বুখারী শরিফ: হাদিস নং ২২-২৩ ;

লিখেছেন লিখেছেন saifu islam ৩১ জানুয়ারি, ২০১৬, ১২:১১:৫১ দুপুর

হাদিস ২২ মুহাম্মদ ইব্ন উবায়দুল্লাহ (রঃ) ……….. আবূ উমামা ইব্ন সাহল ইব্ন হুনাইফ (রঃ) থেকে বর্ণিত, তিনি আবূ সাঈদ খুদরী (রাঃ)-কে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একবার আমি ঘুমন্ত অবস্থায় (স্বপ্নে) দেখলাম যে, লোকদেরকে আমার সামনে হাযির করা হচ্ছে। আর তাদের পরণে রয়েছে জামা। কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নীচ পর্যন্ত। আর উমর ইব্নুল খাত্তাব (রাঃ)-কে আমার সামনে হাযির করা হল এমন অবস্থায় যে, তিনি তাঁর জাম (এত লম্বা যে) টেনে নিয়ে যাচ্ছিলেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি এর কী তা’বীর করেছেন? তিনি বললেনঃ (এ জামা মানে) দীন।

হাদিস ২৩ আবদুল্লাহ্ ইব্ন ইউসুফ (রঃ) ……… আবদুল্লাহ ইব্ন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, একদিন রাসূলুল্লাহ (সাঃ) এক আনসারীর পাশ দেয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর ভাইকে তখন (অধিক) লজ্জা ত্যাগের জন্য নসীহত করছিলেন। রাসূলুল্লাহ (সাঃ) তাকে বললেনঃ ওকে ছেড়ে দাও। কারন লজ্জা ঈমানের অংগ।

বিষয়: বিবিধ

৯২২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358093
৩১ জানুয়ারি ২০১৬ দুপুর ০১:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আল্লাহ যেন আমাদেরকে দ্বীনদারি হওয়ার তৌফিক দান করেন আমিন।
358273
০২ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১০
saifu islam লিখেছেন : "আমিন "

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File