব্রুয়ারী মানেই বইমেলার মাস।বইমেলা সে তো লেখক,পাঠক ও সাহিত্যপ্রেমীদের এক মিলন মেলা।এই মিলন মেলার একটি অংশ থাকে ব্লগারদের দখলে। অসংখ্য বইয়ের মাঝে স্থান দখল করে নেয় ব্লগারদের বই। অনেক পাঠক খুজে খুজে ক্রয় করেন ব্লগারদের বই। এটা আমাদের ব্লগারদের জন্য অনেক বড় প্রাপ্তি। ক্রেতা পাঠকগন যেন খুব সহজেই ব্লগারদের বই খুজে পান তাই ব্লগারদের বইয়ের লিস্ট ও বইমেলায় কোন্ স্টলে পাওয়া যাবে সে বিষয়ে ব্লগে একটি পোস্ট থাকা জরুরী মনে করছি।
প্রিয় ব্লগার, বইমেলা-২০১৬ইং তে যদি আপনার কোন বই প্রকাশিত হয়ে থাকে তবে এই পোস্টে মন্তব্যে বইয়ের প্রচ্ছদ ও কোন স্টলে পাওয়া যাবে এবং মূল্য কত অনুগ্রহ করে জানান। মূল পোস্ট আপডেড করে আপনার বই তালিকাভূক্ত করা হবে।
আপডেট চলছে......
প্রবাসী ব্লগারদের লেখা দিয়ে সমৃদ্ধ "প্রবাসের গল্প"। প্রতি কপি বইয়ের দাম পড়বে কুরিয়ার সার্ভিসের চার্জ সহ ১২০ টাকা । এক সাথে ২৫ কপির মূল্য পরিশোধ করলে ৪৫০ টাকা মূল্যের বইয়ের প্রচ্ছদ অংকিত একটি আকর্ষনীয় টি-শার্ট ফ্রি দেওয়া হবে।
সদ্য প্রকাশিত বই প্রিয়নবীর প্রিয় জীবন থেকে
৩৫২ পৃষ্ঠার ৭০ গ্রাম অফসেট কাগজে, ডাবল কালারে মূদ্রিত আকর্ষণীয় বইটি হোম ডেলিভারী পাচ্ছেন মাত্র ২২০ টাকায়। ১০-২০ কপি'র ক্ষেত্রে দাম আরো অনেক কম হবে।যারা এখনও বইটি সংগ্রহ করেন নি, আজই সংগ্রহ করুন। খান প্রকাশনী, বাংলাবাজার, ঢাকা। 01753563115
"মায়াবী বধূ" বইটি প্রকাশ করেছে 'খান প্রকাশনী'।
অনলাইনের একজন প্রতিভাবান লেখক ব্লগার এম এম ওবায়দুর রহমান। সমকালীন প্রসঙ্গের উপর ফেসবুকে ও অনলাইনের বিভিন্ন মাধ্যমে প্রায় প্রতিদিনই তার স্বরব উপস্থিতি লক্ষ্য করার মতো। নিজস্ব সৃষ্টিশীলতা ও লেখনী শক্তির মাধ্যমে ইতোমধ্যেই নবীন ও তরুণ পাঠকদের একটি অংশকেও আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন শক্তিমান এই লেখক। পাঠককে কাছে টানার মতো অসাধারণ লেখনী ক্ষমতার অধিকারী এই লেখকের গল্পগুলো সত্যিই অসাধারণ।(সম্পাদক)
বিষয়: বিবিধ
২২১৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-আলোকবর্তিকা প্রকাশনী, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা।স্টল পায়নি এখনও পর্যন্ত, এটাই সর্বশেষ নিউজ।
আর বাকী বইয়ের কোন হদিস নেই, কারণ প্রকাশকের মোবাইল বন্ধ।
খুব ভালো উদ্যোগ। গত বইমেলায় আমার একটি বই প্রকাশিত হয়েছিল। কিন্তু এবার আর হচ্ছে না! তারপরও বইয়ের কভার ফটোটা দিয়ে দিলাম..।
সম্ভাবনাময় উদিয়মান শব্দ শিল্পি ব্লগার আল মামুন খানের প্রথম প্রকাশনা 'অপেক্ষা'
বইমেলায় পাওয়া যাচ্ছে!
মন্তব্য করতে লগইন করুন